NSI Field Staff Exam Question Solution 2023 [MCQ Questions Answers]
NSI Field Staff MCQ Questions Answers 2023 pdf
NSI Field Staff Exam Question Solution 2023 MCQ Questions Answers pdf] Good News Good News Good News Good News for National Security Intelligence Directorate Field Staff Vacancy Exam Candidates. Today 16th June 2023, Friday at 10 am, Directorate of National Security Intelligence field stop mcq exam for vacant post was held. The examination will be held in the capital of the country including 52 educational institutions in the center together from 10 am to 11 pm. MCQ format exam is taken in the first phase of the one hour long exam. And in this article we will present to you today’s film staff exam questions with answers. That’s why our today’s article is going to be very important for those of you who are candidates for or have participated in the Nihilism exam. Also read our article carefully from beginning to end to check your exam question solution.
NSI Field Staff Exam Question Solution 2023
Directorate of Security Intelligence or NSI is one of the government institutions of Bangladesh. It requires a lot of skilled manpower to manage it. On the basis of which he published a circular for the purpose of recruiting skilled manpower for 289 vacant posts in 17 categories. On the contrary, lakhs of unemployed students of the country applied online in the hope of getting jobs in the vacant posts after the publication. Exam dates are released one by one after the application process is over. In parallel, the MCQ examination for field staff vacancies was held today. At the end of the exam candidates want to see the question solution. For which we have appeared in this article today.
Post Name and Vacancy:
1. Senior Trainer – 03
2. Assistant Director – 05
3. Research Officer – 1
4. Field Officer – 26 people
5. Computer Technician – 01
6. Computer Operator – 03
7. Steno Typist cum Computer Operator – 06
8. Photographer – 04
9. Wireless Operator – 21
10. Office Assistant – 01
11. Office Assistant cum Computer Typist – 04
12. Laboratory Assistant – 03
13. Receptionist – 01
14. Field Staff (Guard Constable) – 175
15. Darkroom Assistant – 01
16. Despatch Rider – 01
17. Office Assistant – 33
Total Vacancies: 289
Field Staff (Watcher Constable) + Wireless Operator Exam Date: 16 June 2023
Exam Time: 10.00 AM
Exam Type: MCQ
Exam Center: Dhaka
আরও দেখুন;-
এনএসআই (ফিল্ড স্টাফ) পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ pdf
বাংলা অংশের সমাধানঃ
১। ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত –
ক. গল্প খ. নাটক গ. উপন্যাস ঘ. কবিতা
উত্তর: গ. উপন্যাস
২। ‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাসটি কে লিখেছেন?
ক. হুমায়ূন আহমেদ খ. সৈয়দ ওয়ালীউল্লাহ গ. রশীদ করিম ঘ. আবুল ফজল
উত্তর: খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
৩। ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. বাংলাদেশ স্বপ্ন দেখে খ. বন্দী শিবির থেকে গ. বিধ্বস্ত নীলিমা ঘ. নিজ বাসভূমে
উত্তর: খ. বন্দী শিবির থেকে
৪। ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ – এই গানটির রচয়িতা কে?
ক. আব্দুল লতিফ গ. আলতাফ মাহমুদ খ. নজরুল ইসলাম বাবু ঘ. গোবিন্দ হালদার
উত্তর: ক. আব্দুল লতিফ
৫। কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক. আমি ভাত খাচ্ছি খ. আমি ভাত খেয়ে স্কুলে যাব
গ. আমি দুপুরে ভাত খাই ঘ. তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ
উত্তর: ক, গ [ক. আমি ভাত খাচ্ছি + গ. আমি দুপুরে ভাত খাই
৬। সিক্ত নীলাম্বরী- রেখাঙ্কিত পদের নাম কী?
ক. বিশেষ্য খ. বিশেষণ গ. সর্বনাম ঘ. ক্রিয়া
উত্তর: ক. বিশেষ্য
৭। ‘খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি’ এটি কোন ধরনের বাক্য?
ক. সরল খ. জটিল গ. যৌগিক ঘ. খণ্ড
উত্তর: খ. জটিল
৮। কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দ নয় কোনটি?
ক. নাচন খ. কেষ্টা গ. স্থান ঘ. শুনানি
উত্তর: খ. কেষ্টা
৯। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
ক. বাক্ + দান = বাগদান খ. উৎ + ছেদ = উচ্ছেদ
গ. পর + পর = পরস্পর ঘ. সম + সার = সংসার
উত্তর: গ. পর + পর = পরস্পর
১০। ‘লবণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ –
ক. লে + অন খ. লো + অন গ. লব + অন ঘ. ল + বন
উত্তর: খ. লো + অন
১১। ‘অধর পল্লব’ কোন সমাসের উদাহরণ?
