LGED Office Sohayok Question Solution 2023 [Mcq Question Answers]
LGED Office Sohayok Exam Question Answers 2023 Pdf
LGED Office Sohayok Exam Question Answers 2023 Pdf As always, I have appeared among you with a new job mcq exam question solution phase. Our topic today is LGED Office Sohayok Vacancy Exam Question Solution 2023. Good news for those of you who have participated in the said post. Because at the end of the exam we collected the exam question papers and appeared with 100% correct answers to each question. That is why this article of ours today is going to be very important to you. Stay with our website to get your desired exam question solution.
LGED Office Sohayok Exam Question Solution 2023
Local Government Engineering Directorate LGED is a government organization of Bangladesh. Like every year a special notification was published on 4th January 2023 for the purpose of recruiting some skilled manpower for its management. After the publication of the notification, thousands of unemployed students of the country applied online in the hope of getting a job. The application process ends on 31st January 2023. After the application process, LGED office assistant post exam was held today on August 11. At the end of the exam candidates want to get the question solution. And keeping your words in mind, we have appeared in this post with office assistant vacancy question solutions.
Post Name and Vacancy:
1. Stenographer cum Computer Operator – 12
2. Community Organizer – 206
3. Steno Typist cum Computer Operator – 39
4. Accounts Assistant – 361
5. Surveyor – 88
6. Work Assistant – 720
7. Electrician – 84 people
8. Muazzin – 01
9. Office Assistant Cum Computer Typist – 257
10. Office Assistant – 171
11. Office Sohayok – 104
12. Security Guard – 194
Total Vacancies: 2237
LGED Office Sohayok mcq question answers 2023
Today i.e. 11th August 2023 on Friday from 11 AM to 12-00 PM LGD Office Assistant Vacancy Exam was held. The higher examination was held simultaneously with about 1 lakh candidates in different educational centers of Dhaka. A little exam mcq format exam was conducted on these 4 subjects Bangla English Maths and General Knowledge in .80 marks. At the end of any job recruitment test, answers are collected along with the test question papers. For which they cannot come out and compare the answers with the questions even if they want to. Due to this, the candidates are very searching to get the question solution by searching online or google. Check the below section to get the question solution.
সমাধানঃ সেট-০১
১. ‘By all means’ means-
ক. Meaningless খ. meanangful গ. Certainly ঘ. uncertainly
উত্তরঃ গ. Certainly
২. ‘Mutton’ is a-
ক. Common noun খ. Abstract noun গ. Material noun ঘ. Proper noun
উত্তরঃ গ. Material noun
৩. ভাষার ক্ষুদ্রতম একক কী?
ক. বর্ণ খ. ধ্বনি গ. শব্দ ঘ. অক্ষর
উত্তরঃ খ. ধ্বনি
৪. Which one of the verb?
ক. openness খ. closely গ. reopen ঘ. openly
উত্তরঃ গ. reopen
৫. বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
ক. বব বুই খ. লারোস গ. লুই আই কান ঘ. এফ আর খান
উত্তরঃ গ. লুই আই কান
৬. ১৫ জন চাষীর একটি জমির ফসল কাটতে ২১ দিন সময় লাগলে, ৪৫ জন চাষীর ঐ জমির ফসল কাটতে কতদিন লাগবে?
ক. ৫ দিন খ. ৬ দিন গ. ৭ দিন ঘ. ৮ দিন
উত্তরঃ গ. ৭ দিন
৭. ‘অক্ষির অগোচরে’- বাগধারার অর্থ কী?
ক. পরোক্ষ খ. প্ৰত্যক্ষ গ. সরাসরি ঘ. চোখাচোখি
উত্তরঃ ক. পরোক্ষ
৮. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
ক. ৩০/৭ খ. ২২/৭ গ. ৭/২২ ঘ. ২৫/৯
উত্তরঃ খ. ২২/৭
৯. What is the meaning of the phrase ‘Dead letter’?
ক. Law not in force খ. Bad letter গ. Old letter ঘ. Letter written by unknown person
উত্তরঃ ক. Law not in force
১০. কোন বানানটি শুদ্ধ?
ক. আকাংখা খ. আকাঙ্খা গ. আখাঙ্খা ঘ. আকাঙ্ক্ষা
উত্তরঃ ঘ. আকাঙ্ক্ষা
১১.কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে?
ক. ইউনেস্কো খ. ইউনিসেফ গ. ইউনেকা ঘ. ইউএনডিপি
উত্তরঃ ক. ইউনেস্কো
১২. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
ক. সন্দ্বীপ খ. ভোলা গ. মহেশখালী ঘ. হাতিয়া
উত্তরঃ খ. ভোলা
১৩.‘মানুষ মাত্রই ভুল করে’- Translate the sentence.
