পল্লী সঞ্চয় ব্যাংক অ্যাডমিট কার্ড ২০২৩ আসন পরিকল্পনা এবং পরীক্ষার তারিখ
পল্লী সঞ্চয় ব্যাংক পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড২০২৩। বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি পরীক্ষা তারিখ এডমিট কার্ড ডাউনলোড সম্পর্কে পোস্ট নিয়ে। আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে স্থান পাবে বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংক এর লিখিত পরীক্ষা কবে? কখন? কোথায়? অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে, এবং কিভাবে ঘরে বসেই পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড করে নিতে পারবেন এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা। এসব বিষয় সহজেই বুঝতে আমাদের পোষ্ট টি দেখতে থাকুন।
বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংক পরীক্ষার তারিখ ২০২৩
০৩ টি ক্যাটাগরিতে ১২৬ টি শূন্যপদে দক্ষ জনবল নিয়োগের উদ্দেশ্যে ১৮ ই মে ২০২২ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। বিজ্ঞপ্তি প্রকাশের পর পর চাকরির আশায় দেশের হাজারো বেকার শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করেন। একমাস যাবতীয় অর্থাৎ ১২ ই জুন ২০২২ তারিখ পর্যন্ত সকল কার্যক্রম শেষে। ৭ জানুয়ারি ২০২৩ তারিখে লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছেন। আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইট দ্বারা তারিখ পরীক্ষার সময়সূচি প্রকাশ করতে যাচ্ছি।
পদের নাম এবং শূন্যপদ:
১. সিনিয়র প্রিন্সিপাল অফিসার – ২৪
২. সিস্টেম বিশ্লেষক –০১
৩. প্রধান কর্মকর্তা – ১০১
মোট শূন্যপদ: ১২৬ জন
পরীক্ষার তারিখ: ১৩ জানুয়ারী ২০২৩
পরীক্ষার সময়: সকাল ১০.০০AM থেকে ১২.০০PM এবং ৩.০০ PM থেকে ৫.০০PM
পল্লী সঞ্চয় ব্যাংক লিখিত পরীক্ষার তারিখও সময়সূচী প্রকাশ ২০২৩
মোট ১২৬ টি শূন্য পদে পল্লী সঞ্চয় ব্যাংক লিখিত পরীক্ষার তারিখ তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২ টি ভাগে বিভক্ত হয়ে প্রথম ধাপের পরীক্ষা সিনিয়র প্রিন্সিপাল অফিসার পরীক্ষার সময় ১৩ জানুয়ারি ২০২৩ শুক্রবার সকাল ১০-০০ টা হইতে দুপুর ১২-০০পর্যন্ত। দ্বিতীয় ধাপে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রিন্সিপাল অফিসার পদের একই দিনে বিকাল ০৩-০০ টা হইতে ০৫-০০ টা পর্যন্ত। তারা আরো জানিয়েছে পরীক্ষাটি নেওয়া হবে লিখিত আকারে মোট ২০০ নম্বরের। পরীক্ষার কেন্দ্র;-মডেল একাডেমী মিরপুর-১ ঢাকা। আপনারা যথাসময়ে পরীক্ষার প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় উপস্থিত হবেন। পরীক্ষায় প্রবেশপত্র ছাড়া কাউকেই পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
পল্লী সঞ্চয় ব্যাংক (পিএসবি) পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড২০২৩
এই পর্বে আমরা আমাদেরকে দেখাতে চলেছে কিভাবে অনেক সহজ মাধ্যমের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংক (পিএসবি) পরীক্ষার এডমিট কার্ড পিডিএফ আকারে ডাউনলোড করবেন ।কারণ এডমিট কার্ড ছাড়া আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না এডমিট কার্ড হল আপনার নিজস্ব পরিচয় বহন করে। আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে অনেক সহজেই এডমিট কার্ড ডাউনলোড এর পদ্ধতি দেখানো হল। প্রথমে আপনার স্মার্টফোন মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার ইত্যাদি অন্যান্য ডিভাইস এর মাধ্যমে অনেক সহজেই প্রবেশপত্র টি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন।
১/এজন্য প্রথমে আপনাকে পরিদর্শন করতে হবে, পল্লী সঞ্চয় ব্যাংক (পিএসবি)অধিদপ্তরে প্রবেশ পত্র সংগ্রহকৃত অফিচিয়াল ওয়েবসাইটhttps://erecruitment.bd.org.bd তে
২/উক্ত ওয়েবসাইটে গেলে আপনার সামনে দেখতে পারবে ❛ডাউনলোড এডমিট কার্ড❜ নামে একটি পেইজ আছে।
৩/এবার উক্ত পেইজে আপনার ❛ইউজার আইডি❜ দিন।
৪/তারপর আপনার ❛পাসওয়ার্ড❜ দিন।
৫/এসকল ঘর সঠিক তথ্য দিয়ে পূরণ শেষে ❛সাবমিট❜ বাটুনে ক্লিক করুন
৬/নিচের অংশে দেখতে পারবেন আপনার ছবি সহ এডমিট কার্ড, ক্লিক করে ❛এডমিট কার্ড ডাউনলোড❜ করুন।
উল্লেখ্য;- যে, আপনার এডমিট কার্ডটি অবশ্যই প্রিন্ট করে নিতে হবে ।
আরও দেখুন;- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড (BBAL) পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড ২০২৩
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি{ডিপিডিসি}পরীক্ষার ফলাফল ২০২৩
মন্তব্য
পরিশেষে বলতে চাই পল্লী সঞ্চয় ব্যাংক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ২০২৩। সকল বিস্তারিত আলোচনা আমাদের মাঝে তুলে ধরতে পেরেছি বলে আমি মনে করি। পরীক্ষা শেষে পরীক্ষার প্রশ্ন সমাধান সহ আমাদের কাঙ্খিত ফলাফল পেতে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সুবিধার্থে আমরা সকল পরীক্ষার প্রশ্ন সমাধান ও পরীক্ষার ফলাফল দিয়ে থাকি।