ক. তৎপুরুষ খ. বহুব্রীহি গ. কর্মধারয় ঘ. দ্বন্দ্ব
উত্তর: গ. কর্মধারয়
১২. “ব্যায়ামে শরীর ভালো থাকে” এ বাক্যে ‘ব্যায়ামে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে ৭মী খ. কর্মে ৭মী গ. অপাদানে ৭মী ঘ. অধিকরণে ৭মী
উত্তর: ক. করণে ৭মী
১৩. ‘যা অধ্যয়ন করা হয়েছে – এক কথায় কি হবে ?
ক. পঠিত খ. অধীত গ. অধ্যয়িত ঘ. অধ্যায়িত
উত্তর: খ. অধীত
১৪. যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে –
ক. অচিন্তনীয় খ. ভূতপূর্ব গ. অবিমৃষ্যকারী ঘ. অভাবনীয়
উত্তর: গ. অবিমৃষ্যকারী
১৫. ‘Editor’ শব্দের সঠিক পরিভাষা কোনটি?
ক. সম্পাদকীয় খ. সম্পাদক গ. নির্বাচক ঘ. সাংবাদিক
উত্তর: খ. সম্পাদক
ইংরেজি অংশের সমাধানঃ
১৬. The Principal took the round in the college. Here ‘Round’ is a/an-
a. Noun b.Adjective c.Verb d.Adverb
উত্তর: a. Noun
১৭. The doctor who treats cancer is a/an-
a. Cardiologist B. Neurologist c. Oncologist d. Nephrologist
উত্তর: C. Oncologist
১৮. I have never seen—– airplane before.
a. any larger b. as large c. such a large d. so large
উত্তর: C. such a large
১৯. My mother gave me ——- one-taka note.
a. a B. an C. the D. no article
উত্তর: A. a
২০. Arif as well as Alim ———— present there.
a. are B. were C.was D.is
উত্তর: C.was
২১. ‘Oval’ is the adjective of———
a. over B. eye C.egg D.lip
উত্তর: C. egg
২২। What does the idiom ‘Tooth and nail’ means?
a. Terribly b. With utmost effort c. Pleasantly d. Awfully
উত্তর: b. With utmost effort
২৩। Choose the correct sentence:
a. All of it depend on you. b. All of it are depending on you.
c. All of it depends on you. d. All of it are depended on you.
উত্তর: c. All of it depends on you.
২৪। The teacher will — the answer scripts.
a. Looks into b. Look over c. Look for d. Look at
উত্তর: b. Look over
২৫। Identify the correct passive form of “Open the window”.
a. The window should be opened. b. Let the window be opened.
c. Let the window be opened by you. d. The window must be opened.
উত্তর: b. Let the window be opened.
২৬। Change the voice: ‘I know him’
a. He is known by me. b. He was known to me.
c. He has known to me. d. He is known to me.
উত্তর: d. He is known to me.
২৭। Change the narration: Kamal said to me, “What is your name?”
a. Kamal asked me what my name.
b. Kamal asked me what is my name.
c. Kamal asked me what my name was.
d. Kamal asked my what my name is.
উত্তর: c. Kamal asked me what my name was.
২৮। ‘Robert Frost’ is a famous-
a. British poet b. Irish novelist c. American Auden d. American novelist
উত্তর: সঠিক উত্তর নাই [সঠিক উত্তর হবে American Poet]
২৯। The poem ‘The Solitary Reaper’ is written by-
a. W.H. Auden b. W. Wordsworth c. W.B. Yeats d. Ezra Pound
উত্তর: b. W. Wordsworth
৩০। Gitanjali of Rabindranath Tagore was translated by-
a. W.B Yeats b. Robert Frost c. John Keats d. Rudyard Kipling
উত্তর: a. W.B Yeats
NSI Field Staff MCQ Questions Answers 2023
The examination for 175 field staff vacancies was held at 10 am simultaneously with eight thousand six hundred and twenty candidates in different educational institute centers of Dhaka. In the said exam Bengali English general knowledge was given on four subjects. This exam is conducted in mcq format of 70 marks of 1 hour duration. Where there was a negative US system, if the answer to four questions is wrong, the answer to one question will be deducted. For which the candidates answer the questions carefully. And when the exam is over, you want to go out of the hall and see the solution with the question paper by searching online.
গণিত অংশের সমাধানঃ
৩১। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত?