ক. To err is human. খ. Man can do wrong. গ. Human being cannot right. ঘ. To wrong is human.
উত্তরঃ ক. To err is human.
১৪. বাংলা গদ্যের জনক কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. উইলিয়াম কেরী গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৫. এক কথায় প্রকাশ করুন: যা অতি দীর্ঘ নয়-
ক. নদীর্ঘ খ. নাতিদীর্ঘ গ. অতিদীর্ঘ ঘ. অপাক্ষ
উত্তরঃ খ. নাতিদীর্ঘ
১৬. Which gender is the word ‘ orphan ‘?
ক. Reules খ. Feminine গ. Common ঘ. Masculine
উত্তরঃ গ. Common
১৭. মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কতটি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয়?
ক. ৫টি খ. ৬টি গ. ৪টি ঘ. ৭টি
উত্তরঃ গ. ৪টি
১৮.কোন বানানটি সঠিক?
ক. নীরিক্ষণ খ. নীরিক্ষন গ. নিরীক্ষণ ঘ. নীরীক্ষন
উত্তরঃ গ. নিরীক্ষণ
১৯. বাংলাদেশে ভোটাধিকার প্রাপ্তির নূন্যতম বয়স কত?
ক. ২১ বছর খ. ২২ বছর গ. ১৯ বছর ঘ. ১৮ বছর
উত্তরঃ ঘ. ১৮ বছর
২০. বাংলাদেশের জাতীয় প্রতীকের নিচে যেগুলো রয়েছে?
ক. ধান, পান, শাপলা খ. ধান, পাট, শাপলা গ. ধান, পান, পাট ঘ. পাট, পান, শাপলা
উত্তরঃ খ. ধান, পাট, শাপলা
২১. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপরটি কত?
ক. ২০° খ. ৩০° গ. 80° ঘ. ৫০°
উত্তরঃ গ. 80°
২২. He has been ill… Friday last.
ক. in খ. from গ. on ঘ. since
উত্তরঃ ঘ. since
২৩.সামুদ্রিক শৈবাল ও সামুদ্রিক মাছে কোনটি বেশি পাওয়া যায়?
ক. লৌহ খ. ম্যাগনেশিয়াম গ. আয়োডিন ঘ. পটাশিয়াম
উত্তরঃ গ. আয়োডিন
২৪. Which one is the past participle form of ‘Freeze”?
ক. Freeze খ. Froze গ. Frozen ঘ. Frozeen
উত্তরঃ গ. Frozen
২৫. দুইটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩। সংখ্যা দুইটির ল.সা.গু কত?
ক. ৩৩১৩ খ. ১৪০ গ. ৩৩৬৭ ঘ. ২৬০
উত্তরঃ খ. ১৪০
২৬. x + y = 4 এবং x – y = 3 হলে 8xy = কত?
ক. 3 খ. 7 গ. 14 ঘ. 17
উত্তরঃ গ. 14
২৭.‘ফুলে ফুলে ঘর ভরেছে’- বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ৭মী খ. করণে ৭মী গ. অপাদানে ৭মী ঘ. অধিকরণে ৭মী
উত্তরঃ খ. করণে ৭মী
২৮. Metre is…. unit of length.
ক. a খ. an গ. the ঘ. no article
উত্তরঃ ক. a
২৯. ‘কৃতঘ্ন’ শব্দের অর্থ কী?
ক. যে উপকারীর উপকার করে না খ. যে উপকারীর অপকার করে
গ. যে উপকারীর উপকার স্বীকার করে না ঘ. যে উপকারীর উপকার ভুলে যায়
উত্তরঃ খ. যে উপকারীর অপকার করে
৩০.‘Epic’ শব্দের পরিভাষা কোনটি?
ক. কিংবদন্তী খ. পুরান গ. মহাকাব্য ঘ. বিকৃত কাহিনী
উত্তরঃ গ. মহাকাব্য
৩১.০.২ এর ২% কত?
ক. ২ খ. 0.8 গ. 0.08 ঘ. ০.৬
উত্তরঃ [সঠিক উত্তর নেই]
ব্যাখ্যা: সঠিক উত্তর: ০.০০৪। প্রশ্নে ২% এর স্থলে ২০% হলে উত্তর হতো 0.08 ।
32. As the sun …, I decided to go out.
ক. was shining খ. shine গ. have shone ঘ. shines
উত্তরঃ ক. was shining
৩৩.উত্তর বঙ্গের কোন জেলায় প্রথম চা চাষ শুরু হয়?
