BPDB Junior Accounts Assistant Question Solution 2023 pdf [Mcq Ans]

Bangladesh Power Development Board MCQ Question Answer 2023

BPDB Junior Accounts Assistant Question Solution 2023 pdf> Bismillahir Rahmanir Rahim appeared as usual among you with a new question solving article. You are already aware that the much coveted Bangladesh Power Development Board BPDB Exam 2023 has been held today. At the end of the exam, we have appeared in the article with the correct answer to each question. Our article is going to be very important for you BPDB exam aspirants. Stay with us to see the desired exam question solution.

Bangladesh Power Development Board Question Solution 2023

Bangladesh Power Development Board BPDB is the same government organization. A lot of skilled manpower is required to run the said institution. On the basis of which BPDB authorities published a huge notification on 17th April 2023. On the contrary, millions of students of the country applied online in the hope of getting a job. The last date of application was 7th May 2023.

Bangladesh Power Development Board MCQ exam was held today after much waiting after all activities. We have appeared before you with the exam solution.

BPDB Junior Accounts Assistant Result 2023 [www.bpdb.gov.bd. দেখুন]

Post Name and Vacancy:
1. Junior Accounts Assistant (Lower Division Accounts Assistant) – 300
2. Pharmacist/Medical Assistant – 25 people
3. Senior Staff Nurse – 04
4. Junior Staff Nurse – 09
5. Dresser – 06
6. Midwife – 09
7. Security Guard – 464
Total Vacancies: 818
Junior Accounts Assistant Exam Date: 10 November 2023
Exam Timing: 3.30 PM to 4.30 PM
Exam Type: MCQ

Security Guard Exam Date: 11 November 2023
Exam Timing: 10.00 AM to 11.00 AM
Exam Type: MCQ

প্রশ্নের সেট- A

১. বিজ্ঞান শব্দের জ্ঞ কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে গঠিত?

ক. ঞ + জ খ. জ + ঞ গ. ণ +গ ঘ. গ + ঞ

উত্তরঃ খ. জ + ঞ

২. কোনটি বিশেষণ বাচক শব্দ?

ক. জীবন খ. জীবনী গ. জীবিকা ঘ. জীবাণু

উত্তরঃ খ. জীবনী

৩. ‘Dialect’ শব্দের বাংলা পরিভাষা কোনটি?

ক. মাতৃভাষা খ. রাষ্ট্রভাষা গ. উপভাষা ঘ. মনভাষা

উত্তরঃ গ. উপভাষা

৪. পা দিয়ে পান করে যে

ক. নগ খ. পন্নগ গ. টিকটিকি ঘ. পাদপ

উত্তরঃ ঘ. পাদপ

৫. ঋজু শব্দের বিপরীত শব্দ?

ক. শক্ত খ. কঠিন গ. জঙ্গম ঘ. বক্রিম

উত্তরঃ ঘ. বক্রিম

৬. ‘ফল্গু’ কি?

ক. ফাল্গুন খ. একটি নদীর নাম গ. নদীর প্রবল স্রোত ঘ. যমজ নক্ষত্র বিশেষ

উত্তরঃ খ. একটি নদীর নাম

৭. নগদ কোন ভাষার শব্দ?

ক. আরবি খ. ওলন্দাজ গ. হিন্দি ঘ. ফরাসি

উত্তরঃ ঘ. ফরাসি

৮. নীচের কোন বাগধারাটি ভিন্নার্থক?

ক. আদায়-কাঁচকলায় খ. দা-কুমড়া গ. রুই-কাতলা ঘ. অহি-নকুল

উত্তরঃ গ. রুই-কাতলা

৯. সংশয় এর বিপরীত শব্দ কোনটি?

ক. বিস্ময় খ. নির্ভয় গ. দ্বিধা ঘ. প্রত্যয়

উত্তরঃ ঘ. প্রত্যয়

১০. “কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব” -”কবি কবি” কি অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. ভাল অর্থে খ. ভাবের অর্থে গ. পুনরাবৃত্তি অর্থে ঘ. উপহাস অর্থে

উত্তরঃ ঘ. উপহাস অর্থে

১১. কোনটি অর্থনৈতিক কাজ নয়?

