সম্মিলিত ৯ ব্যাংক অফিসার পদের এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ ২০২৩

সম্মিলিত ৯ ব্যাংক সাধারণ অফিসার mcqপরীক্ষার সময়সূচী প্রকাশ ২০২৩

সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রার্থীদের জন্য সুসংবাদ।কারণ সম্মিলিত নাইন ব্যাংক অফিসার এমসিকিউ পরীক্ষার তারিখ ও সময়সূচী এবং এডমিট কার্ড ডাউনলোড ২০২৩ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশ করেছে। আপনারা যারা উক্ত পদের প্রার্থী আছেন তাদের জন্য আমাদের আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ হতে  চলেছে। উক্ত আর্টিকেলের মধ্যে প্রকাশ করব কখন কোথায় কিভাবে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং এডমিট কার্ড ডাউনলোড করবেন। এ সকল বিস্তারিত আলোচনা মাধ্যমে তুলে ধরা হবে। এ সকল বিষয় বিস্তারিত আলোচনা জানতে আমাদের আর্টিকেলটি খুব মনোযোগ সহকারে পড়ুন।

সম্মিলিত ৯ ব্যাংক অফিসার পদের এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ ২০২৩

সম্মিলিত ৯ ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক সাধারণ অফিসার ১৭৬৩ টি শূন্য পদে দক্ষ জনবল নিয়োগ এর উদ্দেশ্যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল। অনলাইনের তারিখ ছিল ১৯শে ডিসেম্বর ২০২১ এবং আবেদনের শেষে তারিখ ছিল বিষয়ে জানুয়ারি ২০২২ ইং তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে .১ লক্ষ ৫৫ হাজার ৮৪৪ জন প্রার্থী আবেদন করেন। দীর্ঘ এক বছর পরে তা তাদের শূন্য পদের mcq আকারে পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ  করেছে। তাদের সঙ্গে সঙ্গে আমরা আমাদের ওয়েবসাইট দ্বারা পরীক্ষার তারিখ সময়সূচী প্রকাশ করলাম।

সম্মিলিত 9 ব্যাঙ্ক এবং FIS নাম এবং শূন্যপদ:

১. সোনালী ব্যাংক লিমিটেড – ২২৭

২. জনতা ব্যাংক লিমিটেড – ১১৬২

৩. রূপালী ব্যাংক লিমিটেড – ৮৭

৪. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (BDBL)- ১৭

৫. আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক –১৬৩

৬. রাজশাহী বাংলাদেশ কৃষি ব্যাংক (রাকুব)- ৭৭

৭. প্রবাসী কল্যাণ ব্যাংক (PKB) – ১৫

৮. কর্মসংস্থান ব্যাংক (KB) – ১৩

৯. ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (ICB)- ০২

মোট শূন্যপদ: ১৭৬৩ জন

MCQ পরীক্ষার তারিখ: ১০মার্চ ২০২৩

MCQ পরীক্ষার সময়: সকাল ১০.০০AM থেকে ১১.০০ AM

মোট MCQ পরীক্ষার্থী: ১৫৫৮৪৪

সম্মিলিত ৯ ব্যাংক সাধারণ অফিসার mcqপরীক্ষার সময়সূচী প্রকাশ ২০২৩

সম্মিলিত ৯ ব্যাংক সাধারণ অফিসার পদে পরীক্ষার জন্য ১ লা মার্চ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ১০ই মার্চ ২০২৩ রোজ শুক্রবার সকাল ১০-০০ টা হইতে ১১-০০ টা পর্যন্ত ১ ঘন্টা যাবৎ পরীক্ষা টি mcq আকারে অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবস্থিত কেন্দ্রীয় সমূহে। বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এই ৪ টি বিষয়ের উপর ১০০ নম্বরের প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। প্রত্যেকটি প্রশ্নের একটি করে নাম্বার দেওয়া থাকবে। আপনারা যথাসময়ে পরীক্ষার এডমিট কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষার হলে উপস্থিত হবেন।

জেনারেল অফিসার পদের পরীক্ষার এডমিট কার্ড pdf আকারে ডাউনলোড ২০২৩

সম্মিলিত নাইন ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক ১৭৬৩ টি শূন্য পদের জন্য এমসিকিউ আকারে পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করার নিয়মাবলী প্রকাশ করেছে। একই সাথে আমরা আমাদের ওয়েবসাইট দাড়াও কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সেই সকল তথ্য তুলে ধরেছি। আপনারা চাইলে ঘরে বসে থেকেই আপনাদের মোবাইল ফোন স্মার্টফোন ল্যাপটপ কম্পিউটার অ্যাপ ইত্যাদি ডিভাইস দ্বারা অতি সহজেই কাঙ্খিত এডমিট কার্ডটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন।

১/এজন্য প্রথমে আপনাকে পরিদর্শন করতে হবে, বাংলাদেশ সম্মিলিত ৯ ব্যাংক অধিদপ্তরে প্রবেশ পত্র সংগ্রহকৃত অফিচিয়াল ওয়েবসাইট www.erecruitment.org.bd তে

২/উক্ত ওয়েবসাইটে গেলে আপনার সামনে দেখতে পারবে ❛ডাউনলোড এডমিট কার্ড❜ নামে একটি পেইজ আছে।

৩/এবার উক্ত পেইজে  আপনার ❛ইউজার আইডি❜ দিন।

৪/তারপর আপনার ❛পাসওয়ার্ড❜ দিন।

৫/এসকল ঘর সঠিক তথ্য দিয়ে পূরণ শেষে ❛সাবমিট❜ বাটুনে ক্লিক করুন

৬/নিচের অংশে দেখতে পারবেন আপনার ছবি সহ এডমিট কার্ড, ক্লিক করে ❛এডমিট কার্ড ডাউনলোড❜ করুন।

উল্লেখ্য;- যে, আপনার এডমিট কার্ডটি অবশ্যই প্রিন্ট করে নিতে হবে ।

আরও দেখুন;- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন পদের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

বাংলাদেশ টেলিভিশন উপ-সহকারী প্রকৌশলী পদের পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৩

শেষের কথা

সকল ধরনের চাকরির পরীক্ষার সময়সূচি এডমিট কার্ড ডাউনলোড ওর প্রশ্নের সমাধান এবং পরীক্ষার ফলাফল পেতে আমাদের ওয়েবসাইটি সঙ্গে থাকুন এবং আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। এবং উপরের দেওয়া তথ্য যদি কোথাও কোন ভুলত্রুটি থাকে তাহলে আমাদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দিয়েন আমরা তা সংশোধন করবে ইনশাল্লাহ। এগুলা আজকের মত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button