PMGSC Postal Operator Question Solution 2023 [Mcq Question Solve]

PMGSC Exam Question Solution 2023 pdf

PMGSC Postal Operator Question Solution 2023 pdf দেখুন এখানে] Good News Good News Good News Good News for Postmaster General Khulna Circle PMGSC Mcq Exam 2023 Candidates. Postmaster General Khulna Circle has appeared among you as usual with the question solution registration by welcoming all the candidates of the PMCMC post exam. For the convenience of those of you who are candidates for PMGMC Khulna Circle MCQ exam, we have come up with post exam question paper along with question solutions in our article. If you want, you can download it from here.

Details about Postmaster General Khulna Circle Office 2023

Postmaster General Khulna Circle Office is one of the government institutions of Bangladesh. A lot of skilled manpower is needed to run this institution. On the basis of which every year Nyaya published the notification on 1st September 2019. As opposed to which the candidates applied online hoping to get the job. The closing date for the application process was 2 October 2019. At the end of the online program, he failed to take the exam due to the worldwide epidemic of coronavirus. After a long time, they released the date for MCQ exam on 2nd June 2023. After the exam, for your convenience, we have come up with the question solution of the Postmaster General Khulna Circle Office exam, see the below section to see the question solution.

আরও দেখুন;-

[আজকের প্রশ্ন সমাধান] PMGSC Postal Operator mcq Question Answers 2023 PDF

পিএমজিএসসি ডাক অপারেটর পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ [Mcq প্রশ্ন উত্তর]

PMGSC Postal Operator Mcq  Question Solution 2023

PMGSC MCQ format exam was held on Friday 16th June 2023 from 10-00 am to 11-00 pm in 38 educational centers of Khulna division. The question paper was given out of 80 marks on 4 subjects of Bengali English Maths General Knowledge. Candidates want to see the mcq exam question solution after the exam. Because how many questions have been answered correctly and how many have been wrong, they are very interested to know whether they can survive the exam. That is why we have highlighted the answers along with the question papers of the exam at the end of the exam through our article. If you want, you can compare from here.

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ

৩৬। মোজাম্বিকের রাজ ধানীর নাম কী?

ক. উলানবাটোর খ. মাপুতো গ. বন্দরসেরি বেগোয়ান ঘ. জাগরেব

উত্তরঃ খ. মাপুতো

৩৭। নেপোলিয়ন বোনাপার্টের জন্মস্থান কোথায়?

ক. কর্সিকা খ. ক্রিমিয়া গ. ভার্জিনিয়া ঘ. সিসিলি

উত্তরঃ ক. কর্সিকা

৩৮। সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংঘটিত হয়?

ক. জার্মানী খ. জাপান গ. চীন ঘ. মঙ্গোলিয়া

উত্তরঃ গ. চীন

৩৯। বিশ্ব তামাকমুক্ত দিবস কোনটি?

ক. ১৫ মে খ. ৩১ মে গ. ১ মে ঘ. ৪ অক্টোবর

উত্তরঃ খ. ৩১ মে

৪০। প্রশান্ত মহাসাগরের আকৃতি কিরূপ?

ক. ত্রিভুজের মতো খ. রম্বসের মতো গ. পরাবৃত্তের মতো ঘ. আয়তক্ষেত্রের মতো

উত্তরঃ ক. ত্রিভুজের মতো

৪১। বাংলাদেশ ডাক বিভাগের সার্কেল কয়টি?

ক. ৪ টি খ. ৫ টি গ. ৬ টি ঘ. ৭ টি

উত্তরঃ খ. ৫ টি

৪২। বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে?

ক. হাইকোর্ট খ. সুপ্রিমকোর্ট গ. স্পিকার ঘ. রাষ্ট্রপতি

উত্তরঃ খ. সুপ্রিমকোর্ট

৪৩। নিকারাগুয়া কোন মহাদেশের অন্তর্গত?

