[পিআইডি] তথ্য অধিদপ্তর এর অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

PID অফিস সহায়ক পদের পরীক্ষার প্রশ্ন উত্তর মালা ২০২৩ {নির্ভুল ও সঠিক উওর দেখুন}

বিসমিল্লাহির রহমানির রাহিম প্রশ্নপত্র সহ তার সমাধান সম্পর্কিত একটি আর্টিকেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় হচ্ছে প্লিজ ইনফরমেশন ডিপার্টমেন্ট বা তথ্য অধিদপ্তরের নিয়োগ চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩। আমরা আমাদের আর্টিকেলের মধ্যে আলোচনা করতে যাচ্ছি উক্ত পদের পরীক্ষা শেষে তার প্রশ্নপত্র সংগ্রহ করে প্রত্যেকটি প্রশ্নের সঠিক ও নির্ভুল উত্তর প্রদানের সম্পর্কিত বিস্তারিত আলোচনা। সে কারণে উক্ত পদের প্রার্থীদের জন্য আমাদের আজকের এই আর্টিকেলটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাহলে আর  দেরি না করে দেখে নেওয়া যাক বিষয়ের পত্রসহ তার উত্তরগুলি।

তথ্য অধিদপ্তর নিয়োগ লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

তথ্য অধিদপ্তর  পিআইডি বাংলাদেশের একটি সরকারি সংস্থার মধ্যে অন্যতম একটি সংস্থা। এটা পরিচালনার জন্য কিছু দক্ষ জনবল নিয়োগ এর উদ্দেশ্যে  ত্রিশে জানুয়ারি ২০২৩ তারিখে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর পর দেশের ১৩ হাজার ৪৮৯ জন প্রার্থী উক্ত পদের বিপরীতে অনলাইনের মাধ্যমে আবেদন করেন। আবেদনের শেষের তারিখ ছিল উনিশে ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত। ইতিমধ্যেই উক্ত পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। আমরা আপনাদের সুবিধার্থে প্রশ্নপত্র সংগ্রহ করে তার সমাধান দেওয়ার চেষ্টা করেছি।

পদের নাম এবং শূন্যপদ

১। তথ্য সহকারী – ০৯

 ২। ফটোগ্রাফার – ০৪

৩। স্টেনো টাইপিস্ট কম্পিউটার অপারেটর –০৫

 ৪।  ড্রাইভার -০৩

 ৫। ক্যাটালগার – ০১

 ৬।  স্টোর সহকারী – ০১

৭। অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট – ০৪

 ৮।  অফিস সোহায়ক (অফিস সাপোর্ট স্টাফ) – ১৮

মোট শূন্যপদ: ৪৫

অফিস সোহায়ক পরীক্ষার তারিখ: ২৪ মার্চ ২০২৩

পরীক্ষার সময়: বিকাল ৩.০০ PM থেকে ৪.০০ PM

অফিস সোহায়ক মোট পরীক্ষার্থী: ১৩৪৯৮

পিআইডি অফিস সহায়ক পদের পরীক্ষার প্রশ্ন উত্তর মালা ২০২৩

২৪ শে মার্চ ২০২৩ রোজ শুক্রবার বিকাল ৩ঃ০০ টা থেকে ৪ টা পর্যন্ত পিআইডি  অধিদপ্তরের অফিস সহায়ক পদের  পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। পরীক্ষাটি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ের উপর মোট ৮০ নম্বরের মধ্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে আয়োজন করা হয়েছিল। পরীক্ষা শেষে আমরা অনেক চেষ্টা করে  উক্ত পদের পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিক ও নির্ভুল ভাবে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা তা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন।

১। সন্ধি বিচ্ছেদ করুন:

শয়ন = শে + অন

গবাদি = গো + আদি

নাবিক = নৌ + ইক

২। বিপরীত শব্দ লিখুন:

দুর্মতি = সুমতি

বাচাল = স্বল্পভাষী

সঞ্চয় = ব্যয়

৩। অর্থ লিখুন:

কাছা ঢিলা = অসাবধান (অগোছালো স্বভাবের)

ছা-পোষা = অত্যন্ত গরীব

ভিটায় ঘুঘু চড়ানো = সর্বনাশ করা/সর্বশান্ত করা

বর্ণচোরা = কপটচারী

ভিজে বেড়াল = অতি চালাক/কপট লোক

৪। এক কথায় প্রকাশ করুন:

যা পোঁতা হয়েছে = প্রোথিত

যা নিঃশেষে পান করা হয়েছে = আপীত

যা সহজে মরে না = দুর্মর

যা ভাগ করা হয়েছে = বিভক্ত

৫। শুদ্ধ করে লিখুন:

