পরিবেশ অধিদপ্তর পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

ডিওই লিখিত পরীক্ষার প্রশ্ন উত্তর ২০২৩

বরাবরের মতো হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি  পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে।  আমাদের আর্টিকেলের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরা হবে  পরিবেশন অধিদপ্তর (ডিওই)বিভিন্ন  শূন্য পদের পরীক্ষার প্রশ্ন উত্তর সহ তার সমাধান।   উক্ত আর্টিকেলে আপনাদেরকে স্বাগতম। আমরা আমাদের আর্টিকেলে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি। কারণ পরীক্ষা শেষে প্রার্থীরা প্রশ্ন সমাধান চাই আর আপনাদের কথা মাথায় রেখেই পরিবেশ অধিদপ্তর বিভিন্ন শূন্য পদের পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করে তার উত্তর সঠিকভাবে আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের করা প্রশ্ন সমাধানটি দেখতে আমাদের আর্টিকেলটি এক নজর ও মনোযোগ সহকারে পড়ে নিন।

[১৫ এপ্রিল পরীক্ষার] DOE Exam Question Solution 2023

পরিবেশ অধিদপ্তর পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

৩১ শে মার্চ ২০২৩ রোজ শুক্রবার সকাল ১০-০০ টা হইতে ১১ঃ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেল পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদের পরীক্ষা। উক্ত পরীক্ষাটি  ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে অনুষ্ঠিত হয়। যেখানে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এই ৪ টি বিষয়ের উপর মোট ৮০ নম্বরে প্রশ্নপত্র প্রদান করা  হয়েছিল। এবং পরীক্ষাটি লিখিত আকারে ও এমসিকিউ দুই ধরনের প্রশ্ন ছিল পরীক্ষাটি দেড় ঘন্টা যাবৎ অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষা শেষে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রশ্ন সমাধান নিয়ে হাজির  হয়েছি।

পদের নাম এবং শূন্যপদ:

  1. প্রজেকশনিস্ট কাম ক্যামেরাম্যান – 01
  2. হিসাবরক্ষক – 40 জন
  3. স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর – 15
  4. উচ্চ বিভাগ সহকারী – 03
  5. ল্যাবরেটরি সহকারী – 12 জন
  6. নমুনা সংগ্রাহক – 46
  7. ডেটা এন্ট্রি অপারেটর – 50
  8. স্টোর কিপার – 02
  9. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট – 05
  10. ড্রাইভার – 02
  11. প্রসেস সার্ভার – 08
  12. নগদ সোরকার – 01
  13. অফিস সাপোর্ট স্টাফ (অফিস সোহায়ক) – 90

 মোট শূন্যপদ: 275

 পরীক্ষার তারিখ: 31 মার্চ এবং 07, 15, 28 এপ্রিল 2023

পরীক্ষার সময়: 10:00 AM থেকে 11:30 AM 

ডিওই লিখিত পরীক্ষার প্রশ্ন উত্তর ২০২৩

আপনি কি? পরিবেশ অধিদপ্তর ডিওই লিখিত পরীক্ষার  একজন প্রার্থী?আপনি কি উক্ত পরীক্ষা শেষে এখন প্রশ্ন সমাধান  খুঁজতাছেন? হ্যাঁ যদি খুঁজে থাকেন তাহলে অবশ্যই সঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছেন। কারণ আপনাদের কাঙ্খিত বিষয়ের পরীক্ষা শেষে আমরা প্রশ্নপত্র সংগ্রহ করে তার প্রত্যেকটি প্রশ্নের সঠিক ও নির্ভুল সমাধান করার চেষ্টা করেছি এবং আপনাদের মাঝে আমাদের এই পেজের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আপনাদের কাঙ্খিত পরীক্ষার প্রশ্ন সমাধান কি দেখলে নিজের অংশে  দেখুন।

 

১। ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে ২ মিটার প্রশস্থ একটি পথ আছে। প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে?

উত্তরঃ ৪৪০ টাকা

২। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ৪ বছর বেশি। ৫ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ১০৪ বছর হলে পিতার বর্তমান বয়স কত?

উত্তরঃ ৬৪ বছর

৩। a4+a2b2+b4 = 8 এবং a2 +ab+b2 = 4 হলে a2+b2 এর মান কত?

