{CCFFD} বন বিভাগ অধীনে বন সংরক্ষকের অফিস লিখিত পরীক্ষার তারিখ ২০২৩

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু  করতে নতুন আরেকটি আর্টিকেল। আজকের আর্টিকেল এর মধ্যে স্থান পাবে বাংলাদেশ বন বিভাগ অধীনে বন সংরক্ষক অফিস পরীক্ষার তারিখ এডমিট কার্ড ডাউনলোড সম্পর্কে সকল বিস্তারিত আলোচনা। আপনারা যারা এই পদের প্রার্থী আছেন তাদের জন্য আমাদের আজকের এই আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ হতে  চলেছে। সে কারণেই আর্টিকেলটি এটুজেড মনোযোগ সহকারে পড়ুন।

বন বিভাগ অধীনে বন সংরক্ষকের অফিস পরীক্ষার তারিখ ২০২৩

বন বিভাগ বাংলাদেশের একটি সরকারি সংস্থা। সংস্থাটি পরিচালনার জন্য অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ দরকার পড়ে। সেই কারণে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও তাদের কিছু দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান  করেন। বিজ্ঞপ্তি দেওয়ার পর পরেই চাকরির আশায় লাখ বেকার শিক্ষার্থীরা অনলাইনের মধ্যে মাধ্যমে আবেদন করেন। আবেদন কার্যক্রম শেষ হলে বনবিভাগ অধীনে বন সংরক্ষিত সহকারী বন সংরক্ষক উপসচিব উম্মে হাবিব সাহেব এর দ্বারা লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করে। আপনারা যারা আবেদনের পর থেকেই ভাবতেছেন কবে কখন কোথায় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তাদের কথা মাথায় রেখে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করতে যাচ্ছি আমাদের ওয়েবসাইটটি সঙ্গে  থাকুন।

পদের নাম এবং শূন্যপদ:

১. ইঞ্জিন ড্রাইভার/এমজিনম্যান – ১৩

২. স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর – ১৩

৩. ওয়্যারলেস অপারেটর – ০৯

৪. উচ্চ বিভাগ সহকারী – ০৩

৫. সারেং – ১৫

৬. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট – ১৬৯

৭. ডেটা এন্ট্রি অপারেটর – ০৭

৮. ড্রাইভার – ২৯

৯. স্পিডবোট চালক – ১৭

মোট শূন্যপদ: ২৭৫

পরীক্ষার তারিখ: ২৭ জানুয়ারী ২০২৩

পরীক্ষার সময়: ১১.০০AM থেকে১২.৩০ PM

CCFFD লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ২০২৩

নয়টি ক্যাটাগরিতে ২৭৫ টি শূন্যপদের জন্য (সিসিএফএফডি) কর্তৃপক্ষ কর্তৃক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেন।  তাদের প্রকাশ করার বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ শে জানুয়ারি ২০২৩ রোজ শুক্রবার পরীক্ষা টি শুরু হবে সকাল ১১-০০টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত পরীক্ষাটি নেওয়া হবে লিখিত  আকারে।  পরীক্ষার প্রশ্ন করা হবে চারটি বিষয়ের উপর বাংলা ইংরেজি গঠিত সাধারণ জ্ঞান। পরীক্ষার কেন্দ্রস্থল;- সরকারি তিতুমীর কলেজ মহাখালী ঢাকা। আপনারা যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে এডমিট কার্ড সঙ্গে নিয়ে হাজির হবেন। তাদের দেওয়ার নিয়ম অনুযায়ী এডমিট কার্ড ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

বন বিভাগ অধীনে বন সংরক্ষকের অফিস পরীক্ষার তারিখ ২০২৩

(সিসিএফএফডি) লিখিত পরীক্ষার২০২৩ এডমিট কার্ড পিডিএফ ডাউনলোড

আপনি কি? বাংলাদেশ বন বিভাগের বন সংরক্ষক (সিসিএফএফডি) লিখিত পরীক্ষার চাকরি প্রত্যাশী প্রার্থী, আপনি কি? উক্ত বিষয়ে পরীক্ষারএডমিট কার্ড ডাউনলোডের পদ্ধতি খুঁজতেছেন। হ্যাঁ তাহলে সঠিক জায়গায় এসেছেন আমরা আপনাদের দেখাবো কিভাবে অতি সহজে এডমিট কার্ড ডাউনলোড করা যায়।

১/এজন্য প্রথমে আপনাকে পরিদর্শন করতে হবে, বাংলাদেশ বন বিভাগ বন সংরক্ষক অধিদপ্তরে প্রবেশ পত্র সংগ্রহকৃত অফিচিয়াল ওয়েবসাইট http:// ccffd.teletalk.com.bd তে

২/উক্ত স্থানে গেলে আপনার সামনে দেখতে পারবে ❛ডাউনলোড এডমিট কার্ড❜ নামে একটি পেইজ আছে।

৩/এবার উক্ত পেইজে  আপনার ❛ইউজার আইডি❜ দিন।

৪/তারপর আপনার ❛পাসওয়ার্ড❜ দিন।

৫/এসকল ঘর সঠিক তথ্য দিয়ে পূরণ শেষে ❛সাবমিট❜ বাটুনে ক্লিক করুন

৬/নিচের অংশে দেখতে পারবেন আপনার ছবি সহ এডমিট কার্ড, ক্লিক করে ❛এডমিট কার্ড ডাউনলোড❜ করুন।

উল্লেখ্য;- যে, আপনার এডমিট কার্ডটি অবশ্যই প্রিন্ট করে নিতে হবে ।

আরও দেখুন;পেট্রোলিয়াম এক্সপ্রেশন এন্ড প্রোডাকশন কোম্পানি {বাপেক্স} লিমিটেড পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড২০২৩

পল্লী সঞ্চয় ব্যাংক অ্যাডমিট কার্ড ২০২৩ আসন পরিকল্পনা এবং পরীক্ষার তারিখ

চূড়ান্ত শব্দ

পরিশেষে জানতে চাই বাংলাদেশ বন বিভাগ বন সংরক্ষকের সকল পরীক্ষার প্রশ্ন সমাধান সহ ফলাফল পেতে আমাদের ওয়েবসাইট প্রত্যেকটি আর্টিকেল দেখতে থাকুন। এবং পরীক্ষার বিষয়ে কারো কোন প্রশ্ন থাকলে আমাদের কে আমাদের sms-box এর মাধ্যমে বলতে পারেন। আমরা তার সমাধান দেয়ার চেষ্টা করব  ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button