ক. ডাক্তারী পেশা খ. আইনজীবীর পেশা গ. পণ্য ক্রয়-বিক্রয় ঘ. একজন ছাত্রের কলেজ টিমে ক্রিকেট খেলা

উত্তরঃ ঘ. একজন ছাত্রের কলেজ টিমে ক্রিকেট খেলা

১২. আধুনিক অর্থনীতির জনক কে?

ক. এডাম স্মিথ খ. পল স্যামুয়েলসন গ. রাগনার ফ্রিশ ঘ. জন কেইনস

উত্তরঃ খ. পল স্যামুয়েলসন

১৩. অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান। এই সংজ্ঞাটি কে দিয়েছেন?

ক. ডেভিড রিকার্ডো খ. কার্ল মার্কস গ. এডাম স্মিথ ঘ. এল রবিনস

উত্তরঃ গ. এডাম স্মিথ

১৪. অর্থনীতির মূল সমস্যা কোনটি?

ক. বেকারত্ব খ. আয় বৈষম্য গ. দরিদ্রতা ঘ. অভাব

উত্তরঃ খ. আয় বৈষম্য

১৫. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের দাম নির্ধারিত হয়?

ক. বিক্রেতার ইচ্ছানুযায়ী খ. পণ্যের যোগান দ্বারা গ. চাহিদা ও যোগানের ভারসাম্য দ্বারা ঘ. সরকারি আইন দ্বারা

উত্তরঃ গ. চাহিদা ও যোগানের ভারসাম্য দ্বারা

১৬. পাবলিক লিমিটেড কোম্পানির নূন্যতম সদস্য সংখ্যা কত?

ক. ২ খ. ৩ গ. ৫ ঘ. ৭

উত্তরঃ ঘ. ৭

১৭. লভ্যাংশ ও সুদ দুটি-

ক. সমার্থক শব্দ খ. ভিন্নার্থক শব্দ গ. লাভ ও ক্ষতির হিসাবে ঘ. বণ্টনযোগ্য লাভ

উত্তরঃ খ. ভিন্নার্থক শব্দ

১৮. কোনটি Multinational Company?

ক. ইউনিলিভার খ. Walton গ. এমজিআই ঘ. এসিআই

উত্তরঃ ক. ইউনিলিভার

১৯. সম্পদ থেকে মূলধন বিয়োগ করলে হয়-

ক. লাভ খ. দায় গ. রেভিনিউ ঘ. ইকুয়িটি

উত্তরঃ ঘ. ইকুয়িটি

২০. কত সালের আইন অনুযায়ী বাংলাদেশে অংশীদারী কারবার পরিচালিত হয়?

ক. ১৯৯৫ সাল খ. ১৯০২ সাল গ. ১৯৩২ সাল ঘ. ১৮৮২ সাল

উত্তরঃ গ. ১৯৩২

২১. নিচের কোন ঘটনাটি লেনদেন নয়?

ক. ৪০,০০০ টাকায় একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো খ. ১৫,০০০ টাকায় বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো খ. ১ লাখ টাকা ব্যবসায় নতুন বিনিয়োগ করা হলো ঘ. ৫০,০০০ টাকা বকেয়া পরিশোধ করা হলো

উত্তরঃ ক. ৪০,০০০ টাকায় একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো

২২. নিচের কোনটি বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ?

ক. পরিকল্পনা কমিশন খ. পরিকল্পনা মন্ত্রণালয় গ. জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ঘ. অর্থ মন্ত্রণালয়

উত্তরঃ গ. জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি

২৩. নিচের কোনটি রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না?

ক. ব্যাংক চার্জ খ. হাতে নগদ গ. অনাদায়ী পাওনা ঘ. মজুরি

উত্তরঃ গ. অনাদায়ী পাওনা

২৪. একজন গ্রাহক ব্যাংকে টাকা জমা রাখলে সেটি ব্যাংকের জন্য-

ক. আয় খ. দায় গ. সম্পত্তি ঘ. লাভ

উত্তরঃ খ. দায়

২৫. ব্যাংক একাউন্ট থেকে ১০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করা হলে এর ফলে নিচের কোনটি ঘটবে?