ক. ঠাকুরগাঁও খ. পঞ্চগড় গ. দিনাজপুর ঘ. রংপুর
উত্তরঃ খ. পঞ্চগড়
৩৪.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো-
ক. সুপ্রিম কোর্টের রায় খ. সরকারি ডিক্রি গ. সাংবিধানিক আইন ঘ. প্রশাসনিক প্রবিধান
উত্তরঃ গ. সাংবিধানিক আইন
৩৫. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য এর প্রস্থের দ্বিগুণ। ঘরটির ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত?
ক. ৯৮ মিটার খ. ৯৬ মিটার গ. ৯৪ মিটার ঘ. ৯২ মিটার
উত্তরঃ খ. ৯৬ মিটার
৩৬. Identify the correct spelling-
ক. questionaire খ. questionnaire গ. questsoneir ঘ. questionair
উত্তরঃ খ. questionnaire
৩৭.‘ইঁদুর কপালে’ শব্দের অর্থ কী?
ক. দারিদ্র্য খ. গৃহস্থ গ. গরীব ঘ. নিতান্ত মন্দভাগ্য
উত্তরঃ ঘ. নিতান্ত মন্দভাগ্য
৩৮. ‘তিন বিঘা করিডোর’ কোন জেলায় অবস্থিত?
ক. কুড়িগ্রাম খ. পঞ্চগড় গ. লালমনিরহাট ঘ. রংপুর
উত্তরঃ গ. লালমনিরহাট
৩৯. কোন দুইটি যৌগিক বর্ণ?
ক. এ, ঐ খ. ই, ঔ গ. ঐ, ঔ ঘ. ও, ঔ
উত্তরঃ গ. ঐ, ঔ
৪০. Choose the correct sentence :
ক. He is angry upon me. খ. He is angry at me. গ. He is angry of me. ঘ. He is angry with me.
উত্তরঃ ঘ. He is angry with me.
৪১. ২৮৯ এর বর্গমূল কত?
ক. ১৩ খ. ১৪ গ. ১৭ ঘ. ১৯
উত্তরঃ গ. ১৭
৪২. ‘বিধু’ শব্দটির অর্থ কী?
ক. আকাশ খ. বাতাস গ. চাঁদ ঘ. তারা
উত্তরঃ গ. চাঁদ
৪৩. (a + b)3 = ?
ক. a3 + b3 + 3ab(a + b) খ. + 3a2b + 3ab + b3
গ. a3 + 3ab + 3ab2 + b3 ঘ. a3 + b3 – 3ab (a + b)
উত্তরঃ ক. a3 + b3 + 3ab(a + b)
88. What is the meaning of ‘Root and branch”?
ক. From top to খ. Branch like bottom গ. Completely ঘ. None
উত্তরঃ গ. Completely
৪৫. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক. ৯১ খ. ৮৭ গ. ৬৩ ঘ. ৫৯
উত্তরঃ ঘ. ৫৯
৪৬. The patient died —–cancer’.
ক. from খ. by গ. of ঘ. at
উত্তরঃ গ. of
৪৭. কোনো পরীক্ষায় ৬১ জন ছাত্রের মধ্যে ৪৫ জন পাস করলো। ফেলের হার কত?
ক. ২৫% খ. ৩০% গ. ৫০% ঘ. ৭৫%
উত্তরঃ [সঠিক উত্তর নেই] ব্যাখ্যা: প্রশ্নে ৬১ এর স্থলে ৬০ হলে উত্তর হতো ২৫%
৪৮. He was … honourary Magistrate.
ক. a খ. an গ. the ঘ. one
উত্তরঃ খ. an
৪৯. ‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. প্রতি+আবর্তন খ. প্রত্যয়+বর্তন গ. প্রতি+বর্তন ঘ. প্রত্যা+আবর্তন
উত্তরঃ ক. প্রতি+আবর্তন
৫০.‘ক্ষীয়মান’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. বৃহৎ খ. বর্ধিষ্ণু গ. বর্ধমান ঘ. বৃদ্ধিপ্রাপ্ত
উত্তরঃ গ. বর্ধমান
৫১. ১০০° এর সম্পূরক কোণের মান কত?
ক. ১০° খ. ২০° গ. ৮০° ঘ. ২৬°
উত্তরঃ গ. ৮০°
৫২.তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ১২৩। বৃহত্তম সংখ্যাটি কত?
ক. ৪০ খ. ৪২ গ. 88 ঘ. ৪৬
উত্তরঃ খ. ৪২
৫৩. এক বাক্স স্ট্রবেরি ২৭৫০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হলো। ঐ স্ট্রবেরি ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
ক. ৭০০ টাকা ক্ষতি খ. ৪০০ টাকা লাভ গ. ৪০০ টাকা ক্ষতি ঘ. ৭০০ টাকা লাভ
উত্তরঃ খ. ৪০০ টাকা লাভ
৫৪.বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
ক. হাতিয়া খ. কুতুবদিয়া গ. সেন্টমার্টিন ঘ. মহেশখালী
উত্তরঃ গ. সেন্টমার্টিন
৫৫.বাংলাদেশেল জাতীয় সংসদের আসন সংখ্যা-
ক. ৩০০ খ. ৩৫০ গ. ৩৩০ ঘ. ৩৬০
উত্তরঃ খ. ৩৫০
৫৬.‘জঙ্গম’ এর বিপরীতার্থক শব্দ কি?
