DOE Exam Question Solution 2023 [pdf সঠিক উওর]

Department of Environment Exam Question Answers 2023

DOE Exam Question Solution 2023 [pdf] As always, I have appeared among you with a new exam question solution. Through our article we will present you the Department of Service (DOE) Exam Questions and Answers for various vacancies. Welcome to the article. We are going to discuss many important things in our article. Because at the end of the exam, the candidates want to solve the questions and keeping your words in mind, the Department of Environment will collect the exam questions of various vacant posts and try to present the answers to you correctly, Inshallah. Have a look and read our article carefully to see our question solution.

{এইমাত্র প্রকাশিত} DOE Exam Result 2023 [PDF Download]

Department of Environment Exam Question Solution 2023

On 31 March 2023, on Friday from 10-00 am to 11:30 am, the examination for the vacant posts of various categories of the Department of Environment was held. The examination was held in different educational institutions of Dhaka. Where a total of 80 marks were given on these 4 subjects Bengali English Mathematics and General Knowledge. And the exam consisted of two types of questions in written form and MCQ. The exam was held for one and a half hours. At the end of the exam, we have appeared with the question solution through our website.

[১৫ এপ্রিল পরীক্ষার] DOE Exam Question Solution 2023

Post Name and Vacancy:
1. Projectionist cum Cameraman – 01

2. Accountant – 40 people

3. Stenographer cum Computer Operator – 15

4. Higher Division Assistant – 03

5. Laboratory Assistant – 12 persons

6. Sample Collector – 46

7. Data Entry Operator – 50

8. Store Keeper – 02

9. Office Assistant cum Computer Typist – 05

10. Driver – 02

11. Process Server – 08

12. Cash Sorkar – 01

13. Office Support Staff (Offis Sohayak) – 90

Total Vacancies: 275Exam Dates: 31 March & 07, 15, 28 April 2023
Exam Timing: 10:00 AM to 11:30 AM

DOE Written Exam Question Answers 2023

what are you Are you a candidate for Department of Environment DOE written exam? Are you looking for question solutions after completing the exam? If you are looking for yes then you have definitely come to the right place. Because after the examination of your desired subject, we have collected the question papers and tried to solve each question correctly and accurately and we have presented it to you through this page. If you see the solution of your desired exam question, see your section.

 

১। ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে ২ মিটার প্রশস্থ একটি পথ আছে। প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে?

উত্তরঃ ৪৪০ টাকা

২। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ৪ বছর বেশি। ৫ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ১০৪ বছর হলে পিতার বর্তমান বয়স কত?

উত্তরঃ ৬৪ বছর

৩। a4+a2b2+b4 = 8 এবং a2 +ab+b2 = 4 হলে a2+b2 এর মান কত?

উত্তরঃ ৩

বাংলা অংশের সমাধান

৪। এক কথায় প্রকাশ করুনঃ

ক. যে অনবরত রোদন করেছে = রোরূদ্যমান

খ. উর্বর নয় যা = ঊষর

গ. যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি

ঘ. শোভন হৃদয় যার = সুহৃদ

ঙ. যা পূর্বে শোনা যায়নি = অশ্রুতপূর্ব

৫। সন্ধি বিচ্ছেদ করুনঃ

ক. ষড়যন্ত্র = ষট্ + যন্ত্র

খ. অন্বেষণ = অনু + এষণ

গ. তন্বী = তনু + ঈ

ঘ. সপ্তর্ষি = সপ্ত + ঋষি

ঙ. চলচ্চিত্র = চলৎ + চিত্র

৬। বানান শুদ্ধ করুনঃ

ক. শিরপীড়া = শিরঃপীড়া

খ. নিক্কন = নিক্বণ

গ. সমিচিন = সমীচীন

ঘ. অসদচারণ = অসদাচরণ

ঙ. বিদূষি = বিদুষী

৭। বিপরীত শব্দ লিখুনঃ

ক. উর্ধ্ব = অধঃ

খ. খাতক = মহাজন

গ. অগ্র = পশ্চাৎ

ঘ. ফাঁপা = নিরেট

ঙ. ঈষৎ = অধিক

ইংরেজি অংশের সমাধান

৮। Translate the following sentences into English :

ক. আমাদের বৃথা সময় নষ্ট করা উচিৎ নয় = We should not waste our time in vain.