ক. স্থায়ী সম্পত্তি বৃদ্ধি পাবে এবং ব্যাংক ঋণ হ্রাস পাবে খ. স্থায়ী সম্পত্তি এবং ব্যাংক ঋণ উভয়ই বৃদ্ধি পাবে গ. মোট সম্পদ ও মোট ব্যয় বৃদ্ধি পাবে ঘ. মোট সম্পদের কোন পরিবর্তন হবে না।

উত্তরঃ ঘ. মোট সম্পদের কোন পরিবর্তন হবে না।

২৬. ‘যা আসে তা ডেবিট আর যা যায় তা ক্রেডিট’ জাবেদার এই নিয়মটি কোন হিসাবের ক্ষেত্রে প্রযোজ্য-

ক. Personal হিসাব খ. Real হিসাব গ. Nominal হিসাব ঘ. Assets হিসাব

উত্তরঃ ক. Personal হিসাব

২৭. নগদ আসবাবপত্র ক্রয় ৩০,০০০ টাকা, এর জাবেদা কোনটি?

ক. নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট খ. ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট গ. আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট ঘ. নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট

উত্তরঃ গ. আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

২৮. একটি চেকের মেয়াদ কতদিন থাকে?

ক. ৩০ দিন খ. ৬০ দিন গ. ২০ দিন ঘ. ১৮০ দিন

উত্তরঃ ঘ. ১৮০ দিন

২৯. আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয়?

ক. বিল অব ল্যাডিং খ. বিল অব এন্ট্রি গ. প্রত্যায়ন পত্র ঘ. এলসি

উত্তরঃ ক. বিল অব ল্যাডিং

৩০. রাষ্ট্রপতির আদেশে গঠিত হয় কোন কোম্পানি?

ক. বিধিবদ্ধ খ. নিবন্ধিত গ. সনদপ্রাপ্ত ঘ. সংরক্ষিত

উত্তরঃ ক. বিধিবদ্ধ

৩১. নিচের কোনটি ভোগ্য পণ্য নয়?

ক. স্থাপনা খ. টেলিভিশন গ. রেফ্রিজারেটর ঘ. গাড়ি

উত্তরঃ ক. স্থাপনা

৩২. বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে কোন দেশে?

ক. শ্রীলংকায় খ. যুক্তরাজ্য গ. জাপানে ঘ. মিয়ানমারে

উত্তরঃ ঘ. মিয়ানমারে

৩৩. ১ টাকা ও ২ টাকার নোটকে বলা হয়?

ক. ব্যাংক নোট খ. গভর্নর নোট গ. সরকারি নোট ঘ. সাচিবিক নোট

উত্তরঃ গ. সরকারি নোট

৩৪. ‘নদী থেকে বালু উত্তোলন’ কোন শিল্পের উদাহরণ?

ক. উৎপাদন খ. নিষ্কাশন গ. নির্মাণ ঘ. সেবা পরিবেশক

উত্তরঃ খ. নিষ্কাশন

৩৫. কারখানা কোন ধরণের উপযোগ সৃষ্টি করে?

ক. স্বত্বগত খ. রূপগত গ. স্থানগত ঘ. সময়গত

উত্তরঃ খ. রূপগত

৩৬. বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বর্তমান চেয়ারম্যানের নাম-

ক. মাহবুবুর রহমান খ. শেখ ওয়াহিদুজ্জামান গ. মো. আবদুল সাত্তার মিয়া ঘ. শেখ আখতার হোসেন

উত্তরঃ ক. মাহবুবুর রহমান

৩৭. যৌথ মূলধনী কোম্পানির প্রধান দলিল কোনটি?

ক. পরিমেল নিয়মাবলী খ. স্মারক দলিল গ. প্রসপেক্টাস ঘ. ডিবেঞ্চার

উত্তরঃ খ. স্মারক দলিল

৩৮. কোন বাজারে যদি ক্রেতার সংখ্যা অধিক থাকে আর বিক্রেতার সংখ্যা একজন থাকে তাকে কী বাজার বলে?

ক. মনোপলি খ. ডুয়োপলি গ. অলিগোপলি ঘ. মনোপসনি

উত্তরঃ ক. মনোপলি

৩৯. TIN এর পূর্ণরূপ?

ক. Tax Index Number খ. Taxpayers Identification Number

গ. Tax Information Number ঘ. Taxpayers Information Number

উত্তরঃ খ. Taxpayers Identification Number

৪০. কোন আর্থিক বিবরণীর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রতিফলিত হয় ?

ক. ক্রয়-বিক্রয় হিসাব খ. আয়-ব্যয় হিসাব গ. লাভ-ক্ষতি বিবরনী ঘ. ব্যালেন্স শীট

উত্তরঃ ঘ. ব্যালেন্স শীট

৪১. নিচের কোনটি প্রশাসনিক উপরিব্যয় নয়?

