BMET অফিস সহায়ক Mcq প্রশ্ন সমাধান ২০২৩
বিএমইটি অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন উত্তর ২০২৩
BMET অফিস সহায়ক Mcq প্রশ্ন সমাধান ২০২৩pdf ডাউনলোড করুন> বিসমিল্লাহির রাহমানির রাহিম আশা করি সকলে ভালো আছেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করতে চলেছি নতুন একটি চাকরি নিয়োগ পরীক্ষার আর্টিকেল। আমাদের আজকের আলোচ্য বিষয় জনশক্তি কর্মসংস্থানও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) অফিস সহায়ক শূন্য পদের mcq পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩। আপনারা যারা অফিস সহায়ক শূন্য পদের পরীক্ষার প্রার্থী রয়েছেন তাদের জন্য আমাদের আজকের এই আর্টিকেল অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আমরা পরীক্ষা শেষে প্রশ্নপত্র সংগ্রহ করে প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বিএমইটি অফিস সহায়ক শূন্য পদের প্রশ্ন সমাধান দেখতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
বিএমইটি অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩
১১ এ মে ২০২৩ তারিখে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ৭ টি ক্যাটাগরিতে মোট ৩০৪ টি শূন্য পদে কিছু দক্ষ বল নিয়োগের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। যার বিপরীতে দেশের ১ লক্ষ্য ৫ হাজার প্রার্থী শূন্য পদে চাকরি পাওয়ার আশায় অনলাইনে আবেদন করেন।যার ভিত্তিতে আজকে অফিস সহায়ক শূন্য পদের পরীক্ষার আয়োজন করা হয়েছে। তো পরীক্ষা শেষে আমরা প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
পদের নাম এবং শূন্যপদ:
১। কম্পিউটার অপারেটর – 85
২। স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর – 05
৩। স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর – 23
৪। উচ্চ বিভাগ সহকারী (ইউডিএ) – 08
৫। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর – 58
৬। ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর – 01
৭। অফিস শোহায়োক (অফিস সাপোর্ট স্টাফ) – 124
মোট শূন্যপদ: 304
BMET অফিস সহায়ক mcq প্রশ্ন উত্তর ২০২৩
১২৪ টি অফিস সহায়ক শূন্য পদে mcq পরীক্ষা আজ অর্থাৎ ৬ অক্টোবর ২০২৩ রোজ শুক্রবার সকাল ১০-০০ টা হইতে বেলা ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় প্রায় ৬০ হাজার প্রার্থী টাকার প্রতিষ্ঠান কেন্দ্রীয় মিলে পরীক্ষায় অংশগ্রহণ করেন। যেখানে(বাংলা-২০, ইংরেজি-২০, গণিত-১৫ ও সাধারণ জ্ঞান-১৫) সর্বমোট ৭০ নাম্বারের mcq আকারের প্রশ্ন পত্র প্রদান করা হয়েছিল। এবং প্রত্যেকটি প্রশ্নের মান এক নম্বর করে ছিল। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা প্রশ্ন সমাধান দেখতে চাই কারন সমাধান মিলে দেখতে পারলে তারা বুঝতে পারবে তাদের কয়টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে কয়টি ভুল হয়েছে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে কিনা এসব বিষয়ে। যার জন্য আপনাদের সামনে সঠিক উত্তরগুলো নিয়ে হাজির হয়েছি।
আরও দেখুন;- BMET Office Shohayok (Office Support Staff) Question Solution 2023 pdf
বিএমইটি অফিস সহায়ক প্রশ্ন সমাধান ২০২৩ pdf
আপনি কি? বিএমইটি অফিস সহায়শূন্য পদের একজন পরীক্ষার প্রার্থী? আপনি কি এই মুহূর্তে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধান খুজতাছেন? হ্যাঁ যদি খুঁজে থাকেন তাহলে সঠিক ওয়েবসাইটে এসে উপস্থিত হয়েছেন। কারণ আমরা পরীক্ষা শেষে আপনাদের কথা মাথায় রেখে একটি প্রশ্নের সঠিক উত্তর খুঁজে বের করার জন্য আমাদের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী টিম দ্বারা বিভিন্ন নোট বই টেক্সট বই সহ অন্যান্য ওয়েবসাইট থেকে সাহায্য নিয়ে ১০০% সঠিক ও নির্ভুল প্রশ্ন সমাধান আপনাদের মাঝে পিডিএফ আকারে প্রকাশ করেছি চাইলে এখান থেকেই ডাউনলোড করুন।
১. কোন বানানটি শুদ্ধ?