ক. ৫ খ. ৬ গ. ৭ ঘ. ৮
উত্তর: গ. ৭
৩২। একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায় কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
ক. ১৫ : ১৬ খ. ২০ : ১২ গ. ১৬ : ১৫ ঘ. ১২ : ২০
উত্তর: গ. ১৬ : ১৫
৩৩। একটি যৌথ ব্যবসা রহিম, করিম ও সাকিব যথাক্রমে ২০০০০, ৩০০০০ ও ৪০০০০ টাকা নিয়ে শুরু করল। সুদের হার শতকরা ৩০ টাকা হলে ১ বছর পরে সাকিবের লাভ কত হবে?
ক. ৩০০০ টাকা খ. ৬০০০ টাকা গ. ৯০০০ টাকা ঘ. ১২০০০ টাকা
উত্তর: ঘ. ১২০০০ টাকা
৩৪। একটি স্কুলের ছাত্রদেরকে ড্রিল করার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র রয়েছে?
ক. ৩৬০০ খ. ২৪০০ গ. ১২০০ ঘ. ৩০০০
উত্তর: ক. ৩৬০০
৩৫। যদি ১২ ফুট দীর্ঘ এবং ৯ ফুট প্রস্থ একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝের ৬০% জায়গা ঢেকে নেয়া যায় তবে ঐ মেঝের ক্ষেত্রফল কত বর্গফুট?
ক. ১০৮ খ. ১২০ গ. ১৮০ ঘ. কোনোটিই নয়
উত্তর: গ. ১৮০
৩৬। একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার এবং ভূমি ২২ মিটার হলে, উচ্চতা কত?
ক. ১২ মিটার খ. ১৫ মিটার গ. ২৪ মিটার ঘ. ২৮ মিটার
উত্তর: গ. ২৪ মিটার
৩৭। x3-0.001=0 হলে, x2 এর মান কত?
ক. 100 খ. 1/10 গ. 10 ঘ. 1/100
উত্তর: ক. 100
৩৮। নিচের কোনটি অন্যদের থেকে আলাদা?
ক. টোকিও খ. প্যারিস গ. লন্ডন ঘ. চিলি
উত্তর: ঘ. চিলি
৩৯। নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
ক. ৬ খ. ১০ গ. ১১ ঘ. ১২
উত্তর: ঘ. ১২
৪০। DC DE FE ?? HG HI
ক. DE খ. ED গ. FG ঘ. GF
উত্তর: গ. FG
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
৪১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি?
ক. আমার জীবনী খ. সংগ্রাম গ. অসমাপ্ত আত্মজীবনী ঘ. আমার বাংলাদেশ
উত্তর: গ. অসমাপ্ত আত্মজীবনী
৪২. আমি হিমালয় দেখিনি , আমি শেখ মুজিবকে দেখেছি?
ক.ইয়াসির আরাফাত খ. ফিদেল কাস্ত্রো গ. জেমস এলেন ঘ. ডেনিসন প্রেনটিস উঃ
উত্তর: খ. ফিদেল কাস্ত্রো
৪৩. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?
ক. ১৬ ডিসেম্বর খ. ১৪ ডিসেম্বর গ. ১৪এপ্রিল ঘ. ২৬ মার্চ
উত্তর: খ. ১৪ ডিসেম্বর
৪৪. বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর গোড়াপত্তন কে করেছিলেন?
ক. ঈশা খাঁ খ. সম্রাট আকবর গ. সম্রাট জাহাঙ্গীর ঘ. মানসিংহ
উত্তর: ক. ঈশা খাঁ
৪৫. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
ক. এ.কে. ফজলুল হক খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ. নিজাম উদ্দিন ঘ. আইযুব খান
উত্তর: খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
৪৬. মুজিবনগর দিবস কবে পালন করা হয়?
ক. ১০ এপ্রিল খ. ২৭ মার্চ গ. ১৭ এপ্রিল ঘ.১৭ মার্চ
উত্তর: গ. ১৭ এপ্রিল
৪৭। তারামন বিবি কে?
ক. ব্যাংকের একজন পরিচালক খ. একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা গ. জারিগান গায়িকা ঘ. নাটকের একটি চরিত্র
উত্তর: খ. একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা
৪৮. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
ক. সন্দীপ খ.মহেষখালী গ. সেন্টমার্টিন ঘ.কুতুবদিয়া
উত্তর: গ. সেন্টমার্টিন
৪৯. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কী?
ক. লাউয়াচড়া খ. সুন্দরবন গ. ভাওয়াল জাতীয় উদ্যান ঘ. মধুপুর
উত্তর: খ. সুন্দরবন
৫০. বাংলাদেশের সংবিধান কবে প্রণিত হয়?