ক. অফিস ভাড়া খ. কাঁচামাল ক্রয় গ. বীমা সেলামী ঘ. বেতন

উত্তরঃ খ. কাঁচামাল ক্রয়

৪২. নিচের কোন ধরনের ব্যবসায় সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করে?

ক. লাইসেনসিং খ. ফ্র‍্যাঞ্চাইজিং গ. যৌথ উদ্যোগ ঘ. অংশীদারী

উত্তরঃ খ. ফ্র‍্যাঞ্চাইজিং

৪৩. হিসাব বিজ্ঞানকে বলা হয়

ক. ব্যবসায়ের চালিকাশক্তি খ. ব্যবসায়ের নীতি গ. ব্যবসায়ের দর্পণ ঘ. ব্যবসায়ের ভাষা

উত্তরঃ ঘ. ব্যবসায়ের ভাষা

৪৪. একটি দেশে শ্রম, জমি, বা মূলধনের সেবার জন্য প্রাপ্ত আয়ের সমষ্টিকে বলা হয়?

ক. গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট খ. গ্রস ডোমেস্টিক ইনকাম গ. ন্যাশনাল ইনকাম ঘ. গ্রস ন্যাশনাল ইনকাম

উত্তরঃ ঘ. গ্রস ন্যাশনাল ইনকাম

৪৫. বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কী?

ক. আতিয়ার রহমান খ. সালেহ উদ্দীন গ. ফয়সাল কবির ঘ. আব্দুর রউফ তালুকদার

উত্তরঃ ঘ. আব্দুর রউফ তালুকদার

৪৬. নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়?

ক. ঋণ নিয়ন্ত্রণ খ. মুদ্রা প্রচলন গ. সরকারের আর্থিক পরামর্শদাতা ঘ. আমানত সংগ্রহ

উত্তরঃ ঘ. আমানত সংগ্রহ

৪৭. নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়?

ক. HSBC খ. বাংলাদেশ শিল্প ব্যাংক গ. ইসলামী ব্যাংক ঘ. আরব বাংলাদেশ ব্যাংক

উত্তরঃ খ. বাংলাদেশ শিল্প ব্যাংক

৪৮. একটি দেশের উচ্চ মূল্যস্ফীতির নিচের কোনটি ঘটে না?

ক. বেকারত্বের হার বাড়ে খ. মূল্যস্তর বৃদ্ধি পায় গ. অর্থের মূল্য কমে ঘ. অর্থের সরবরাহ বাড়ে

উত্তরঃ ক. বেকারত্বের হার বাড়ে

৪৯. E-banking এর সমার্থক কোনটি?

ক. Tele Banking খ. Easy Banking গ. Automated Banking ঘ. Internet Banking

উত্তরঃ ঘ. Internet Banking

BPDB Junior Accounts Assistant Question Solve 2023

Today i.e. 10th November 2023 on Friday from 10-00 am to 11-00 pm the examination of BP DB Accounts Assistant post was held simultaneously with about 1 lakh 73 thousand students in different educational institute centers of Dhaka. In the said exam, Mcq size question papers out of 80 marks are provided on these 4 subjects Bengali English Maths General Knowledge.

At the end of the exam the candidates are looking for the question solutions because you know that after the completion of any job recruitment exam the question paper answers are submitted. Because of which a student cannot match the question paper with the answers even if he wants to. That is why we have put the solution in front of you.

৫০. বাংলাদেশে বর্তমানে মোট কত ধরনের ব্যাংক নোট প্রচলিত আছে?

ক. ৩টি খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি

উত্তরঃ গ. ৭টি

৫১. দাম বাড়লে যে সকল পণ্যের বিক্রয় বাড়ে সেগুলোকে বলা হয়-

ক. প্রয়োজনীয় পণ্য খ. ক্যাপিটাল পণ্য গ. পপিং পণ্য ঘ. গিফেন পণ্য

উত্তরঃ ঘ. গিফেন পণ্য

৫২. কোনটি বাংলাদেশের GI পণ্য নয়?