ক. ভূমিষ্ট খ. ভুমিষ্ট গ. ভূমীষ্ট ঘ. ভূমিষ্ঠ
উত্তরঃ ঘ. ভূমিষ্ঠ
২. বিদেশি শব্দ নয় কোনটি?
ক. গঞ্জ খ. চেয়ার গ. রেস্তোরাঁ ঘ. সাদা
উত্তরঃ ক. গঞ্জ [গঞ্জ দেশি শব্দ]
৩. ‘কলম’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. ফারসি খ. ইংরেজি গ. আরবি ঘ. হিন্দি
উত্তরঃ গ. আরবি
৪. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
ক. ঝরাপালক খ. বনফুল গ. পূরবী ঘ. শ্যামলী
উত্তরঃ ক. ঝরাপালক [ঝরাপালক জীবনানন্দ দাশ এর প্রথম কাব্যগ্রন্থ
৫. ‘ঊর্ণনাভ’ শব্দটি দিয়ে বুঝায়-
ক. উইপোকা খ. মৌমাছি গ. মাকড়সা ঘ. তেলাপোকা
উত্তরঃ গ. মাকড়সা
৬. Wisdom শব্দের বাংলা প্রতিশব্দ-
ক. প্রজ্ঞা খ. বুদ্ধি গ. চালাক ঘ. জ্ঞান
উত্তরঃ ক. প্রজ্ঞা
৭. কোনটি ‘ঘর’ শব্দের সমার্থক শব্দ নয়?
ক. নিকেতন খ. বিপণী গ. আলয় ঘ. ধাম
উত্তরঃ খ. বিপণী
৮. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণ কোনটি নির্দেশ করে?
ক. ঐচ্ছিক খ. ইচ্ছুক গ. ইচ্ছাময় ঘ. সদিচ্ছা
উত্তরঃ ক. ঐচ্ছিক
৯. ‘বিচিত চিন্তা’ কী জাতীয় রচনা?
ক. নাটক খ. উপন্যাস গ. ছোটগল্প ঘ. প্রবন্ধ
উত্তরঃ ঘ. প্রবন্ধ
১০. ‘জ্বিন-পরী’ কোন শব্দযোগে সাধিত?
ক. বিপরীতার্থক খ. সমার্থক গ. মিলনার্থক ঘ. বিরোধার্থক
উত্তরঃ গ. মিলনার্থক
১১. বাক্যের মৌলিক উপাদান কোনটি?
ক. বর্ণ খ. ধ্বনি গ. ভাষা ঘ. শব্দ
উত্তরঃ ঘ. শব্দ
১২. ‘যা বপন করা হয়েছে- এক কথায় প্রকাশ হলো-
ক. ব্যস্ত খ. উপ্ত গ. গুপ্ত ঘ. বর্ণিত
উত্তরঃ খ. উপ্ত
১৩. অনুসর্গ হলো এক ধরনের-
ক. অব্যয় খ. ক্রিয়া গ. সর্বনাম ঘ. সমাপিকা ক্রিয়া
উত্তরঃ ক. অব্যয়
১৪. কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি ?
ক. গীতাঞ্জলি খ. মেঘনাদবধ কাব্য গ. ছায়ানট ঘ. সোজন বাদিয়ার ঘাট
উত্তরঃ গ. ছায়ানট
১৫. ‘কুহক’ এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. কুহকিনী খ. কুহকীনি গ. কুহকী ঘ. কুহকি
উত্তরঃ ক. কুহকিনী
১৬. দন্ত-মূলীয় ব্যঞ্জনধ্বনি কোনটি?