উত্তরঃ ৩

বাংলা অংশের সমাধান   

৪। এক কথায় প্রকাশ করুনঃ 

ক. যে অনবরত রোদন করেছে = রোরূদ্যমান

খ. উর্বর নয় যা = ঊষর

গ. যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি

ঘ. শোভন হৃদয় যার = সুহৃদ

ঙ. যা পূর্বে শোনা যায়নি = অশ্রুতপূর্ব

৫। সন্ধি বিচ্ছেদ করুনঃ

ক. ষড়যন্ত্র = ষট্ + যন্ত্র

খ. অন্বেষণ = অনু + এষণ

গ. তন্বী = তনু + ঈ

ঘ. সপ্তর্ষি = সপ্ত + ঋষি

ঙ. চলচ্চিত্র = চলৎ + চিত্র

৬। বানান শুদ্ধ করুনঃ 

ক. শিরপীড়া =  শিরঃপীড়া

খ. নিক্কন = নিক্বণ

গ. সমিচিন = সমীচীন

ঘ. অসদচারণ = অসদাচরণ

ঙ. বিদূষি = বিদুষী

৭। বিপরীত শব্দ লিখুনঃ 

ক. উর্ধ্ব = অধঃ

খ. খাতক = মহাজন

গ. অগ্র = পশ্চাৎ

ঘ. ফাঁপা = নিরেট

ঙ. ঈষৎ = অধিক

ইংরেজি অংশের সমাধান   

৮। Translate the following sentences into English : 

ক. আমাদের বৃথা সময় নষ্ট করা উচিৎ নয় = We should not waste our time in vain.

খ. দূর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্থ করে = Corruption hinders development.

গ. গ্যাসের অপচয় রোধ করা উচিত = Wastage of gas should be prevented.

ঘ. তোমাকে বিকাল চারটার মধ্যে ফিরতে হবে = You have to return within 4 P.M.

ঙ. অতি ভক্তি চোরের লক্ষণ – Too much courtesy, too much craft.

৯। Write the meaning and make sentence with the following Idiom and Phrase: 

ক. A vicious circle = দুষ্টচক্র = Bangladesh is now within a vicious circle of poverty.

খ. Against the grain = প্রবৃত্তির বিরুদ্ধে/প্রকৃতির বিপরীতে = You need courage to go against the grain.

গ. Beyond measure = সীমার বাইরে = Her attitude annoys me beyond measure.

ঘ. Cut a sorry figure = খারাপ ফলাফল করা = He cut a sorry figure for his negligence.

ঙ. On the sly = গোপনে = The Russian soldier went there on the sly.

১০। Transform the following sentence: 

ক. Everyone hates war. (Interrogative) = Who doesn’t hate war?

খ. I know his Intention (Complex) =  I know what his intention is.

গ. Change the form of voice (Passive) = Let the form of voice be changed.

ঘ. I am not as brave as he. (Comparative) = He is braver than I.

ঙ. I know that he is honest (Simple) = I know his honesty.

১১। Write  the correct spelling: 

ক. Questioneire = Questionnaire

খ. Comemmoretae = Commemorate

গ. Hetteroginious = Heterogeneous

ঘ. Machenary = Machinery

ঙ. Entraprenuer =Entrepreneur

সাধারণ জ্ঞান অংশের সমাধান   

১২। পূর্ণরূপ লিখুনঃ 

ক. ASCII – American Standard Code for Information Interchange

খ. UNHCR –  United Nations High Commissioner for Refugees

গ. WMF –  Windows Metafile

ঘ. VOIP – Voice over Internet Protocol

ঙ. JPEG – Joint Photographic Experts Group

১৩। বিশ্ব পরিবেশ দিবস কবে? উত্তরঃ ৫ জুন 

১৪। অপরাজেয় বাংলার ভাস্কর কে? উত্তরঃ সৈয়দ আবদুল্লাহ খালেদ

১৫। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তরঃ সিসমোগ্রাফ

১৬। ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ইমেজ ব্যবহৃত হয়? উত্তরঃ ত্রি- মাত্রিক

১৭। পার্বত্য শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তরঃ ১৯৯৭ সালে

১৮। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?  উত্তরঃ বাঙালী জাতীয়তার ভিত্তিতে  

১৯। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?  উত্তরঃ ১০নং সেক্টর নিয়ে

২০। যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? উত্তরঃ ম্যাডেলিন অলব্রাইট

২১। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামীর নাম কি? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২২। দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি? উত্তরঃ ইস্তাম্বুল