ক. ঢাকাই মসলিন খ. কালিজিরা চাল গ. রংপুরের শতরঞ্জি ঘ. দিনাজপুরের লিচু

উত্তরঃ ঘ. দিনাজপুরের লিচু

৫৩. “প্রাপকের হিসাবে দেয়” কথাটি কোন ধরনের চেকে লেখা থাকে?

ক. বাহক চেক খ. হুকুম চেক গ. ভ্রমণকারীর চেক ঘ. দাগকাটা চেক

উত্তরঃ ঘ. দাগকাটা চেক

৫৪. বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদিত বিক্রিত ও ব্যবহৃত দ্রব্যের উপর সরকার কর্তৃক আরোপিত করকে বলে-

ক. আয়কর খ. আবগারী কর গ. বিক্রয় কর ঘ. বাণিজ্য কর

উত্তরঃ খ. আবগারী কর

৫৫. নিচের কোনটি ব্যবস্থাপনার কাজ নয়?

ক. পরিকল্পনা খ. বিক্রয় গ. নিয়ন্ত্রণ ঘ. লিডিং

উত্তরঃ খ. বিক্রয়

৫৬. বাংলাদেশের শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম-

ক. বাংলাদেশ ব্যাংক খ. ডিএসই গ. বিএসইসি ঘ. এসবিসি

উত্তরঃ গ. বিএসইসি

৫৭. বিদ্যুৎ শক্তি’র বাণিজ্যিক একক কী?

ক. ওয়াট খ. ওয়াট ঘণ্টা গ. কিলোওয়াট ঘণ্টা ঘ. মিটার

উত্তরঃ গ. কিলোওয়াট ঘণ্টা

৫৮. বাংলাদেশে কোন উৎস থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়?

ক. তেল খ. জল গ. বায়ু ঘ. গ্যাস

উত্তরঃ ঘ. গ্যাস

৫৯. কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচাইতে বেশি?

ক. ভারত খ. জাপান গ. যুক্তরাজ্য ঘ. চীন

উত্তরঃ ঘ. চীন

৬০. বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই কোন দেশের?

ক. ইসরাইল খ. তাইওয়ান গ. দক্ষিণ আফ্রিকা ঘ. হাইতি

উত্তরঃ খ. তাইওয়ান

৬১. নিচের কোনটি পরোক্ষ কর নয়?

ক. ভ্যাট খ. আবগারী শুল্ক গ. সম্পূরক কর ঘ. আয়কর

উত্তরঃ ঘ. আয়কর

৬২. ডং কোন দেশের মুদ্রা?

ক. কোরিয়া খ. ভিয়েতনাম গ. লাওস ঘ. ম্যাকাও

উত্তরঃ খ. ভিয়েতনাম

৬৩. ব্যাংকে কোন ধরনের হিসাব থেকে বেশি সুদ/মুনাফা পাওয়া যায়?

ক. স্থায়ী হিসাব খ. চলতি হিসাব গ. সঞ্চয়ী হিসাব ঘ. যৌথ হিসাব

উত্তরঃ ক. স্থায়ী হিসাব

৬৪. কোনটি মূলধন জাতীয় খরচ নয়?

ক. বিদ্যুৎ বিল খ. যন্ত্রপাতি গ. আসবাবপত্র ঘ. বিদ্যুৎ এর মিটার

উত্তরঃ ক. বিদ্যুৎ বিল

৬৫. রাজস্ব ব্যয় বলতে বুঝায়?

ক. অফিসের দৈনন্দিন খরচ খ. গাড়ি ক্রয় গ. সঞ্চালন লাইন নির্মাণ ঘ. সাব-স্টেশন নির্মাণ

উত্তরঃ ক. অফিসের দৈনন্দিন খরচ

৬৬. কোন ধরনের চেক ব্যাংক হিসাবে জমা দিতে হয়?

ক. বাহকের চেক খ. ক্রসকৃত চেক গ. দুইজনের স্বাক্ষরিত চেক ঘ. অস্পষ্ট চেক

উত্তরঃ খ. ক্রসকৃত চেক

৬৭. পণ্যের দাম বাড়লে সরবরাহ-

ক. কমে খ. সমান থাকে গ. বাড়ে ঘ. খুব কমে

উত্তরঃ গ. বাড়ে

৬৮. ব্যাংকের হিসাবের সাথে অফিসের ক্যাশ বহি মিলিয়ে দেখাকে কি বলে?