ক. ধ খ. ফ গ. জ ঘ. স
উত্তরঃ ঘ. স
১৭. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
ক. পায়ের আওয়াজ পাওয়া যায় খ. একাত্তরের দিনগুলি গ. চিলেকোঠার সেপাই ঘ. আগুনের পরশমণি
উত্তরঃ ঘ. আগুনের পরশমণি
১৮. ‘বড়র পিরীতি বালির বাঁধ’ বাগধারাটির অর্থ হচ্ছে-
ক. ভঙ্গুর খ. চাপের মুখে ভেঙে যায় গ. একতরফা ঘ. কোনো বাধ্যবাধকতা নাই
উত্তরঃ ক. ভঙ্গুর খ
১৯. ‘বন্য’ শব্দের চলিত রূপ কোনটি?
ক. বনানী খ. বুনো গ. বন ঘ. বুন
উত্তরঃ খ. বুনো
২০. নিচের কোনটি একবচনের উদাহরণ?
ক. শিক্ষক পড়াচ্ছেন খ. মানুষ মরণশীল গ. লোকে বলে ঘ. রচনাবলি দিও
উত্তরঃ ক. শিক্ষক পড়াচ্ছেন
২১. ‘Botany’ is to ‘Plants’ as ‘Zoology’ is to-
ক. Flowers খ. Trees গ. Dear ঘ. Animals
উত্তরঃ ঘ. Animals
২২. Choose the correct sentence:
ক. It is I who is to blame. খ. It is who am to blame.
গ. It is I who are to blame. ঘ. It is me who are to blame.
উত্তরঃ খ. It is who am to blame.
২৩. What is the synonym of ‘Competent”?
ক. Circumspect খ. Discrete গ. Capable ঘ. Prudent
উত্তরঃ গ. Capable
২৪. Who is known as ‘the poet of nature’ in English literature?
ক. Lord Tennyson খ. John Milton গ. William Wordsworth ঘ. John Keats
উত্তরঃ গ. William Wordsworth
২৫. The meaning of ‘Crying need’ is-
ক. Useful খ. Very favorite গ. Urgent need ঘ. Valuable
উত্তরঃ গ. Urgent need
২৬. Put the correct article. He is ……. university student.
ক. an খ. a গ. the ঘ. that
উত্তরঃ খ. a
২৭. Smoking … our health.
ক. effect খ. affect গ. affects ঘ. affecting
উত্তরঃ গ. affects
২৮. He studies Bangla … Dhaka University.
ক. in খ. of গ. at ঘ. into
উত্তরঃ গ. at
২৯. The word ‘sibling’ means-
ক. a brother খ. a son গ. a brother or sister ঘ. a son or daughter
উত্তরঃ গ. a brother or sister
৩০. Who, which, what are-
ক. Demonstrative pronoun খ. Relative pronoun গ. Reflexive pronoun ঘ. Indefinite pronoun
উত্তরঃ খ. Relative pronoun
৩১. খ. Relative pronoun
ক. Let it be done at once. খ. Let it at once done. গ. Let it be at once done. ঘ. Let it done at once.
উত্তরঃ ক. Let it be done at once.
৩২. Choose correct words to complete the sentence: This balm has lessened your pain-
ক. doesn’t it? খ. hasn’t it? গ. will it? won’t it?
উত্তরঃ খ. hasn’t it?
৩৩. Correct spelling is-
ক. Qestionnaire খ. Questionneire গ. Questionere ঘ. Questionnaire
উত্তরঃ ঘ. Questionnaire
৩৪. I wish you… the problem.
ক. have solve খ. shall solve গ. could solve ঘ. can solve
উত্তরঃ গ. could solve
৩৫. ‘Camouflage’ means-
ক. Hide খ. Disguise গ. Cover ঘ. None of above
উত্তরঃ খ. Disguise
৩৬. Which two cities are referred in ‘A tale of Two Cities’.
ক. Paris and Mexico City খ. London and Rome গ. Paris and Athens ঘ. London and Paris
উত্তরঃ ঘ. London and Paris
৩৭. The price of rice is-
ক. rising খ. raising গ. risen ঘ. raised
উত্তরঃ ক. rising
৩৮. A remedy for all diseases.
ক. Drug খ. Antiseptic গ. Panacea ঘ. Cure
উত্তরঃ গ. Panacea
৩৯. ‘Justice delayed is justice denied’ was stated by-
ক. Disraeli খ. Gladstone গ. Emerson Shakespeare
উত্তরঃ খ. Gladstone
৪০. ‘Once in a blue moon’ means-
ক. always খ. very rarely গ. nearly ঘ. hourly
উত্তরঃ খ. very rarely
৪১. জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়-
ক. ১৯ মার্চ, ১৯৬৯ খ. ২১ ফেব্রুয়ারি, ১৯৫২ গ. ১৬ ডিসেম্বর, ১৯৭১ ঘ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
উত্তরঃ ঘ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
৪২. প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশী নারী কে?