ক. ১৯৭২ সাল খ.১৯৮০ সাল ঘ.১৯৭৫ সাল ঘ. ১৯৭১ সাল
উত্তর: ক. ১৯৭২ সাল
৫১. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
ক. হামিদুর রহমান খ. শামীম শিকদার গ.আমিনুল ইসলাম ঘ. নিতুন কুণ্ডু
উত্তর: ক. হামিদুর রহমান
৫২. CIRDAP এর পূর্ণরূপ কি?
ক. Center on integrated rural development for Asia and the Pacific
খ. Center for Investment on rural advancement program
গ. Center for integrated research development advancement proliferation
ঘ. Center on indigenous rights development for accelerating progress
উত্তর: ক. Center on integrated rural development for Asia and the Pacific
৫৩. ২০২৪ সালে প্রথম নারী হিসেবে কে চন্দ্রাভিযানে যাবেন?
ক. ক্রিস্টিনা কোচ খ. জ্যানেট ইয়েলেন গ. কেতাঞ্জি ব্রাইন জ্যাকসন ঘ. কমলা হ্যারিস
উত্তর: ক. ক্রিস্টিনা কোচ
৫৪.সম্প্রতি ফিলিস্তিন পন্থী বিক্ষোভ মোকাবিলায় ইসরায়েল কোন বাহিনী গঠন করে?
ক. প্যাট্রিয়ট গার্ড খ. ন্যাশনাল গার্ড গ. ডিফেল গার্ড ঘ.কম্ব্যাট প্লাটুন
উত্তর: খ. ন্যাশনাল গার্ড
৫৫. ন্যাটার বর্তমান সদস্য দেশ কতটি?
ক.২৯ খ.৩০ গ.৩১ ঘ.৩২
উত্তর: গ.৩১
৫৬. ২০২৩ সাকের জীব দেশের দূতাবাস পুরনায় বানলাদেশে চালু হয়েছে?
ক. ব্রাজিল খ. উরুগুয়ে গ. আর্জেন্টিনা ঘ. বলিভিয়া
উত্তর: গ. আর্জেন্টিনা
৫৭. বাংলাদেশ কোন সালে আইসিসি চ্যাস্পিয়ন ট্রফি অর্জন করে
ক. ১৯৯৭ সালে খ.১৯৯৮ সালে গ.১৯৯৫ সালে ঘ.১৯৯৬ সালে
উত্তর: ক. ১৯৯৭
৫৮. বাংলাদেশ এ পর্যন্ত কতটি টেস্ট খেলায় জয়লাভ করেছে?
ক. ১৭টি খ. ১৯টি গ. ২১টি ঘ. ২৩টি
উত্তর: ক. ১৭টি
৫৯. কে ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন?
ক. হযরত আমানত শাহ খ. বায়েজিদ বোস্তামী গ. খান জাহান আলী ঘ. সুফি শাহ মখদুম
উত্তর: গ. খান জাহান আলী
৬০. ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটের আকার-
ক.৭৬১৭৮৫ কোটি টাকা খ. ৭৭১৭৮৫ কোটি টাকা গ. ৬৬১৮৮৫কোটি টাকা ঘ.৭৮১৭৮৫ কোটি টাকা
উত্তর:
৬১। পদ্মা বহুমুখী সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল কবে শুরু হয়?
ক. ১ এপ্রিল ২০২৩ খ. ২ এপ্রিল ২০২৩
গ. ৩ এপ্রিল ২০২৩ ঘ. ৪ এপ্রিল ২০২৩
উত্তর: ঘ
৬২। বাংলাদেশ ‘মিলিটারি একাডেমি’ কোথায় অবস্থিত?
ক. চট্টগ্রামের জলদিয়াতে খ. চট্টগ্রামের ভাটিয়ারিতে
গ. ঢাকার কুর্মিটোলায় ঘ. রাজশাহীর সারদায়
উত্তর: খ
৬৩। কোন দেশের প্রতিষ্ঠান ‘বঙ্গবন্ধু স্যাটেলাই-১’ তৈরি করেছে?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র খ. ফ্রান্স গ. ইংল্যান্ড ঘ. জার্মানি
উত্তর: খ
৬৪। SIS কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম?
ক. পাকিস্তান খ. আমেরিকা গ. রাশিয়া ঘ. যুক্তরাজ্য
উত্তর: ঘ
৬৫। IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক খ. ওয়াশিংটন ডিসি
গ. ক্যালিফোর্নিয়া ঘ. জেনেভা
উত্তর: খ
৬৬। ১৪তম সাফ ফুটবল প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হবে?