ক. Bank Reconciliation Account খ. Bank Balance Statement গ. Cash and Bank Statement ঘ. Cash Deposit to Bank

উত্তরঃ ক. Bank Reconciliation Account

৬৯. বিক্রয়মূল্য আর ক্রয়মূল্যের পার্থক্যকে বলা হয়-

ক. আয় খ. মুনাফা গ. ক্রেডিট ঘ. মার্জিন

উত্তরঃ খ. মুনাফা

৭০. ব্যাংক হিসাবে টাকা জমা হলে ব্যাংক হতে আসা SMS এ কি লিখা থাকে?

ক. Dr. খ. Cr. গ. Br. ঘ. Lr.

উত্তরঃ খ. Cr.

৭১. কোন দেশের সহায়তায় ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ উৎক্ষেপণ করা হবে?

ক. যুক্তরাজ্য খ. ফ্রান্স গ. যুক্তরাষ্ট্র ঘ. চীন

উত্তরঃ সঠিক উত্তর নাই [সঠিক উত্তর হবে রাশিয়া]

৭২. সম্প্রতি মুক্তি পাওয়া ‘মুজিব একটি জাতির রুপকার চলচ্চিত্রের পরিচালকের নাম কি?

ক. শ্যাম বেনেগাল খ. শ্যামচরণ গ. গৌতম ঘোষ ঘ. আমির খান

উত্তরঃ ক. শ্যাম বেনেগাল

৭৩. শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নকশাকার কে?

ক. নাথানিয়েল ডানহাম খ. রবার্ট বাউপি গ. রোহানি বাহারিন ঘ. বোরহান রাব্বানী

উত্তরঃ গ. রোহানি বাহারিন

৭৪. দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

ক. টেকনাফ, কক্সবাজার খ. মংলা, বাগেরহাট গ. সুন্দরগঞ্জ, গাইবান্ধা ঘ. কাপ্তাই, রাঙ্গামাটি

উত্তরঃ গ. সুন্দরগঞ্জ, গাইবান্ধা

৭৫. রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত?

ক. ২০২০ মেগাওয়াট খ. ১৩২০ মেগাওয়াট গ. ১১১০ মেগাওয়াট ঘ. ১০২০ মেগাওয়াট

উত্তরঃ খ. ১৩২০ মেগাওয়াট

৭৬. বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক?

ক. সুইডেন খ. নিউজিল্যান্ড গ. অস্ট্রেলিয়া ঘ. ইংল্যান্ড

উত্তরঃ গ. অস্ট্রেলিয়া

৭৭. বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে কোন দেশ?

ক. ইংল্যান্ড খ. ইরাক গ. সৌদি আরব ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ ঘ. যুক্তরাষ্ট্র

৭৮. ২০২৩ সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম?

ক. আহাম্মদ মোহাম্মদী খ. নার্গিস মোহাম্মদী গ. নার্গিস আরশাদ ঘ. নার্গিস আল ইরানী

উত্তরঃ খ. নার্গিস মোহাম্মদী

৭৯. It is high time we ___ home. শূন্যস্থানে কী বসবে?

ক. return খ. had returned গ. had been returned ঘ. returned

উত্তরঃ ঘ. returned

৮০. He was angry ___ me for no reason.

ক. to খ. over গ. with ঘ. upon

উত্তরঃ গ. with

৮১. ‘A fair little girl set under a tree’- এই বাক্যটির preposition কোনটি?

ক. fair খ. little girl গ. under ঘ. tree

উত্তরঃ গ. under

৮২. The sum is ___ easier. শূন্যস্থানে কী বসবে?

ক. very খ. more গ. much ঘ. so

উত্তরঃ গ. much

৮৩. It is you who ___to blame. শূন্যস্থানে কী বসবে?

ক. was খ. is গ. are ঘ. has

উত্তরঃ গ. are

৮৪. The news shocked him. এর passive form হবে-

ক. He was shocked by the news. খ. He was shocked to the news.

গ. He is shocked to hear the news. ঘ. He was shocked at the news.

উত্তরঃ ঘ. He was shocked at the news.

৮৫. ‘Call it a day’ বাক্যটির সঠিক অনুবাদ কোনটি নয়?