ডিওই লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান pdf ডাউনলোড

পরিবেশ অধিদপ্তর এটি বাংলাদেশের সরকারি সংস্থা। যেটি পরিচালনার জন্য অনেক দক্ষ জনবল নিয়োগের দরকার পড়ে। এই ভিত্তিতে ৫ এ  জানুয়ারি ২০২৩ তারিখে ১৩ টি ক্যাটাগরিতে ২৭৫ টি শূন্য পদে দক্ষ জনবল নিয়োগ এর উদ্দেশ্যে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর বিপরীতে দেশের প্রায় হাজারো শিক্ষার্থীরা অনলাইন আবেদন  করেন। আবেদনের শেষের তারিখ ছিল ৫ই ফেব্রুয়ারি ২০২৩ সাল পর্যন্ত। প্রকাশিত তারিখ অনুযায়ী পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার পর আমরা আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী নোট বই অন্যান্য গাইড এবং বিভিন্ন ওয়েবসাইট ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক খোঁজাখুঁজি করে ১০০% সঠিক সমাধান তুলে ধরা  হয়েছে। আপনারা চাইলে তা দেখতেও পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন।

 

গণিত অংশের সমাধান

১। যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ ও ১০ জন বালক ঐ বালক কাজটি কতদিনে করতে পারবে?

উত্তরঃ ৬ দিনে

২। একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭৫ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট ১১০২৫ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।

উত্তরঃ দৈর্ঘ্য ২১ মিটার ও প্রস্থ ৭ মিটার

৩। ‍a + b + c = 2 এবং ab + bc + ca = 1 হলে (a + b)² + (b + c)² + (c + a)² এর মান নির্ণয় করুন।

উত্তরঃ 6

৪। একজন ফল বিক্রেতার ৫% ফল পঁচে গেল এবং ৫% ফল পরিবহনে নষ্ট হলো। বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর তার ২০% লাভ হবে?

উত্তরঃ ৩৩.৩৩%

বাংলা অংশের সমাধান

৫। এক কথায় প্রকাশ করুন:

ক. শোভন হৃদয় যার = সুহৃদ

খ. যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি

গ. ডালিমের কুঁড়ি = আনারকলি

ঘ. উর্বর নয় যা = ঊষর

ঙ. যে অনবরত রোদন করছে = রোরুদ্যমান

৬। বানান শুদ্ধ করুন:

ক. শিরপীড়া = শিরঃপীড়া

খ. নিক্কন = নিক্বণ

গ. সমিচিন = সমীচীন

ঘ. অসদাচারন = অসদাচরণ

ঙ. বিদূষি = বিদুষী

৭। বিপরীত শব্দ লিখুন:

ক. উর্ধ্ব = অধঃ

খ. খাতক = মহাজন

গ. অগ্র = পশ্চাৎ

ঘ. ফাঁপা = নিরেট

ঙ. ঈষৎ = অধিক

৮। সন্ধি বিচ্ছেদ করুন:

ক. ষড়যন্ত্র = ষট্ + যন্ত্র

খ. অন্বেষণ = অনু + এষণ

গ. চলচ্চিত্র = চলৎ + চিত্র

ঘ. তন্বী = তনু + ঈ

ঙ. সপ্তর্ষি = সপ্ত + ঋষি

৯। অর্থসহ বাক্য রচনা করুন:

ক. ঠোঁটকাটা = স্পষ্টভাষী [সমাজে ঠোঁটকাটা লোকের কোন কদর নাই]

খ. বর্ণচোরা = কপটচারী [সুমন যে বর্ণচোরা তা এতদিন বুঝতে পারিনি]

গ. আটারো মাসে বছর = দীর্ঘসূত্রতা [সুমন সকল কাজে আটারো মাসে বছর মনে করে]

ঘ. হাতে কলমে = কার্যকর ভাবে [আমাদের সকলের উচিৎ হাতে কলমে শিক্ষা নেওয়া]

ঙ. কাছা ঢিলা = অসাবধান [সকল কাজে কাছা ঢিলা হলে চলে না]

ইংরেজি অংশের সমাধান

১০। Write the meaning and make sentence with the following Idioms and Phrases:

a) Blue blood = আভিজাত্য [He boasts of his blue blood.]

b) Get rid of = মুক্তি পাওয়া [He got rid of poverty through hard labour.]

c) In consequence of = ফলশ্রুতিতে [I lost my all in consequence of risky investments.]

d) Pros and cons = খুঁটিনাঁটি বিষয় [ I know the pros and cons of the machine.]

e) Bone of contention = বিবাদের বিষয় [The piece of land is the bone of contention between the two brothers.]

১১। Fill in the gaps with appropriate prepositions:

a) The news appeared….the media. উত্তরঃ on

b) The house is adjacent……mine. উত্তরঃ to

c) The man is blind ……one eye. উত্তরঃ of

d) Suddenly he burst……tears. উত্তরঃ into

e) He is capable …..solving the problem. উত্তরঃ of

১২। Transform the following sentence:

a) He is only ten. (Negative) উত্তরঃ He is not more than ten.

b) Who does not love flowers? (Assertive) উত্তরঃ Everybody loves flowers.

c) I wish I were a king. (Exclamatory) উত্তরঃ If I were a king!

d) I know his name. (Complex) উত্তরঃ I know what his name is.

e) Putting out the light, I went to bed. (Compound) উত্তরঃ I put out the light and went to bed.