ক. অরণ্য খ. সমুদ্র গ. পর্বত ঘ. স্থাবর
উত্তরঃ ঘ. স্থাবর
৫৭.‘মরি মরি, কী সুন্দর প্রভাতের রূপ।’ এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে?
ক. যন্ত্রণা খ. বিরক্তি গ. সম্মতি ঘ. উচ্ছ্বাস
উত্তরঃ খ. বিরক্তি
৫৮.বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত?
ক. নওগাঁ খ. রাজশাহী গ. কুষ্টিয়া ঘ. পাবনা
উত্তরঃ খ. রাজশাহী
৫৯.এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে কী বলা হয়?
ক. সূক্ষ্মকোণ খ. স্থুলকোণ গ. প্রবৃদ্ধকোণ ঘ. পূরককোণ
উত্তরঃ খ. স্থুলকোণ
৬০.বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেট জেলায় বাস করে না-
ক. খাসিয়া খ. পাঙন গ. মনিপুরি ঘ. তঞ্চঙ্গ্যা
উত্তরঃ ঘ. তঞ্চঙ্গ্যা
৬১.‘মুখচন্দ্র’ কোন সমাস?
ক. উপমিত কর্মধারয় খ. উপমান কর্মধারয় গ. মধ্যপদলোপী কর্মধারয় ঘ. রূপক কর্মধারয়
উত্তরঃ উপমিত কর্মধারয়
৬২. What is the meaning of the word ‘Vice Versa’?
ক. for example খ. face to face গ. namely ঘ. the terms being exchanged
উত্তরঃ ঘ. the terms being exchanged
৬৩.‘বনে বাঘ আছে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণে ৭মী খ. অপাদানে ৭মী গ. অধিকরণে ৫মী ঘ. কারকে দ্বিতীয়া
উত্তরঃ ক. অধিকরণে ৭মী
৬৪.‘লাপাত্তা’ শব্দে ‘লা’ উপসর্গটি কোন ভাষার?
ক. আরবি খ. ফারসি গ. পর্তুগিজ ঘ. উর্দু
উত্তরঃ ক. আরবি
৬৫. The garden is very beautiful’. The exclamatory form is-
ক. What a beautiful garden it is! খ. How beautiful the garden is!
গ. What beautiful the garden is! ঘ. How beautiful a garden is!
উত্তরঃ খ. How beautiful the garden is!
৬৬. Reading is an excellent habit. Here the underlined word is a-
ক. verbal noun খ. participle গ. verb ঘ. gerund
উত্তরঃ ঘ. gerund
৬৭.‘Who will help you?’ বাক্যটির সঠিক passive form কোনটি?
ক. By whom will you be helped? খ. By whom you will be helped?
গ. By whom would you be helped? ঘ. By whom you would be helped?
উত্তরঃ ক. By whom will you be helped?
৬৮. The adverb form of ‘heart’ is-
ক. heart খ. hearten গ. heartly ঘ. heartily
উত্তরঃ ঘ. heartily
৬৯. ‘চাচা কাহিনী’ গ্রন্থের লেখক কে?
ক. শওকত ওসমান খ. সৈয়দ মুজতবা আলী গ. সৈয়দ ওয়ালীউল্লাহ ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ খ. সৈয়দ মুজতবা আলী
৭০. কোনটি নবায়নযোগ্য সম্পদ?
ক. প্রাকৃতিক গ্যাস খ. কয়লা গ. চুনাপাথর ঘ. সমুদ্রের স্রোত
উত্তরঃ ঘ. সমুদ্রের স্রোত
আরও দেখুন;- (এলজিইডি) পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ [স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর mcq]
Office Sohayok Question Solution 2023 Pdf
Are you a candidate for LGED Office Sohayok Vacancy Exam? Are you searching for Office Assistant Vacancy Exam Question Solution? If yes then you have come to the right website. Because we have provided 100% correct and accurate LGED Office Assistant Thanks MCQ Exam Question Solution by our experienced faculty team and with help from other websites including various note books and text books. If you want, you can download it in PDF file form from this section.
Conclusion
Finally, thank you so much for sticking with our post party for so long. Hope you are very much benefited from seeing the question solution provided by you. Visit our website to check LGED all vacancies exam question solution and result first. And share more among your friends Stay with our website to get latest job updates. Wishing everyone hope, Allah Hafez is ending today.