ক. পুনরায় শুরু করা খ. কাউকে থেকে জানা গ. একটি স্মরনীয় দিন ঘ. একটি থেকে জানা

উত্তরঃ প্রশ্নে ভুল আছে। ‘Call it a day’ বাক্যটির সঠিক অনুবাদ কোনটি? হলে উত্তর হবে ক. পুনরায় শুরু করা।

৮৬. Which of the following words is an antonym for ‘Ingenious’?

ক. Crafty খ. Inane গ. Incompetent ঘ. Skillful

উত্তরঃ গ. Incompetent

৮৭. নিচের কোনটি singular number নয়?

ক. agenda খ. datum গ. ovary ঘ. each

উত্তরঃ ক. agenda

৮৮. The new king did not take after his father. এই বাক্যটির underline করা phrase টির সঠিক meaning কোনটি?

ক. follow খ. run after গ. contradict ঘ. resemble

উত্তরঃ ঘ. resemble

৮৯. কত মেগা বাইটে ১ গিগাবাইট?

ক. 2^10 খ. 2^18 গ. 2^15 ঘ. 2^100

উত্তরঃ ক. 2^10

৯০. CPU এর পূর্ণরূপ কী?

ক. Control Power Unit. খ. Central Processing Unit. গ. Computer Processing Unit. ঘ. Computer Power Unit.

উত্তরঃ খ. Central Processing Unit.

৯১. নিচের কোনটি Operating system নয়?

ক. MS Word খ. Windows 98 গ. DOS ঘ. LINUX

উত্তরঃ ক. MS Word

৯২. মাইক্রোসফট ওয়ার্ডে Ctrl+home কী বোর্ড কমান্ড দিলে কার্সর কোথায় যাবে?

ক. বর্তমান পৃষ্ঠার শুরুতে খ. পূর্ববর্তী পৃষ্ঠার শুরুতে গ. পূর্ববর্তী লাইনে ঘ. ডকুমেন্টের শুরুতে

উত্তরঃ ঘ. ডকুমেন্টের শুরুতে

৯৩. কোনটি ডাটাবেজ প্রোগ্রাম নয়?

ক. Oracle খ. Power Point গ. Fox Pro ঘ. MS Access

উত্তরঃ খ. Power Point

৯৪. নিচের কোনটি পূর্ণাঙ্গ ই-মেইল এড্রেস?

ক. raselyahoo.com খ. rasel.hahoo.com গ. rasel@com ঘ. rasel@yahoo.com

উত্তরঃ ঘ. rasel@yahoo.com

৯৫. Wi-Fi এর পূর্ণরূপ কী ?

ক. Wireless Internet খ. Wireless Field গ. Wireless Fibre ঘ. Wireless Fidelity

উত্তরঃ ঘ. Wireless Fidelity

৯৬. স্ক্যানার এক ধরনের-

ক. ইনপুট ডিভাইস খ. আউটপুট ডিভাইস গ. স্মৃতি ঘ. মাইক্রোপ্রসেসর

উত্তরঃ ক. ইনপুট ডিভাইস

৯৭. বাইনারি পদ্ধতির প্রতীক চিহ্ন হলো-

ক. ১ খ. ২ গ. ০ এবং ১ ঘ. ০ এবং ২

উত্তরঃ গ. ০ এবং ১

৯৮. ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?

ক. জন কাটম খ. মার্ক জুকারবার্গ গ. জ্যাক ডরসি ঘ. স্টিভ জবস

উত্তরঃ খ. মার্ক জুকারবার্গ

৯৯. কী বোর্ডের কতগুলো ফাংশন কী আছে?

ক. ৪টি খ. ৫টি গ. ১০টি ঘ. ১২টি

উত্তরঃ ঘ. ১২টি

১০০. ডেটাবেজের গুরুত্বপূর্ণ বিষয় হলো-

ক. ফর্মুলা খ. মেনু গ. ওয়ার্কশীট ঘ. ফিল্ড

উত্তরঃ ঘ. ফিল্ড

 

আরও দেখুন;- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) জুনিয়র হিসাব সহকারী পদের প্রশ্ন সমাধান ২০২৩

BBDB Accounts Assistant MCQ Question Answer 2023

Are you a candidate for Bangladesh Rural Power Development Board Accounts Assistant MCQ Exam? Searching for the solution of the exam questions held in? If yes then you have come to the right website. Because we have appeared in this episode with correct answers to every question.

And to find out the correct answers to each of these questions, we are going to publish 100% correct and accurate answers from various note books, text books and other websites in the form of PDF files by our team of experienced teachers, which can be downloaded from here.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button