{এলজিইডি} ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড pdf ডাউনলোড২০২৩

বিসমিল্লাহির রাহমানির রাহিম বরাবরের মত ফাজিল হলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ (এলজিইডি) ওয়াকার অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষার তারিখ ও সময়সূচী প্রকাশ ২০২৩। উক্ত পদের প্রার্থী যারা আছেন তাদেরকে আমার এই পোস্টে জানাই স্বাগতম। কারণ আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে তুলে ধরা হবে ওয়াকার অ্যাসিস্ট্যান্ট পদের কবে কখন কোথায় কিভাবে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেসব বিষয়ে পোস্টের মাধ্যমে তুলে ধরা হবে। সকল বিস্তারিত আলোচনা জানতেও বুঝতে আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ এলজিইডি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২০২৩

(এলজিইডি) ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট শূন্য পদের জন্য স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ ১১ই জানুয়ারি ২০২১ একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল। এরপর তারা অনলাইনে কার্যক্রম শুরু করে ১৪ জানুয়ারি ২০২১ থেকে ৩১ শে জানুয়ারি ২০২১ পর্যন্ত। কি কিছুদিন যাবত আবেদনের সুযোগ পেয়ে দেশের বেকার লাখ পরীক্ষার্থীরে অনলাইনে মাধ্যমে আবেদন  করেন। অনেক অ্যাটাকির পরীক্ষা পর্যায়ে কমে হলেও ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট শূন্য আমাদের পরীক্ষা তারিখ অনেক কয়বার পিছিয়ে দেওয়া হয়েছিল। সে কারণে এ পদের প্রার্থীদের মধ্যে অনেক কৌতূহল যে কবে কখন কোথায় কিভাবে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় জানার জন্য। আপনাদের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এলজিইডি ওয়ার্কার এসিস্ট্যান্ট পদে পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করতে যাচ্ছি।

পদের নাম এবং শূন্যপদ:
১. কাজের সহকারী – ৪০০ জন

মোট শূন্যপদ: ৪০০ জন

পরীক্ষার তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩
পরীক্ষার সময়: সকাল ১১.00 টা থেকে দুপুর ১২.00 টা পর্যন্ত

পরীক্ষার ধরন: MCQ

এলজিইডি ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষার তারিখ ২০২৩

আপনারাই ইতিমধ্যে জানতে পেরেছেন (এলজিইডি) ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। তাদের প্রকাশিত সময় অনুযায়ী পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২৪ শে ফেব্রুয়ারি ২০২৩ রোজ শুক্রবার। পরীক্ষার সময় সকাল ১১ টা থেকে দুপুর বারোটা পর্যন্ত। পরীক্ষাটি mcq আকারে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ের উপর ১০০ নাম্বারের প্রশ্নপত্র প্রণয়ন করা  হবে। উক্ত পরীক্ষায় .২৬টি কক্ষ ব্যবহার করা হবে এবং ১৬০০ জন প্রার্থীর আসন বিন্যাস ব্যবস্থা রয়েছে।

এলজিইডি ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষার তারিখ ২০২৩

 

(LGED)ওয়াকার অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষার ২০২৩ এডমিট কার্ড pdf ডাউনলোড

এলজিইডি ওয়ার্কার এসিস্ট্যান্ট পদের পরীক্ষার জন্য অবশ্যই এডমিট কার্ড অনেক জরুরী কারণ   একাডেমি পরীক্ষা থেকে শুরু করে যেকোনো নিয়োগ পরীক্ষায় হোক না কেন এডমিট কার্ড অনেক জরুরী।এখনো প্রায় .৮০% শিক্ষার্থীরা জানে না যে কিভাবে অনলাইনের মাধ্যমে এডমিট কার্ড ডাউনলোড করা যায়।  আমাদের দেয়া কিছু সহজ নিয়ম অনুসরণ করে অতি সহজেই আপনা আপনের ঘরে বসে থেকেই স্মার্টফোন ল্যাপটপ কম্পিউটার মোবাইল ইত্যাদি

১। এজন্য প্রথমে আপনাকে পরিদর্শন করতে হবে,বাংলাদেশ স্থানীয় সহকারী প্রকৌশলী অধিদপ্তর প্রবেশ পত্র সংগ্রহকৃত অফিচিয়াল ওয়েবসাইট www.lged.gov.bd  তে জান।

২। উক্ত ওয়েবসাইটে গেলে আপনার সামনে দেখতে পারবে ❛ডাউনলোড এডমিট কার্ড❜ নামে একটি পেইজ আছে।

৩। এবার উক্ত পেইজে  আপনার ❛ইউজার আইডি❜ দিন।

৪। তারপর আপনার ❛পাসওয়ার্ড❜ দিন।

৫। এসকল ঘর সঠিক তথ্য দিয়ে পূরণ শেষে ❛সাবমিট❜ বাটুনে ক্লিক করুন

৬। নিচের অংশে দেখতে পারবেন আপনার ছবি সহ এডমিট কার্ড, ক্লিক করে ❛এডমিট কার্ড ডাউনলোড❜ করুন।

উল্লেখ্য;- যে, আপনার এডমিট কার্ডটি অবশ্যই প্রিন্ট করে নিতে হবে ।

আরও দেখুন;- DGFP Family Welfare Visitor (FWV) Post Written Exam Question Solution 2023

 প্রাণিসম্পদ অধিদপ্তর এলডিডিপি প্রকল্পের উপজেলা পর্যায়ের এলইউ পদের পরীক্ষার ফলাফল ২০২৩

শেষের কথা

পরিশেষে বলতে চাই বাংলাদেশ স্থানীয় সহকারী প্রকৌশলী ( এলজিইডি) ওয়াকার এসিস্ট্যান্ট পদের পরীক্ষার সময়সূচি ও তারিখ প্রকাশ এবং অনলাইনের মাধ্যমে কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরলাম। আমরা আরো বলতে চাই যে উক্ত পদের mcq পরীক্ষার প্রশ্ন সমাধান ও পরীক্ষার ফলাফল পেতে আমাদের ওয়েবসাইটটি সঙ্গে থাকুন। এ বলে আজকের মত এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button