ক. শ্রীলঙ্কা খ. মালদ্বীপ
গ. ভারত ঘ. বাংলাদেশ
উত্তর: গ
৬৭। ১৯৭১ সালে “The concert for Bangladesh” কোথায় অনুষ্ঠিত হয়?
ক. লন্ডন খ. নয়াদিল্লি
গ. ওয়াশিংটন ডিসি ঘ. নিউইয়র্ক
উত্তর: ঘ
৬৮। বিজ্ঞানে দুইবার নোবেল পুরস্কার কে অর্জন করেছিলেন?
ক. মাদাম কুরি খ. রোনাল্ড রস
গ. লুই পাস্তুর ঘ. পিয়েরে কুরি
উত্তর: ক
৬৯। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি?
ক. ইথেন খ. মিথেন গ. প্রোপেন ঘ. নাইট্রোজেন
উত্তর: খ
৭০। কোনটি ক্ষুদ্রতম জলজ উদ্ভিদ?
ক. Wolffia arrhiza খ. Azolla pinnat
গ. Salvinia natans ঘ. Pistia stratiotes
উত্তর: ক
৭১। নিচের কোনটি বাংলাদেশে ‘হোয়াইট গোল্ড’ নামে পরিচিত?
ক. গলদা চিংড়ি খ. মৎস্য
গ. পোশাক শিল্প ঘ. ঔষধ
উত্তর: গ
৭২। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র-
ক. ব্যারোমিটার খ. সেক্সট্যান্ট গ. সিসমোগ্রাফ ঘ. ম্যানোমিটার
উত্তর: গ
৭৩। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রকিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়-
ক. পরমাণু খ. ইলেকট্রন গ. অণু ঘ. প্রোটন
উত্তর:
৭৪। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত?
ক. ১ লক্ষ ৮৬ হাজার কিলোমিটার খ. ২ লক্ষ ৫০ হাজার কিলোমিটার
গ. ৩ লক্ষ কিলোমিটার ঘ. ৩ লক্ষ ২ হাজার কিলোমিটার
উত্তর: ক
৭৫। ভিটামিন ‘সি’ এর রাসায়নিক নাম কি?
ক. অ্যাসকরবিক এসিড খ. ফলিক এসিড
গ. ফ্যাটি এসিড ঘ. অ্যামাইনো এসিড
উত্তর: ক
৭৬। হীরা অন্ধকারে চকচক করে কেন?
ক. হীরায় তেজস্ক্রিয়তা বিদ্যমান তাই আলো বিচ্ছুরিত হয়
খ. উচ্চ প্রতিসরাঙ্কের কারণে অভ্যন্তরীণভাবে আলোর প্রতিফলন ঘটে
গ. হীরাতে রেডিয়াম থাকে বিধায় আলো বিচ্ছূরিত হয়
ঘ. হীরার ধর্ম হলো আধারে আলো বিচ্ছূরিত করা
উত্তর:
৭৭। GPS এর পূর্ণরূপ কি?
ক. General Pointing System
খ. Global Processing System
গ. Global Positioning System
ঘ. General Positioning System
উত্তর: গ
৭৮। RAM কি?
ক. Random Access Memory খ. Read Only Memory
গ. Reliable Memory ঘ. Random Adaptive Memory
উত্তর: ক
৭৯। LAN কি?
ক. Local Action Network খ. Local Apple Network
গ. Local Action News ঘ. Local Area Network
উত্তর: ঘ
৮০। WIFI এর পূর্ণরূপ কি?
ক. Wireless Internet
খ. Wireless Field
গ. Wireless Fibre
ঘ. Wireless Fidelity
উত্তর: ঘ
Field Staff Mcq Exam Question Solve pdf 2023
You are aware that after completion of any job placement test answers are collected along with the question papers. That’s why a candidate can’t look at the question paper solutions even if he wants to come out of the exam. For which I want to get the correct answer to every question including the question paper through social media and Google search. Because I want to compare the answers to the questions and see how many of their answers are correct and how many are wrong. And for your convenience we are going to publish your Field Staff MP Kew Exam Question Solution PDF file in this episode. If you want, you can download it from here.
The final word
Directorate of Security Intelligence Field Stop Vacancy mcq Exam Administration We have tried to present 100% correct accuracy by our experienced team of teachers taking the help of various note books and other websites. Even then, if there is any mistake in solving the question, then you must go to the comment box and comment. Also login to our website to get all the information including all exam recruitment notification schedule admit card download question solution including result of Security Intelligence Directorate.