পরিবার পরিকল্পনার অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার তারিখও এডমিট কার্ড pdf ডাউনলোড ২০২৩
(ডিজিএফপি) অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ২০২৩
পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ডিজিএফপি) অফিসাহেক পদের পরীক্ষার তারিখ ২০২৩ ও অ্যাডমিট কার্ড pdf ডাউনলোড করুন এখানে।বরাবরের মত আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়। আজকের পোস্টে তুলে ধরা হবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর অনেকগুলো ক্যাটাগরির মধ্যে অফিস সহায়ক শূন্য পদের কবে? কখন, কোথায, কিভাবে? পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং আপনারা অনলাইনের মাধ্যমে পিডিএফ আকারে কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন। সকল বিষয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরা হবে। উক্ত পদের প্রার্থীদের জন্য আমাদের আজকের এই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর DGFP পরীক্ষার তারিখ ২০২৩
পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ডিজিএফপি) লিখিত পরীক্ষার প্রার্থীদের জন্য সুসংবাদ। কারণ ইতিমধ্যেই তারা তাদের কাঙ্খিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর বাংলাদেশের একটি বিখ্যাত সরকারি সংস্থা। এই অধিদপ্তরটি পরিচালনার জন্য অনেক দক্ষ জনবল প্রয়োজন পড়ে। সে কারণে প্রত্যেক বছরই তারা একটি করে নিয়োগ বিজ্ঞপ্তি দেন। প্রত্যেক বছরের ন্যায় এবছর ও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনের মাধ্যমে প্রকাশ করেন। বিজ্ঞপ্তি প্রকাশের পর পর দেশের লাখো বেকার শিক্ষার্থীরা চাকরি পাওয়ার আশায় অনলাইনের মাধ্যমে আবেদন করেন। আবেদনের তারিখ ছিল ৬ অক্টোবর ২০২২ হতে ১৫ অক্টোবর ২০২২ পর্যন্ত। ইতিমধ্যেই অনেক শূন্যপদের পরীক্ষায় অনুষ্ঠিত হয়ে গেছে। এবার পালা অফিস সহায়ক পদের পরীক্ষার। উক্ত পদের প্রার্থীদের কথা মাথায় রেখে আমরা আমাদের ওয়েবসাইট দ্বারা পরীক্ষার সময়সূচি প্রকাশ করতে যাচ্ছি।
পদের নাম এবং শূন্যপদ:
- ফার্মাসিস্ট – 275
- মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব – 148
- মেডিকেল টেকনোলজিস্ট রেডিও – 02
- স্বাস্থ্য শিক্ষাবিদ – 01
- স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর – 03
- কম্পিউটার অপারেটর – 01
- ফিল্ড প্রশিক্ষক – 01
- প্রধান সহকারী – 01
- হিসাবরক্ষক – 03
- উচ্চ বিভাগ সহকারী – 01
- গবেষণা সহকারী – 02
- স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর – 40
- পরিসংখ্যান সহকারী – 05
- গুদাম রক্ষক – 05
- ক্যাশিয়ার (কোষাধ্যক্ষ) – 06
- সহকারী গ্রন্থাগারিক – 02
- ইপিআই টেকনিশিয়ান – 01
- অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট – 159
- টেলিফোন অপারেটর – 02
- ডেটা এন্ট্রি / কন্ট্রোল অপারেটর – 01
- ওয়ার্ডমাস্টার – 02
- লিনেন কিপার – 02
- উপকরণ তত্ত্বাবধায়ক – 02
- টিকিট ক্লার্ক – 04
- স্টেরিলাইজার কাম মেকানিক – 02
- রান্নাঘর সুপারভাইজার – 01
- রেকর্ড কিপার – 01
- কার্ডিওগ্রাফার – 01
- ড্রাইভার – 34
- ইলেকট্রিশিয়ান – 0১
- অফিস সোহায়ক – 404
- এমএলএসএস / সিকিউরিটি গার্ড – 374
- নিরাপত্তা প্রহরী – 09
- প্রহরী – 01
- কুক হেল্পার – 01
- ক্লিনার – 64
মোট শূন্যপদ: 1562 জন
১। ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর (FWV) – 1080
মোট শূন্যপদ: 1080 জন