১৩। Translate the following sentences into English:

ক. ঢাকা একটি প্রাচীন নগরী = Dhaka is an ancient city.

খ. অতি লোভে তাঁতী নষ্ট = Grasp all, Lose all.

গ. আমরা স্বাধীন দেশের নাগরিক = We are the citizen of an independent country.

ঘ. সভা বিকাল ৩ ঘটিকায় শুরু হল = The meeting started at 3 P.M.

ঙ. তাকে বসার জন্য একটি চেয়ার দাও = Give him a chair to sit on.

১৪। Write the opposite gender:

a) Ram = Ewe

b) Monk = Nun

c) Tailor = Seamstress

d) Hero = Heroine

e) Duke = Duchess

১৫। Write the correct form of verbs:

a) Government is (import) sugar from Brazil. উত্তরঃ importing

b) It is high time he (change) his bad habit. উত্তরঃ changed

c) I got the letter (type). উত্তরঃ typed

d) He (leave) last night. উত্তরঃ left

e) You had better (to take) rest. উত্তরঃ take

সাধারণ জ্ঞান অংশের সমাধান

১৬। সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় কবে? উত্তরঃ ৬ ডিসেম্বর ১৯৯৭

১৭। BIDF এর পূর্ণরূপ কি? উত্তরঃ Bangladesh Infrastructure Development Fund (BIDF)

১৮। বাংলাদেশের নারী ক্রিকেট দলে প্রথম সেঞ্চুরি করেন কে? উত্তরঃ শারমিন আক্তার সুপ্তা

১৯। পরিবেশ অধিদপ্তরের প্রতিষ্ঠাকালীন নাম কি? উত্তরঃ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সেল

২০। জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কত? উত্তরঃ ১০:৬

২১। COP-27 কোন দেশে অনুষ্ঠিত হয়? উত্তরঃ মিশরের শারম-আল-শেখে

২২। Blue Economy কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? উত্তরঃ সমুদ্র অর্থনীতি

২৩। ৫০ বছর পূর্তিকে কি বলা হয়? উত্তরঃ সুবর্ণ জয়ন্তী

২৪। দুই জার্মানি একত্রিত হয় কবে? উত্তরঃ ১৯৯০ সালের ৩রা অক্টোবর

২৫। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের নাম কি? উত্তরঃ চিরঞ্জীব মুজিব

২৬। পূর্ণরূপ লিখুন:

ক) TFA – Trifluoroacetic acid

খ) CTBT – Comprehensive Nuclear-Test-Ban Treaty

গ) DPDC – Dhaka Power Distribution Company

ঘ) KAFCO – Karnaphuli Fertilizer Company Limited

ঙ) MMS – Multimedia Messaging Service

২৭। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কবে? উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১ সালে

২৮। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীরউত্তম খেতাব কত জনকে দেয়া হয়? উত্তরঃ ৬৮

২৯। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্থপতি কে? উত্তরঃ লারোস

৩০। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়? উত্তরঃ শহীদ আসাদের স্মৃতি

৩১। ‘তাজিংডং’ কোথায় অবস্থিত? উত্তরঃ বান্দরবান জেলার রুমা উপজেলায়

আরও দেখুন;- 9 Bank Officer Written Exam Question Solution 2023

DOE Exam Question Solution 2023 [pdf সঠিক উওর]

 

 উপসংহার

পরিশেষে বলতে চাই  ডিওই ১৩ টি ক্যাটাগরির মধ্যে  কিছু ক্যাটাগরি পরীক্ষা ৩১ শে মার্চ অনুষ্ঠিত হয়েছে এবং পাশাপাশি আরো অন্য ক্যাটাগরি পরীক্ষা ৭-১৫ ও ২৮ এ এপ্রিল ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে। এগুলো শূন্য পদের পরীক্ষার প্রশ্ন সমাধান আমাদের উক্ত পেইজের মাধ্যমে সমাধান করা হবে। আপনারা চাইলে তা দেখতেও পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে  পারবেন। পাশাপাশি আর অন্যান্য সকল চাকরির পরীক্ষার সময়সূচি প্রশ্ন সমাধান এডমিট কার্ড ডাউনলোড পরীক্ষার ফলাফল পেতে  আমাদের ওয়েবসাইটটি লগইন করে রাখুন। আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button