{PMGMC} পোস্টমাস্টার-জেনারেল মেট্রোপলিটন সার্কেলেরঅফিস লিখিত পরীক্ষার তারিখ ২০২৩

(পিএমজিএমসি) লিখিত পরীক্ষার তারিখ  ও  সময়সূচী প্রকাশ ২০২৩

বরাবরের মত  আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি আর্টিকেল নিয়ে আজকের বিষয় বাংলাদেশ পোস্টমাস্টার জেনারেল মেট্রো পলিটিন সার্কেল (PMGMC)এরপরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড ২০২২। যেসব চাকরি প্রত্যাশী প্রার্থীরা (পিএমজিএম সি) এর পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন তাদের জন্য আজকের আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এসব সকল বিষয়ে বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি সঙ্গেই থাকুন।

পোস্টমাস্টার-জেনারেল মেট্রোপলিটন সার্কেলেরঅফিস লিখিত পরীক্ষার তারিখ ২০২২ 

বাংলাদেশ পোস্টমাস্টার জেনারেল মেট্রোপলিটন সার্কেল অফিস (পিএমজিএমসি) কর্তৃপক্ষ কর্তৃক ২৫ এ এপ্রিল২০২২। একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছিলেন। যার প্রেক্ষিতে প্রায় ৭০ হাজার ৭৩০ জন পদপ্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেন। দীর্ঘ কয়েক মাস পর পিএম জিএমসি কর্তৃপক্ষ কর্তৃক লিখিত পরীক্ষার তারিখ তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেন। আপনাদের মাঝে অতি সহজ ভাবে  তুলে ধরার জন্য  আমরা আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। কোথায় কিভাবে কিংবা কখন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এসব সকল বিষয় দেখতে আমাদের  নিম্নের অংশ মনোযোগ সহকারে পড়ুন।

  (PMGMC)লিখিত পরীক্ষার তারিখ  ও  সময়সূচী প্রকাশ ২০২২

বাংলাদেশ (পিএম জিমসি) লিখিত পরীক্ষার তারিখ ২০২২ তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে। তাদের ওয়েবসাইটে প্রকাশ করার সঙ্গে সঙ্গে আপনাদের সুবিধার্থে। আমরা আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে তা প্রকাশ করতে চলেছি। যার ফলে খুব সহজেই দেখতে পারবেন আপনারা যাদের পরীক্ষার সময়সূচি এডমিট কার্ড ডাউনলোড করার নিয়ম। অনেক দক্ষ জনবল নিয়োগের জন্য ১৩ টি ক্যাটাগরিতে ১৮৯ টি শূন্যপদে নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ ২৪ শে ডিসেম্বর রোজ শনিবার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকাল ১১-০০ টার সময় এবং পরীক্ষাটির কেন্দ্র পোস্ট অফিস হাই স্কুল মতিঝিল ঢাকা১০০০। এই পরীক্ষায় অনেক প্রার্থী হওয়ার কারণে পরীক্ষাটি অনেক কঠিন হতে চলেছে আপনারা সবাই সুন্দরভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে এবং প্রবেশপত্র সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন  প্রবেশপত্র  ছাড়া কাউকে পরীক্ষা দিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন (পিএমজিএমসিএল) কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানের নাম: পোস্টমাস্টার-জেনারেল মেট্রোপলিটন সার্কেলের অফিস (PMGMC)

পদের নাম এবং শূন্যপদ:

১. পোস্টম্যান –৯০ জন

২. ফটোকপি অপারেটর –০১

৩. প্যাকার – ০৮

৪. মেল ক্যারিয়ার – ৪০

৫. সশস্ত্র প্রহরী – ০৭

৬. অফিস সোহায়ক -০৭

৭. নিরাপত্তা প্রহরী – ০৯

৮. ক্লিনার – ১২

৯. মালী – ০১ 

১০. ড্রাইভার – ১১

১১. গ্যাস মিস্ত্রি – ০১

১২. মিডওয়াইফ – ০১

১৩. চিত্রকর – ০১

মোট শূন্যপদ: 189টি

পরীক্ষার তারিখ: ২৪ ডিসেম্বর ২০২২

পরীক্ষার সময়: ১১.০০ AM

(পিএমজিএমসি) লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাওনলোড করার নিয়ম২০২২

যেকোনো চাকরি বা এডমিশন পরীক্ষায় হোক না কেন একজন পরীক্ষার্থীর  প্রবেশপত্র অর্থাৎ এডমিট কার্ড অনেক জরুরী। কারণ এডমিট কার্ড ছাড়া একজন পরীক্ষার্থীকে কখনোই পরীক্ষা দিতে দেওয়া হয় না।কিন্তু আমরা অনেকেই জানিনা কিভাবে অনলাইনের মাধ্যমে এডমিট কার্ড ডাউনলোড করতে হয়। আপনাদের সুবিধার্থে খুব সহজেই  এডমিট কার্ড পিডিএফ ডাউনলোড করার উপায় আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরলাম। আপনারা চাইলে খুব সহজেই এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এডমিট কার্ড পিডিএফ ডাউনলোড এর পদ্ধতি নিম্নে দেওয়া হল।

১। প্রথমে বাংলাদেশ (পি এম জি এন সি) নিজস্ব ওয়েবসাইট http://pmgmc.teletalk.com.bd এই যান

২। তারপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করুন,

৩। তারপর সাবমিট বাটনে ক্লিক করুন,

৪। আপনি আপনার pmgmc পরীক্ষা এবং প্রবেশপত্র পাবেন।

৫। তারপরে A4 সাইজের কাগজে আপনার প্রবেশপত্র প্রিন্ট করুন

৬। Pmgmc প্রবেশ পত্র টি ডাউনলোড করুন।

উপসংহার

পরিশেষে বলতে পারি বাংলাদেশ পোস্টমাস্টার জেনারেল মেট্রোপলিটন সার্কেল( পিএমজিএম সি) পরীক্ষার তারিখঃ এডমিট কার্ড ডাউনলোড২০২২। সম্পর্কে অল্প হলেও আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি। এবং এই পরীক্ষার প্রশ্ন সমাধান সহ ফলাফল দেখতে আমাদের আর্টিকেলের সঙ্গে থাকুন। এবং আমাদের এই ওয়েবসাইটটি বেশি বেশি ভিজিট করুন। কারণ আমরা আমাদের ওয়েবসাইট দ্বারা সকল সকল পরীক্ষার তারিখ ও সময়সূচি এবং প্রশ্ন সমাধান ও ফলাফল প্রকাশ করে  থাকি। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি সবাই ভাল থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button