নিঃশোষিত= নিঃশেষিত

সৌন্দর্য্য = সৌন্দর্য

শুধুমাত্র = শুধু

অনাথিনী = অনাথা

ইংরেজি অংশের সমাধান

৬। Fill in the blanks:

a) My aunt — ill for nearly a week. Ans: has been

b) Yesterday Bangladesh __ Ireland in one day international series 3-0. Ans: defeated

c) The teacher made the student — the book. Ans: read

d) Jhon is — superstitious persons I have ever known. Ans: a

e) I prefer death — dishonour. Ans: to

৭। Translation into Bengali:

a) To err is human, to forgive divine. Ans: ভুল করা মানবিক, ক্ষমা করা ঐশ্বরিক

b) The weather of Bangladesh in Spring is temperate and pleasant. Ans: বসন্তে বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ এবং মনোরম।

c) Bangladesh is a riverine delta. Ans: বাংলাদেশ একটি নদীমার্তৃক বদ্বীপ।

d) It is quarter to twelve in the morning. Ans: এখন সকাল পৌনে বারোটা বাজে।

e) Oh breeze, how far will you drive me away? Ans: ওহ হাওয়া, তুমি আমাকে কতদূর নিয়ে যাবে?

৮। Make sentences with meaning:

a) Cul-de-sac = কানাগলি = They are not looking for cul-de-sac opportunities.

b) At home = দক্ষ = He is at home in English.

c) Achilles heel = দুর্বলতা = The desire for publicity became our Achilles heel.

d) End in smoke = ফলপ্রসূ না হওয়া = All the efforts of the principal to bring him round ended in smoke.

e) At large = মুক্তভাবে = The soldier reported that a prisoner was at large.

৯। Write a short paragraph on ‘How to curb air pollution?

Air pollution is most often caused by burning fossil fuels like petroleum, coal, and natural gas. The exhaust fumes released by vehicles fill the air with toxic particles. Pollution can cause health problems, such as asthma, headaches, and other symptoms of allergies. We can curb air pollution in the following ways.

Using public transport is a sure better way of contributing to less air pollution as it provides less gas and energy, even carpools contribute to it. Turn off the lights when not in use and use energy-saving fluorescent lights to help the environment. Recycle and Reuse the resources so the recycled products also take less power to make other products. No plastic bags and reduction of forest fires and smoking. Use fans instead of Air conditioners and Use filters for chimneys. Avoid using products with chemicals and implement Afforestation.

গণিত অংশের সমাধান

১০। ক ও খ একটি কাজ ৮ দিনে করতে পারে। ক একাকী কাজটি ১২ দিনে করতে পারলে, খ একাকী কাজটি কতদিনে করতে পারবে?

ব্যাখ্যাঃ ক ও খ একত্রে ৮ দিনে করে = ১ টি কাজ

অতএব ক ও খ একত্রে ১ দিনে করে = ১৮ অংশ কাজ

আবার, ক ১২ দিনে করে = ১ টি কাজ

অতএব ক ১ দিনে করে = ১১২ অংশ কাজ

অতএব খ ১ দিনে করে = ১৮ – ১১২ অংশ কাজ

= ৩ – ২২৪ অংশ কাজ

= ১২৪ অংশ কাজ

খ ১২৪ অংশ কাজ করে = ১ দিনে

অতএব খ ১/সম্পূর্ণ কাজ করে = ২৪ দিনে।

উত্তরঃ ২৪ দিন

১১। একজন দোকানি একই মূল্যে দুইটি জামা বিক্রি করেন। একটি জামা ১০% লাভ করেন এবং অন্যটি ১০% লোকসান দেন। তাঁর শতকরা লাভ বা ক্ষতি কত?