ক. ইউরোপ খ. আফ্রিকা গ. উত্তর আমেরিকা ঘ. দক্ষিণ আমেরিকা

উত্তরঃ গ. উত্তর আমেরিকা

৪৪। বাংলাদেশের প্রথম টেস্টে কোন ক্রিকেটার শতরানের অনবদা ইনিংস খেলেন?

ক. আশরাফুল খ. আকরাম খান গ. বুলবুল ঘ. নান্নু

উত্তরঃ গ. বুলবুল [আমিনুল ইসলাম বুলবুল ২০০০ সালে]

৪৫। কোনটি আয়তনের দিক দিয়ে বৃহত্তম মুসলিম প্রধান দেশ?

ক. সৌদি আরব খ. ইন্দোনেশিয়া গ. কাজাখস্তান ঘ. পাকিস্তান

উত্তরঃ গ. কাজাখস্তান [ জনসংখ্যায় ইন্দোনেশিয়া]

৪৬। “বাপু” কার উপাধি?

ক. চিত্তরঞ্জন দাস খ. মোহনদাস করমচাঁদ গান্ধী গ. লাল বাহাদুর শাস্ত্রী ঘ. সরোজিনী নাইড়ু

উত্তরঃ খ. মোহনদাস করমচাঁদ গান্ধী

৪৭। বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন কোথায়?

ক. ঝিলংজা (কক্সবাজার) খ. পারকি (চট্টগ্রাম) গ. কুয়াকাটা (পটুয়াখালী) ঘ. দুবলারচর (খুলনা)

উত্তরঃ গ. কুয়াকাটা (পটুয়াখালী)

৪৮। বাংলাদেশে সর্বশেষ কততম জনশুমারী অনুষ্ঠিত হয়?

ক. চতুর্থ খ. পঞ্চম গ. ষষ্ঠ ঘ. সপ্তম

উত্তরঃ গ. ষষ্ঠ

৪৯। কোন প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গাদের ভাসানচরে বসবাসের উপযোগী করে তোলা হয়?

ক. আশ্রয়ন ১ খ. আশ্রয়ন ২ গ. আশ্রয়ন ৩ ঘ. আশ্রয়ন ৪

উত্তরঃ গ. আশ্রয়ন ৩

৫০। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?

ক. বরিশাল খ. ফরিদপুর গ. চাঁদপুর ঘ. ঢাকা

উত্তরঃ খ. ফরিদপুর

বাংলা অংশের সমাধানঃ

৫১। ‘সদ্যোজাত’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. সৎ + জাত খ. সদ্যো + জাত গ. সদ্যঃ + জাত ঘ. সদ্য + জাত

উত্তরঃ গ. সদ্যঃ + জাত

৫২। ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক. কাজী নজরুল ইসলাম খ. শাহাদাৎ হোসেন গ. সঞ্জয় ভট্টাচার্য ঘ. সুধীন্দ্রনাথ দত্ত

উত্তরঃ গ. সঞ্জয় ভট্টাচার্য

৫৩। কোনটি বাগধারা বোঝায়?

ক. চৈত্র সংক্রান্তি খ. পৌষ সংক্রান্তি গ. শিরে সংক্রান্তি ঘ. শিব সংক্রান্তি

উত্তরঃ গ. শিরে সংক্রান্তি

৫৪। নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?

ক. নিক্কণ, সূচগ্র, অনুর্ধব খ. অনূর্বর, ঊর্ধবগামী, শুদ্ধ্যশুদ্ধি

গ. ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃষবসা ঘ. রানি, বিকিরণ, দুরতিক্রম্য

উত্তরঃ ক. নিক্কণ, সূচগ্র, অনুর্ধব

৫৫। শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-

ক. রামনিধি গুপ্ত খ. দাশরথি রায় গ. এন্টনি ফিরিঙ্গি ঘ. রামপ্রসাদ সেন

উত্তরঃ ঘ. রামপ্রসাদ সেন

৫৬। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম?