ক. শারমিন সুলতানা শিরিন খ. জান্নাতুল ফেরদৌস গ. নিশাত মজুমদার ঘ. ওয়াসফিয়া নাজরীন
উত্তরঃ গ. নিশাত মজুমদার
৪৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
ক. ৩টি খ. ২টি গ. ৪টি ঘ. ৫টি
উত্তরঃ গ. ৪টি
৪৪. আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে?
ক. ১৮ ডিসেম্বর খ. ৩০ ডিসেম্বর গ. ৫ জুন ঘ. ১৫ জুন
উত্তরঃ ক. ১৮ ডিসেম্বর
৪৫. বাংলাদেশ কত তম নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ?
ক. ৫৫ খ. ৫৬ গ. ৫৭ ঘ. ৫৮
উত্তরঃ গ. ৫৭
৪৬. কোনো বস্তুর ওজন কোথায় বেশি?
ক. পাহাড়ের উপর খ. বিষুব অঞ্চলে গ. মেরু অঞ্চলে ঘ. খনির ভিতর
উত্তরঃ গ. মেরু অঞ্চলে
৪৭. ‘ইরাটম’ কী?
ক. উন্নত জাতের পাট খ. উন্নত জাতের ধান গ. উন্নত জাতের গম ঘ. উন্নত জাতের ইক্ষু
উত্তরঃ খ. উন্নত জাতের ধান
৪৮. ‘কিয়োটো প্রটোকল’ কীসের সাথে সম্পর্কিত?
ক. শান্তি খ. বাণিজ্য গ. কৃষি ঘ. পরিবেশ
উত্তরঃ ঘ. পরিবেশ
৪৯. ‘Leaving no one behind ’- কোনটির মূলনীতি?
ক. এমডিজি খ. ডেল্টা প্ল্যান গ. এসডিজি ঘ. রূপকল্প-২০২১
উত্তরঃ গ. এসডিজি
৫০. ‘ব্লু-ইকোনমি’ কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
ক. বনজ অর্থনীতি খ. সমুদ্র অর্থনীতি গ. খনিজ অর্থনীতি ঘ. ব্যস্টিক অর্থনীতি
উত্তরঃ খ. সমুদ্র অর্থনীতি
৫১. ভার্চুয়াল রিয়ালিটিতে কী ধরনের ইমেজ তৈরি হয়?
ক. এক-মাত্রিক খ. দ্বি-মাত্রিক গ. ত্রি-মাত্রিক ঘ. বহুমাত্রিক
উত্তরঃ গ. ত্রি-মাত্রিক
৫২. HTTP এর পূর্ণরূপ কী?
ক. Higher Text Transfer Protocol খ. Hyper Text Transfer Protocol
গ. Higher Transfer Text Protocol ঘ. Hyper Transfer Text Protocol
উত্তরঃ খ. Hyper Text Transfer Protocol
৫৩. চিন্তা করার ক্ষমতা নিচের কোন প্রযুক্তির?
ক. বায়োইনফরমেটিক্স খ. রোবটিক্স গ. ইনফরমেটিক্স ঘ. বায়োমেট্রিক্স
উত্তরঃ খ. রোবটিক্স
৫৪. ডাটাবেজের ভিত্তি কোনটি?
ক. রেকর্ড খ. টেবিল গ. ইনডেক্স ঘ. ফিল্ড
উত্তরঃ ঘ. ফিল্ড
৫৫. কোনো প্রতিষ্ঠান, কোম্পানি’র বা ব্যক্তির নিজস্ব ওয়েব পেইজকে কী বলে?
ক. হোম পেইজ খ. ওয়েব পেইজ গ. ওয়েবসাইট ঘ. ওয়েব এড্রেস
উত্তরঃ গ. ওয়েবসাইট
৫৬. ১৫% ছাড়ে ১২০ টাকা মূল্যের বই কত টাকায় বিক্রয় হবে?