খ. দূর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্থ করে = Corruption hinders development.

গ. গ্যাসের অপচয় রোধ করা উচিত = Wastage of gas should be prevented.

ঘ. তোমাকে বিকাল চারটার মধ্যে ফিরতে হবে = You have to return within 4 P.M.

ঙ. অতি ভক্তি চোরের লক্ষণ – Too much courtesy, too much craft.

৯। Write the meaning and make sentence with the following Idiom and Phrase:

ক. A vicious circle = দুষ্টচক্র = Bangladesh is now within a vicious circle of poverty.

খ. Against the grain = প্রবৃত্তির বিরুদ্ধে/প্রকৃতির বিপরীতে = You need courage to go against the grain.

গ. Beyond measure = সীমার বাইরে = Her attitude annoys me beyond measure.

ঘ. Cut a sorry figure = খারাপ ফলাফল করা = He cut a sorry figure for his negligence.

ঙ. On the sly = গোপনে = The Russian soldier went there on the sly.

১০। Transform the following sentence:

ক. Everyone hates war. (Interrogative) = Who doesn’t hate war?

খ. I know his Intention (Complex) = I know what his intention is.

গ. Change the form of voice (Passive) = Let the form of voice be changed.

ঘ. I am not as brave as he. (Comparative) = He is braver than I.

ঙ. I know that he is honest (Simple) = I know his honesty.

১১। Write the correct spelling:

ক. Questioneire = Questionnaire

খ. Comemmoretae = Commemorate

গ. Hetteroginious = Heterogeneous

ঘ. Machenary = Machinery

ঙ. Entraprenuer =Entrepreneur

সাধারণ জ্ঞান অংশের সমাধান

১২। পূর্ণরূপ লিখুনঃ

ক. ASCII – American Standard Code for Information Interchange

খ. UNHCR – United Nations High Commissioner for Refugees

গ. WMF – Windows Metafile

ঘ. VOIP – Voice over Internet Protocol

ঙ. JPEG – Joint Photographic Experts Group

১৩। বিশ্ব পরিবেশ দিবস কবে? উত্তরঃ ৫ জুন

১৪। অপরাজেয় বাংলার ভাস্কর কে? উত্তরঃ সৈয়দ আবদুল্লাহ খালেদ

১৫। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তরঃ সিসমোগ্রাফ

১৬। ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ইমেজ ব্যবহৃত হয়? উত্তরঃ ত্রি- মাত্রিক

১৭। পার্বত্য শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তরঃ ১৯৯৭ সালে

১৮। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? উত্তরঃ বাঙালী জাতীয়তার ভিত্তিতে

১৯। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? উত্তরঃ ১০নং সেক্টর নিয়ে

২০। যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? উত্তরঃ ম্যাডেলিন অলব্রাইট

২১। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামীর নাম কি? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২২। দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি? উত্তরঃ ইস্তাম্বুল

 

 

DOE Written Exam Question Solution pdf download

Department of Environment It is a government agency of Bangladesh. It requires a lot of skilled manpower to manage it. On this basis on 5th January 2023 published a massive notification for recruitment of skilled manpower for 275 vacant posts in 13 categories. On the contrary, almost thousands of students of the country apply online. The last date of application was till 5th February 2023. After conducting the exam as per the published date we have searched a lot from our experienced teachers mandoli note books other guides and various websites and current affairs 100% correct solutions have been presented. If you want to see it, you can download it in PDF format.

 

গণিত অংশের সমাধান

১। যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ ও ১০ জন বালক ঐ বালক কাজটি কতদিনে করতে পারবে?