ক. শ্রীচৈতন্যদেব খ. শ্রীকৃষ্ণ গ. আদিনাথ ঘ. মনোহর দাশ

উত্তরঃ ক. শ্রীচৈতন্যদেব

৫৭। ‘চর্যাপদ’ কত সালে আবিষ্কৃত হয়?

ক. ১৮০০ খ. ১৮৫৭ গ. ১৯০৭ ঘ. ১৯০৯

উত্তরঃ গ. ১৯০৭

৫৮। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?- কার লেখা?

ক. কৃষ্ণচন্দ্র মজুমদার খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত গ. কামিনী রায় ঘ. যতীন্দ্রমোহন বাগচী

উত্তরঃ ক. কৃষ্ণচন্দ্র মজুমদার

৫৯। ‘পরাগলী মহাভারত’ খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী?

ক. সঞ্চয় খ. কবীন্দ্র পরমেশ্বর গ. শ্রীকর নন্দী ঘ. কাশীরাম দাস

উত্তরঃ খ. কবীন্দ্র পরমেশ্বর

৬০। সন্ধি-সাধিত শব্দ ‘পরস্পর’ কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?

ক. ব্যঞ্জন সন্ধি খ. সবর সন্ধি গ. নিপাতনে সিদ্ধ সন্ধি ঘ. বিসর্গ সন্ধি

উত্তরঃ গ. নিপাতনে সিদ্ধ সন্ধি

৬১। নিচের কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?

ক. বাক্ + দান = বাগদান খ. উৎ + ছেদ = উচ্ছেদ

গ. পর + পর = পরস্পর ঘ. সম + সার = সংসার

উত্তরঃ গ. পর + পর = পরস্পর

৬২। ‘চৌহদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?

ক. বাংলা + ফারসি খ. সংস্কৃত + ফারসি

গ. ফারসি + আরবি ঘ. সংস্কৃত + আরবি

উত্তরঃ ঘ. সংস্কৃত + আরবি

৬৩। টা, টি, খানা ইত্যাদি কোন পদকে নির্দেশ করে?

ক. পদাশ্রিত নির্দেশক খ. প্রকৃতি গ. বিভক্তি ঘ. উপসর্গ

উত্তরঃ ক. পদাশ্রিত নির্দেশক

৬৪। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য?

ক. অব্যয় ও শব্দাংশ খ. নতুন শব্দ গঠনে

গ. উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে ঘ. ভিন্ন অর্থ প্রকাশে

উত্তরঃ গ. উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে

৬৫। ‘দেয়াসিনি’ কথাটির অর্থ কি?

ক. দেবকন্যা খ. দিনের অবসান গ. দিয়ে এসেছো নাকি ঘ. এক প্রকার দেশি খাবার

উত্তরঃ ক. দেবকন্যা

৬৬। কোনটি ধনাত্মক শব্দের উদাহরণ-

ক. চোখে চোখে খ. ভয়টয় গ. টুপটাপ ঘ. কাছাকাছি

উত্তরঃ গ. টুপটাপ

৬৭। ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. ত্যক্ত খ. গ্রাহ্য গ. দৃঢ় ঘ. গূঢ়

উত্তরঃ ঘ. গূঢ়

৬৮। বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?

ক. চামার খ. ধারালো গ. মোড়ক ঘ. পোষ্টাই

উত্তরঃ গ. মোড়ক

৬৯। সন্ধ্যাভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?

ক. চর্যাপদ খ. পদাবলি গ. মঙ্গলকাব্য ঘ. রোমান্সকাব্য

উত্তরঃ ক. চর্যাপদ

৭০। বাংলাদেশের ‘গ্রাম থিয়েটার’-এর প্রবর্তক কে?

ক. মমতাজউদদীন আহমদ খ. আব্দুল্লাহ আল মামুন গ. সেলিম আল দীন ঘ. রামেন্দু মজুমদার

উত্তরঃ গ. সেলিম আল দীন

PMGSC Postal Operator Exam Question Answers 2023 Pdf

PMGSC published a notification for mcq exam for 253 vacant posts in 9 categories. Based on which today’s exam is held. Keeping the candidates in mind after the exam, we have provided 100% correct and accurate question solutions in PDF format with the help of our experienced teacher team and various note books, text books and other websites. If you want, you can download the PDF file from this section and compare the answers to the questions. Then you will understand how many questions you got right or wrong in your exam and how your exam went.