পরীক্ষার সময়সূচী: 21 জানুয়ারী 2023 এবং 18 ফেব্রুয়ারি 2023
পরীক্ষার সময়ঃ বিকাল ৩.০০ টা
FWV পরীক্ষার তারিখ: 18 ফেব্রুয়ারি 2023
FWV মোট পরীক্ষার্থী: 331778
FWV পরীক্ষা কেন্দ্র: জেলাভিত্তিক
FWV পরীক্ষার ধরন: MCQ
অফিস সোহায়ক পরীক্ষার তারিখ: 18 ফেব্রুয়ারি 2023
অফিস সোহায়ক মোট পরীক্ষার্থী: 438008
অফিস সোহেক পরীক্ষা কেন্দ্র: জেলাভিত্তিক
পরীক্ষার ধরন: লিখিত
অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট মোট পরীক্ষার্থী: 162548
অন্যান্য 26 বিভাগ সকল পোস্ট পরীক্ষার তারিখ: 21 জানুয়ারী 2023
পরীক্ষার সময়ঃ বিকাল ৩.০০ টা
পরীক্ষার ধরন: MCQ
অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ২০২৩
আপনি কি পরিবার অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও তারিখ খুছতাছেন? হ্যাঁ তাহলে সঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের এই উক্ত পেইজের মাধ্যমে অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করতে যাচ্ছি। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ রোজ শনিবার বিকাল ৩-০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার বাংলা ইংরেজি গনিত সাধারণ জ্ঞান ৪ টি বিষয়ের উপর প্রশ্নপত্র প্রদান করা হবে। এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪৬টি জেলা ভিত্তিক বিভিন্ন শিক্ষা প্রতিস্টানে। অফিস সোহায়ক মোট পরীক্ষার্থী: ৪৩৮০০৮ জন।পরীক্ষার মোট শূন্য পদ ৪০৪ টি এ কারণেই পরীক্ষাটি অনেক কঠিন হতে যাচ্ছে। কারণ পদের তুলনায় কান্ডিডেট অনেক বেশি হয় পরীক্ষাটি অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে। আপনারা যত সময় নিজ নিজ কেন্দ্রে এডমিট কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষার হলে উপস্থিত হবেন।
অফিস সহায়ক পদের ২০২৩ এডমিট কার্ড pdf ডাউনলোড
(ডিজিএফপি) অফিস সহায়ক পদের এডমিট কার্ড ডাউনলোড করা সম্পর্কে সহজ নিয়ম অনুসরণ করে আপনার ঘরে বসে থেকেই কম্পিউটার ল্যাপটপ স্মার্টফোন মোবাইল ফোন ট্যাব ইত্যাদি ডিভাইস দ্বারা সহজেই ডাউনলোড করে নিতে আমাদের দেওয়া অপশনটি গ্রহণ করুন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহায়ক পরীক্ষার এডমিট ডাউনলোড করার নিয়ম দেওয়া হল;
১। প্রথমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের টেলিটক dgfp.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
২। এবার আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড যথাস্থানে বসাতে হবে।
৩। নিচের অংশে দেখতে পারবেন আপনার ছবি সহ এডমিট কার্ড
৪। এরপর আপনি অ্যাডমিট ডাউনলোড অপশনে ক্লিক করে এডমিট ডাউনলোড করতে হবে।
উল্লেখ্য;- যে, আপনার এডমিট কার্ডটি অবশ্যই প্রিন্ট করে নিতে হবে ।
আরও দেখুন;- বাংলাদেশ পুলিশ সার্জেন্ট লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ২০২৩
মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ {এমবিবিএস ভর্তি প্রক্রিয়া}
সমাপ্তি
পরিশেষে বলতে চাই পরিবার পরিকল্পনা অধিদপ্তর অফিস সহায়ক পদের পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ২০২৩। সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমে তুলে ধরতে পেরেছি বলে আমি মনে করি। আশা করি আপনাদের কোনো না কোনো উপকৃত করবে। এবং অফিস সহায়ক পদের পরীক্ষার সমাধান সহ ফলাফল পেতে আমাদের ওয়েবসাইটির শেয়ার করুন এবং সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।