উত্তরঃ ৬ দিনে

২। একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭৫ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট ১১০২৫ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।

উত্তরঃ দৈর্ঘ্য ২১ মিটার ও প্রস্থ ৭ মিটার

৩। ‍a + b + c = 2 এবং ab + bc + ca = 1 হলে (a + b)² + (b + c)² + (c + a)² এর মান নির্ণয় করুন।

উত্তরঃ 6

৪। একজন ফল বিক্রেতার ৫% ফল পঁচে গেল এবং ৫% ফল পরিবহনে নষ্ট হলো। বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর তার ২০% লাভ হবে?

উত্তরঃ ৩৩.৩৩%

বাংলা অংশের সমাধান

৫। এক কথায় প্রকাশ করুন:

ক. শোভন হৃদয় যার = সুহৃদ

খ. যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি

গ. ডালিমের কুঁড়ি = আনারকলি

ঘ. উর্বর নয় যা = ঊষর

ঙ. যে অনবরত রোদন করছে = রোরুদ্যমান

৬। বানান শুদ্ধ করুন:

ক. শিরপীড়া = শিরঃপীড়া

খ. নিক্কন = নিক্বণ

গ. সমিচিন = সমীচীন

ঘ. অসদাচারন = অসদাচরণ

ঙ. বিদূষি = বিদুষী

ক. উর্ধ্ব = অধঃ

৭। বিপরীত শব্দ লিখুন:

খ. খাতক = মহাজন

গ. অগ্র = পশ্চাৎ

ঘ. ফাঁপা = নিরেট

ঙ. ঈষৎ = অধিক

৮। সন্ধি বিচ্ছেদ করুন:

ক. ষড়যন্ত্র = ষট্ + যন্ত্র

খ. অন্বেষণ = অনু + এষণ

গ. চলচ্চিত্র = চলৎ + চিত্র

ঘ. তন্বী = তনু + ঈ

ঙ. সপ্তর্ষি = সপ্ত + ঋষি

৯। অর্থসহ বাক্য রচনা করুন:

ক. ঠোঁটকাটা = স্পষ্টভাষী [সমাজে ঠোঁটকাটা লোকের কোন কদর নাই]

খ. বর্ণচোরা = কপটচারী [সুমন যে বর্ণচোরা তা এতদিন বুঝতে পারিনি]

গ. আটারো মাসে বছর = দীর্ঘসূত্রতা [সুমন সকল কাজে আটারো মাসে বছর মনে করে]

ঘ. হাতে কলমে = কার্যকর ভাবে [আমাদের সকলের উচিৎ হাতে কলমে শিক্ষা নেওয়া]

ঙ. কাছা ঢিলা = অসাবধান [সকল কাজে কাছা ঢিলা হলে চলে না]

ইংরেজি অংশের সমাধান

১০। Write the meaning and make sentence with the following Idioms and Phrases:

a) Blue blood = আভিজাত্য [He boasts of his blue blood.]

b) Get rid of = মুক্তি পাওয়া [He got rid of poverty through hard labour.]

c) In consequence of = ফলশ্রুতিতে [I lost my all in consequence of risky investments.]

d) Pros and cons = খুঁটিনাঁটি বিষয় [ I know the pros and cons of the machine.]

e) Bone of contention = বিবাদের বিষয় [The piece of land is the bone of contention between the two brothers.]

১১। Fill in the gaps with appropriate prepositions:

a) The news appeared….the media. উত্তরঃ on

b) The house is adjacent……mine. উত্তরঃ to

c) The man is blind ……one eye. উত্তরঃ of

d) Suddenly he burst……tears. উত্তরঃ into

e) He is capable …..solving the problem. উত্তরঃ of

১২। Transform the following sentence:

a) He is only ten. (Negative) উত্তরঃ He is not more than ten.

b) Who does not love flowers? (Assertive) উত্তরঃ Everybody loves flowers.

c) I wish I were a king. (Exclamatory) উত্তরঃ If I were a king!

d) I know his name. (Complex) উত্তরঃ I know what his name is.

e) Putting out the light, I went to bed. (Compound) উত্তরঃ I put out the light and went to bed.