গণিত অংশের সমাধানঃ

১। x2-x-30×2-36 এর লঘিষ্ঠ রূপ কোনটি?

ক. x+5/x+6 খ. x+5/x-6 গ. x-5/x+6 ঘ. x-5/x-6

উত্তরঃ ক. x+5/x+6

২। x2-√2x+1=0 হলে x12+1/x6 এর মান কত?

ক. 0 খ. 1 গ. 2 ঘ. 2

উত্তরঃ ক. 0

৩। 4×2-2 হতে কত বিয়োগ করলে রাশিটি পূর্ণ বর্গ হবে?

ক. –1/4×2 খ. –1/2×2 গ. 1/4×2 ঘ. 1/2×2

উত্তরঃ ক. -1/4×2

৪। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড় এবং তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের ৫ গুণ। ৬ বছর পর ছেলের বয়স ১৪ হলে লোকটির বর্তমান বয়স কত হবে?

ক. ৩৫ খ. ৪০ গ. ৩০ ঘ. ৪৫

উত্তরঃ ঘ. ৪৫

৫। logx 1/81= -4 হলে x এর মান কত?

ক. -3 খ. –1/3 গ. 1/3 ঘ. 3

উত্তরঃ ঘ. 3

৬। A ও B কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পর O বিন্দুতে স্পর্শ করলে <AOB এর মান কত?

ক. সমকোণ খ. প্রবৃদ্ধ কোণ গ. পূরক কোণ ঘ. সরলকোণ

উত্তরঃ ঘ. সরলকোণ

৭। ABCD রম্বসের <ABC = 120° এবং OE⊥AB হলে <AOE=?

ক. 30° খ. 60° গ. 90° ঘ. 120°

উত্তরঃ খ. 60°

৮। ২ ঘণ্টা ১৫ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

ক. 20° খ. 22.5° গ. 23° ঘ. 23.5°

উত্তরঃ খ. 22.5°

৯। 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যা এর লম্ব দূরত্ব 4 একক হলে জ্যা এর দৈর্ঘ্য কত?

ক. 2 একক খ. 3 একক গ. 6 একক ঘ. 8 একক

উত্তরঃ গ. 6 একক

১০। log10 (0.001)= কত?

ক. 3 খ. -3 গ. ⅓ ঘ. -1/3

উত্তরঃ খ. -3

১১। দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান ১৩। বৃহত্তম সংখ্যাটি কত?

ক. ২৫ খ. ২৬ গ. ৫২ ঘ. ৭৭

উত্তরঃ ঘ. ৭৭

১২। ১, ১, ২, ৩, ৫, ৮, …… ধারাটির ১১ তম পদ-

ক. ৩৪ খ. ৫৫ গ. ৮৯ ঘ. ১৪৪

উত্তরঃ গ. ৮৯

১৩। x2–y2, x3–y3, x4+x2y2+y4 রাশিগুলোর গ.সা.গু কত?

ক. (x+y) খ. x-y গ. 0 ঘ. 1

উত্তরঃ ঘ. 1

১৪। টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে লাভের হার কত?

ক. ১৫% খ. ২০% গ. ২৫% ঘ. ৩০%

উত্তরঃ খ. ২০%

১৫। একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার। বাগানের পরিসীমা কত মিটার।

ক. ১৬ খ. ২৫ গ. ৪১ ঘ. ৮২

উত্তরঃ ঘ. ৮২

ইংরেজি অংশের সমাধানঃ

১৬। Do or die (Make it simple)

ক. By doing you will die খ. By doing you die

গ. Without doing you will die ঘ. Without doing you die.

উত্তরঃ গ. Without doing you will die.

১৭। What is the adjective form of the word “ People”?

