বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড ২০২৩

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন( বিআরটিসি) নিয়োগ পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড ২০২৩। বরাবরের মতোই আজ লিখতে চলেছি নতুন অন্যতম একটি নিবন্ধন। আজকের নিবন্ধটির মধ্যে লিখতে চলেছি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন( বিআরটিসি) পরীক্ষার আবেদন করেছেন তাদের জানাই সুস্বাগতম। (বিআরটিসি) পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশিত হয়েছে এবং প্রবেশপত্র ডাউনলোড এর নিয়োগ দেওয়া হয়েছে যাদের এসকল তথ্য প্রয়োজন তারা আমাদের নিবন্ধনটি খুব মনোযোগ সহকারে পড়ুন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পরীক্ষা তারিখ ২০২৩

.১৩ ই জানুয়ারি ২০২০ তারিখ ১০টা হতে ৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখ  পর্যন্ত সড়ক পরিবহন কর্পোরেশন( বিআরটিসি) কিছু দক্ষ জনবল নিয়োগের উদ্দেশ্যে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করে। আর এই নিয়োগের পরীক্ষার বিপরীতে আবেদন করে দেশের হাজারো বেকার প্রার্থীরা। সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি একটি সরকারি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাই সেখানে চাকরি পাওয়ার জন্য অনেক আশায় থাকেন সকলেই। বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থাকার কারণে এই পদে চাকরি করার আগ্রহ একটু বেশি  চাকরি প্রার্থীদের।

BRTC পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড ২০২৩

৯ টি ক্যাটাগরিতে ১৩৮টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) কর্তৃপক্ষ  কর্তৃক পরীক্ষার তারিখ ও সময়সূচী প্রকাশ করেছে। আপনাদের সুবিধার্থে আমাদের নিবন্ধটির মাধ্যমে তারিখ ও সময়সূচি প্রকাশ করা হলো। বিআরটিসি বিভিন্ন পদের পরীক্ষা  ২১শে জানুয়ারি ২০২৩ রোজ শনিবার। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকাল ১০-০০ হতে ১১-৩০ মিনিট পর্যন্ত পরীক্ষাটির ধরন হবে mcq বা লিখিত আকারে। পরীক্ষাটি .৪ বিষয়ের উপর নেওয়া হবে বাংলা ইংরেজী গণিত ও সাধারণজ্ঞান মোট.৮০  নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে একটি উত্তর ভুল হলে০.২৫ মার্ক কাটা যাবে। এবং প্রার্থী অনেক বেশি হয় পরীক্ষাটি অনেক কঠিন হতে চলেছে। আপনারা  সকলেই ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করে পরীক্ষার কেন্দ্রে যথাসময়ে প্রবেশপত্র নিয়ে হাজির হবেন।

পদের নাম এবং শূন্যপদ:

১। ক্যাশিয়ার (কোষাধ্যক্ষ) –.০৭

২। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর – ১৫

.৩। চাকরি সহকারী – ১৬ জন

.৪। কারিগরি -বি (সাধারণ) – ১৫

.৫। কারিগরি -বি (বাণিজ্য) – ১০

.৬। টেকনিক্যাল-সি (সাধারণ) – ১৫

.৭। কারিগরি -সি (বাণিজ্য) – ১২

৮। টেকনিক্যাল -ডি (সাধারণ) – ২০

.৯। কারিগরি -D (বাণিজ্য) –২৮

 মোট শূন্যপদ: ১৩৮টি

পরীক্ষার তারিখ: ২১ জানুয়ারী ২০২৩

পরীক্ষার সময়: সকাল ১০-০০ AM থেকে১১-৩০ AM

 বিআরটিসি পরীক্ষার এডমিট কার্ড PDF

ডাউনলোড ২০২৩

উপরের অংশে আমরা ইতিমধ্যে জেনেছি পরীক্ষার জন্য প্রবেশপত্র প্রয়োজনীয় অত্যান্ত জরুরী । কারণ প্রবেশপত্র ছাড়া একজন প্রার্থী কখনোই নিয়োগ বা একাডেমিক যেকোনো পরীক্ষায় হোক না কেন অংশগ্রহণ করতে পারবে না । প্রবেশপত্র একজন প্রার্থীর সঠিক পরিচয় বহন করে । যাতে করে তার বৈধতার সম্পর্কে জানা যায় । এই অংশে আমরা জানবো (BRTC) পরীক্ষার প্রবেশপত্র কিভাবে সংগ্রহ বা ডাউনলোড করতে হয়।.

১। প্রথমে www.brtc.gov.bd   এই ওয়েবসাইটে যান

২। তারপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করুন,

৩। তারপর সাবমিট বাটনে ক্লিক করুন,

৪। আপনি আপনার brtc পরীক্ষা এবং প্রবেশপত্র পাবেন।

৫। তারপরে A4 সাইজের কাগজে আপনার প্রবেশপত্র প্রিন্ট করুন

৬। আসন পরিকল্পনা ডাউনলোড করুন।

আরও দেখুন;- (RHDরেজাল্ট} সড়ক ও জনপথ অধিদপ্তর লিখিত পরীক্ষার ফলাফল ২০২৩

{FSCD}ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর পরীক্ষা তারিখ ২০২৩

BRTC পরীক্ষার তারিখ

উপসংহার

পরিশেষে বলতে পারি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন(বিআরটিসি) নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড এর সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি। আমাদের নিবন্ধনটি আপনাদের কাছে ভাল লেগে থাকলে আপনাদের বন্ধুদের মাঝে ভিজিট করুন। এবং  সড়ক পরিবহন কর্পোরেশনের বিআরটিসি’র নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সহ ফলাফল আমাদের ওয়েবসাইটের দ্বারা প্রকাশ করা হবে। এ বলে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button