১৩। Translate the following sentences into English:

ক. ঢাকা একটি প্রাচীন নগরী = Dhaka is an ancient city.

খ. অতি লোভে তাঁতী নষ্ট = Grasp all, Lose all.

গ. আমরা স্বাধীন দেশের নাগরিক = We are the citizen of an independent country.

ঘ. সভা বিকাল ৩ ঘটিকায় শুরু হল = The meeting started at 3 P.M.

ঙ. তাকে বসার জন্য একটি চেয়ার দাও = Give him a chair to sit on.

১৪। Write the opposite gender:

a) Ram = Ewe

b) Monk = Nun

c) Tailor = Seamstress

d) Hero = Heroine

e) Duke = Duchess

১৫। Write the correct form of verbs:

a) Government is (import) sugar from Brazil. উত্তরঃ importing

b) It is high time he (change) his bad habit. উত্তরঃ changed

c) I got the letter (type). উত্তরঃ typed

d) He (leave) last night. উত্তরঃ left

e) You had better (to take) rest. উত্তরঃ take

সাধারণ জ্ঞান অংশের সমাধান

১৬। সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় কবে? উত্তরঃ ৬ ডিসেম্বর ১৯৯৭

১৭। BIDF এর পূর্ণরূপ কি? উত্তরঃ Bangladesh Infrastructure Development Fund (BIDF)

১৮। বাংলাদেশের নারী ক্রিকেট দলে প্রথম সেঞ্চুরি করেন কে? উত্তরঃ শারমিন আক্তার সুপ্তা

১৯। পরিবেশ অধিদপ্তরের প্রতিষ্ঠাকালীন নাম কি? উত্তরঃ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সেল

২০। জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কত? উত্তরঃ ১০:৬

২১। COP-27 কোন দেশে অনুষ্ঠিত হয়? উত্তরঃ মিশরের শারম-আল-শেখে

২২। Blue Economy কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? উত্তরঃ সমুদ্র অর্থনীতি

২৩। ৫০ বছর পূর্তিকে কি বলা হয়? উত্তরঃ সুবর্ণ জয়ন্তী

২৪। দুই জার্মানি একত্রিত হয় কবে? উত্তরঃ ১৯৯০ সালের ৩রা অক্টোবর

২৫। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের নাম কি? উত্তরঃ চিরঞ্জীব মুজিব

২৬। পূর্ণরূপ লিখুন:

ক) TFA – Trifluoroacetic acid

খ) CTBT – Comprehensive Nuclear-Test-Ban Treaty

গ) DPDC – Dhaka Power Distribution Company

ঘ) KAFCO – Karnaphuli Fertilizer Company Limited

ঙ) MMS – Multimedia Messaging Service

২৭। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কবে? উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১ সালে

২৮। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীরউত্তম খেতাব কত জনকে দেয়া হয়? উত্তরঃ ৬৮

২৯। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্থপতি কে? উত্তরঃ লারোস

৩০। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়? উত্তরঃ শহীদ আসাদের স্মৃতি

৩১। ‘তাজিংডং’ কোথায় অবস্থিত? উত্তরঃ বান্দরবান জেলার রুমা উপজেলায়

আরও দেখুন;- RAJUK Written Exam Question Solution 2023 [সঠিক উওর]

BPSC Junior Trainer MCQ Exam Result 2023 pdf

Conclusion

Finally, out of DOE 13 categories, some category exams have been held on March 31 and other category exams will be held on 7-15 and 28 April 2023. These Vacancies Exam Question Solution will be solved through our said page. If you want to see it, you can download it in PDF format. Besides all other jobs exam schedule question solution admit card download exam result keep login our website. Allah Hafez is ending here like today.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button