ক. Populous খ. Popular গ. Popularity ঘ. Popularize

উত্তরঃ ক. Populous

১৮। What is the Feminine gender of the word ‘Beau’?

ক. Bella খ. Belle গ. Bello ঘ. Bellu

উত্তরঃ খ. Belle

১৯। What is the plural form of the word “cliff”?

ক. Cliff খ. Cliffs গ. Clives ঘ. Cliffes

উত্তরঃ খ. Cliffs

২০। Which one is an example of the indefinite pronoun?

ক. Who খ. it গ. Each ঘ. Nobody

উত্তরঃ ঘ. Nobody

২১। Turn ____ the sound of the radio?

ক. Off খ. Of গ. On ঘ. Down

উত্তরঃ ঘ. Down

২২। Mahbuba began to lay ___ Shila in anger.

ক. On খ. Of গ. About ঘ. By

উত্তরঃ গ. About

২৩। I have no pen _ here the word ‘no’ is

ক. Verb খ. Adverb গ. Noun ঘ. Conjunction

উত্তরঃ সঠিক উত্তর নাই [সঠিক উত্তর হবে Adjective]

২৪। The phrase De facto is from the language _

ক. English খ. Latin গ. French ঘ. German

উত্তরঃ খ. Latin

২৫। When he came, I started, – here the underlined clause is an example of

ক. Adverbial Clause খ. Noun Clause গ. Adjective Clause ঘ. Co-ordinate clause

উত্তরঃ ক. Adverbial Clause

২৬। We ought to have saved our environment (make it passive)

ক. Our environment ought to have been saved.

খ. Our environment ought to have been save.

গ. Our environment ought to save.

ঘ. Our environment ought to have saved.

উত্তরঃ ক. Our environment ought to have been saved.

২৭। What is the study of religion is called?

ক. Ornithology খ. Religiology গ. Felinology ঘ. Theology

উত্তরঃ ঘ. Theology

২৮। A person free from national prejudices, looking at the world as his own – is called?

ক. Cosmopolitan খ. Sceptic গ. Apostate ঘ. Geriatrician

উত্তরঃ ক. Cosmopolitan

২৯। The synonym for ‘Obdurate’

ক. Deceitful খ. Stubborn গ. Sly ঘ. Swindler

উত্তরঃ খ. Stubborn

৩০। An Antonym of ‘vertex’ is-

ক. Pinnacle খ. Through

গ. Zenith ঘ. Culmination

উত্তরঃ খ. Through

৩১। Choose the correct spelling-

ক. Soverignty খ. Sovereignty গ. Sovereiginity ঘ. Soverinty

উত্তরঃ খ. Sovereignty

৩৩। Tha man said, “ Good morning my friends” (Make it indirect speech)

ক. Addressing them as friends the man told good morning

খ. Addressing them as his friends the man said good morning

গ. The man bade his friends good morning.

ঘ. The man wished his friends good morning.

উত্তরঃ ঘ. The man wished his friends good morning.

৩৩। During our walk along the beach we noticed the shifting reflections on the ___ surface of the water.

ক. Unflinching খ. Undiscriminatory গ. Undulating ঘ. Unfaltering

উত্তরঃ গ. Undulating

৩৪। The Romantic Age in English literature began with the publication of —

ক. Preface of Shakespeare খ. Preface to Lyrical Ballads

গ. Preface to Ancient Mariners ঘ. Preface to Dr.Johnson

উত্তরঃ খ. Preface to Lyrical Ballads

৩৫। Who has written the play ‘Volpone’-

ক. John Webster খ. Ben Jonson গ. W. Shakespeare ঘ. Y. B Yeats

উত্তরঃ খ. Ben Jonson

PMGSC Exam Question solve 2023

Hope everyone understood above part PMGSC MCQ Exam Question Solution. We have tried our best to present the question solution accurately and correctly. However, if there are any mistakes, please forgive us and let us know in the comments, we will try to correct it. Also, log on to our website to see the solution of all the exam questions.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button