ব্যাখ্যাঃ প্রথমটি ১০% লাভে বিক্রয়মূল্য = ১১০ টাকা।

২য় টি ১০% ক্ষতিতে,

১০০ টাকায় ক্ষতি হয় = ১০ টাকা

অতএব ১ টাকায় ক্ষতি হয় = ১০১০০ টাকা

অতএব ১১০ টাকায় ক্ষতি হয় = ১০১১০১০০ = ১১ টাকা

এখানে, লাভের সময় লাভ হয় ১০ টাকা কিন্তু ক্ষতির সময় ক্ষতি হয় ১১ টাকা।

সুতরাং, মোটের উপর ক্ষতি হয় = ১১ – ১০ = ১ টাকা।

উত্তরঃ ক্ষতি ১%

১২। a + 1/a = 2 হলে, প্রমাণ করুন যে, a2 + 1/a2 = a4 + 1/a4

ব্যাখ্যাঃ দেওয়া আছে,

a + 1/a = 2

বামপক্ষ = a2 + 1/a2

= (a + 1/a)2 – 2.a. 1/a

= (2)2 – 2

= 4 – 2

= 2

ডানপক্ষ = a4 + 1/a4

= (a2)2 + (1/a2)2

= (a2+ 1/a2)2 – 2.a2.1/a2

= {(a+ 1/a)2 – 2.a. 1/a}2– 2

= {(2)2– 2}2– 2

= (4 – 2)2– 2

= (2)2– 2

= 4 – 2

= 2

বামপক্ষ = ডনপক্ষ (দেখানো হলো)

১৩। উৎপাদকে বিশ্লেষণ করুন: x3 + 4×2+ x – 6

ব্যাখ্যাঃ x3 + 4×2+ x – 6

= x3 + 5×2+ 6x – x2– 5x – 6

= x (x2+ 5x + 6) -1(x2+ 5x + 6)

= (x – 1) (x2+ 5x + 6)

= (x – 1) (x2+ 3x + 2x + 6)

= (x – 1) {x (x+ 3) + 2(x + 3)}

= (x – 1) (x + 2) (x + 3)

অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ পিডিএফ

যেকোনো চাকরি পরীক্ষার শেষে পরীক্ষার্থীদের কাছ থেকে তাদের প্রশ্নপত্রসহ উত্তরগুলি জমা নেওয়া হয়। যে কারণে প্রার্থীরা চাইলেও তার সঙ্গে নিয়ে বাইর হয়ে আসতে পারে না এবং তা থেকে প্রশ্নগুলি দেখে মিলাতে পারে না। তাই  আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ওয়েবসাইট দ্বারা আপনাদের কাঙ্খিত পরীক্ষার প্রশ্নপত্র সহ তার উত্তর গুলি অভিজ্ঞ শিক্ষক মন্ডলী টেক্সট বই নোট বই বিভিন্ন গাইড ও অনেক ওয়েবসাইট থেকে কিভাবে করার পর ১০০% সঠিক ও নির্ভুল ভাবে তুলে ধরেছি। আপনারা চাইলে তা দেখে ও পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন।

সাধারণ জ্ঞান অংশের সমাধান

১৪। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? উত্তরঃ অস্ট্রিক

১৫। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কোন শতাব্দীতে বাংলাদেশে আসেন? উত্তরঃ ত্রয়োদশ শতাব্দী

১৬। লর্ড কার্জন কবে কার্জন হল প্রতিষ্ঠা করেন? উত্তরঃ ১৯ ফেব্রুয়ারি, ১৯০৪ সাল

১৭। মাদার তেরেসা অবহেলিত শিশুদের জন্য কোথায় প্রথম আশ্রম খোলেন? উত্তরঃ কলকাতা

১৮। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তরঃ রিচার্ড মিলহাউস নিক্সন

১৯। সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন কে? উত্তরঃ জাঁ পল সার্ত্রে

২০। মুক্তিযুদ্ধে প্রথম শহিদ বীরশ্রেষ্ঠ কে? উত্তরঃ মুন্সী আব্দুর রউফ

২১। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে

২২। বাংলাদেশের সংবিধানের পূর্ণ নাম লিখুন। উত্তরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান (The constitution of the people’s republic of Bangladesh)

২৩। ঐতিহাসিক ছয় দফা দাবী কোন সালে পেশ করা হয়েছিল? উত্তরঃ ৫-৬ ফেব্রুয়ারি, ১৯৬৬ সালে

 

আরও দেখুন ;- বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা (বিসিএসআইআর) পরীক্ষার ফলাফল ২০২৩ pdf

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হিসাব সহকারী পরীক্ষার প্রশ্ন সমাধান ২0২৩

 চূড়ান্ত শব্দ

আশা করি আমাদের প্রশ্ন সমাধানটি পেয়ে আপনারা অনেক উপকৃত হয়েছেন। আমাদের ওয়েবসাইটটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আর দেরি না করে  ওয়েবসাইটটি লগইন করে রাখুন। এবং আরো চাকরির পরীক্ষার সময়সূচি এডমিট কার্ড প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে ওয়েবসাইটটির সঙ্গেই থাকুন। তবে সাথে আরো বলতে চাচ্ছি যে আমাদের দেওয়া প্রশ্ন সমাধানে কোন ভুলত্রুটি থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেন আমরা সংশোধন করার চেষ্টা করব  ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button