ক. ৯৫ খ. ১০০ গ. ১০২ ঘ. ১০৫
উত্তরঃ গ. ১০২
৫৭. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৮৫ হয়। সংখ্যাটি কত?
ক. ১৫ খ. ১৬ গ. ১৭ ঘ. ১৮
উত্তরঃ গ. ১৭
৫৮. ১ + ২ + ৩ + ৪ + …. + ২০ = কত?
ক. ১৯০ খ. ২০০ গ. ২১০ ঘ. ২২০
উত্তরঃ গ. ২১০
৫৯. a + b = 4, a – b = 2 হলে ab =?
ক. 3 খ. 4 গ. 5 ঘ. 6
উত্তরঃ ক. 3 খ
৬০. একটি সমকোণী ত্রিভুজের দুটি কোণের সমষ্টি ১৭০ ডিগ্রি হলে অপর কোণটির মান কত ডিগ্রি?
ক. ৯০ খ. ৭০ গ. ১০ ঘ. ২০
উত্তরঃ গ. ১০
৬১. ০.১ × ০.০১ × ০.০০১ = ?
ক. ০.১ খ. ০.০১ গ. ০.০০০১ ঘ. ০.০০০০০১
উত্তরঃ ঘ. ০.০০০০০১
৬২. একটি ক্লাসে ৬৪০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। ৪০% ছাত্র হলে ছাত্রী সংখ্যা কত?
ক. ৩৪০ খ. ৩৮৪ গ. ৩৯৪ ঘ. ২৫৬
উত্তরঃ খ. ৩৮৪
৬৩. একটি চাকার পরিধি ২ মিটার হলে ১০ কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
ক. ৫০০০ খ. ২০০০ গ. ৫০০ ঘ. ২০০
উত্তরঃ ক. ৫০০০
৬৪. একটি বর্গাকার মাঠের পরিসীমা ৮ মিটার হলে মাঠের ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক. ১৬ খ. ৯ গ. ৪ ঘ. ২
উত্তরঃ গ. ৪
৬৫. ৪ ÷ ২ + ২ × ১.৫−০.৫ + ০.২৫ = ?
ক. ৫.০০ খ. ৪.৫০ গ. ৪.৭৫ ঘ. কোনটি নয়
উত্তরঃ
৬৬. কোন শ্রেণীতে ২৫ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১১ বছর হলে শিক্ষকের বয়স কত বছর?
ক. ২৬ খ. ৩৬ গ. ৩৮ ঘ. ৪৮
উত্তরঃ খ. ৩৬
৬৭. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৬ বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ হলে পুত্রের বয়স কত বছর?
ক. ৫৭ খ. ২৩ গ. ১৯ ঘ. ২৭
উত্তরঃ গ. ১৯
৬৮. যদি ডালের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কী পরিমাণ কমালে খরচের পরিমাণ একই থাকবে?
ক. ২৫% খ. ২০% গ. ৭৫% ঘ. ১৫%
উত্তরঃ খ. ২০%
৬৯. নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম?
ক. ১৫/১৭ খ. ১১/১৫ গ. ৭৫/৮৩ ঘ. ১০/১১
উত্তরঃ ঘ. ১০/১১
৭০. দু’টি বৃত্তের ব্যসের অনুপাত ৩ : ২ হলে বৃত্ত দু’টির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
ক. ২ : ৩ খ. ৯ : ৪ গ. ৪ : ৯ ঘ. ৪ : ৩
উত্তরঃ খ. ৯ : ৪
উপসংহার
পরিশেষে বি এম ই টি অফিস সহায়ক শূন্য পদের পরীক্ষার প্রশ্নের সমাধান আমরা আপনাদের মাঝে সঠিক নির্ভুলভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি প্রশ্ন সমাধানটি দেখতে পেয়ে আপনার উপকৃত হয়েছে। সকল চাকরির বিষয় প্রশ্ন সমাধান পরীক্ষার রেজাল্টসহ অন্যান্য বিষয় চাকরির পেতে আমাদের ওয়েবসাইটটি লগইন করুন আপনাদের বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন।