[বিবিএএল] বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখিত পরীক্ষার তারিখ ২০২৩

বিসমিল্লাহির রাহমানির রাহিম আশা করি সকলেই ভাল আছেন সকল সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করতে যাচ্ছি নতুন সরকারি চাকরির পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড সম্পর্কে সকল বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। উক্ত পড়বে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিবিএএল) নিয়োগ পরীক্ষার তারিখ ও অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্পর্কে তথ্য দিব। তাই আপনি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য একজন প্রার্থী হয়ে থাকেন। তাহলে আপনাদের আমাদের এই আর্টিকেলের সঙ্গেই থাকুন এবং আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখিত পরীক্ষার তারিখ ২০২৩

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান। পরিচালনার জন্য অনেক দক্ষ জনবলের প্রয়োজন পড়ে। তাই তারা প্রত্যেক বছরের মতো এ বছরও এটি নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ২৮ এ আগস্ট ২০২২ তারিখ এবং অনলাইনের আবেদনের শেষের তারিখ ছিল ৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে উক্ত পদে চাকরির আশায় দেশের লাখো বেকার শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করেন। আবেদন কার্যক্রম শেষ হলে পর্যায়ক্রমে তারা লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা  করেন। আপনাদের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড সম্পর্কে তথ্য তুলে ধরতে যাচ্ছি।

পদের নাম এবং শূন্যপদ:

১. সিস্টেম ইঞ্জিনিয়ার (বিভিন্ন) –২১

২. মেট্রোলজিস্ট – ০৪

৩. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (বিভিন্ন) – ০৫

৪. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট সেফটি/ফ্লাইট ডেটা মনিটরিং –০৪

৫. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণার্থী (সাধারণ) – ২৫

৬. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগ্যাল অ্যাফেয়ার্স/কোর্ট অ্যাফেয়ার্স – ০৩

৭. সহকারী ব্যবস্থাপক অডিট – ০১

৮. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস – ০৫

৯. মেডিকেল অফিসার – ০৩

১০. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (যাত্রী বিক্রয়/কার্গো বিক্রয়) –০১

১১. এয়ারক্রাফট ম্যাকানিক –৩০

১২. জুনিয়র টেইলর কাম আপহোলস্টার – ০৩

১৩. উপাদান ব্যবস্থাপনা সহকারী – ১০

১৪. পরিকল্পনা সহকারী – ০৭

১৫. গ্রাউন্ড সার্ভিস সহকারী – ১০০ জন

১৬. বাণিজ্যিক সহকারী – ৩০ জন

১৭. হিসাব সহকারী – ১০

১৮. নিরাপত্তা সহকারী – ১৪

১৯. অ্যাডমিন সহকারী – ২০ জন

২০. অডিট সহকারী –০৫

২১. শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট – ০৪

২২. প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট – ০২

২৩. জুনিয়র এয়ারকন সহকারী – ০১

২৪. জুনিয়র ওয়েল্ডার GSE – ০২

২৫. জুনিয়র পেইন্টার GSE – ০২

২৬. জুনিয়র মেকানিক (টায়ার) GSE – ০২

২৭. জুনিয়র এমটি মেকানিক – ০৯

২৮. জুনিয়র অপারেটর GSE (ক্যাজুয়াল) –১৯

২৯. জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল) – ১৭

৩০. জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) – ১০

৩১. এমটি অপারেটর (ক্যাজুয়াল) –৪০

৩২. সিকিউরিটি গার্ড (ক্যাজুয়াল) – ১০০জন

৩৩. কার্গো হেল্পার/ট্রাফিক হেল্পার (ক্যাজুয়াল) – ২০০

৩৪. এয়ারক্রাফট সুইপার (ক্যাজুয়াল) – ৪০ জন 

মোট শূন্যপদ: ৭৪৯

জুনিয়র অপারেটর GSE (ক্যাজুয়াল) পরীক্ষার তারিখ: ২৭ জানুয়ারী ২০২৩

অন্যান্য পোস্ট পরীক্ষার তারিখ: ২৮ জানুয়ারী ২০২৩

পরীক্ষার সময়ঃ বিকাল ৩.০০ টা

বিবিএএল লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচী প্রকাশ ২০২৩

বাংলাদেশ বিমান এয়ারলাইন্স (বিবিএএল) লিখিত পরীক্ষার তারিখ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশ বিমান এয়ারলাইন্স (বিবিএএল) এর ৩৪ টি ক্যাটাগরি ৭৪৯ টি শূন্য পদের  লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ এর জানুয়ারি ২০২৩ রোজ শুক্রবার ও ২৮ শে জানুয়ারি ২০২৩ রোজ শনিবার  পরীক্ষার সময় বিকাল ৩-০০ ঘটিকায়। পরীক্ষার কেন্দ্রস্থল;-  কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ খিলক্ষেত ঢাকা। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ৪ টি বিষয়ের উপর বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান মোট ৮০ মার্কের পরীক্ষা নেয়া হবে পরীক্ষায় কোন নেগেটিভ মার্কেটিং সিস্টেম থাকবে না। আপনারা যথা  সময় পরীক্ষার এডমিট কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষার কেন্দ্রে হাজির হবেন।

পদের নাম এবং শূন্যপদ:

১. জুনিয়র অপারেটর GSE (ক্যাজুয়াল) – ১০০

মোট শূন্যপদ: ১০০ জন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখিত পরীক্ষার তারিখ ২০২৩

BBAL লিখিত পরীক্ষার এডমিট কার্ড পিডিএফ ডাউনলোড ২০২৩

উপরের অংশ জানতে পেরেছেন বিবিএএল এর পরীক্ষার তারিখ সম্পর্কে সকল আলোচনা। এখন যারা উক্ত পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন। তারা হয়তো বা অনেকে জানেন না যে কিভাবে অনলাইনে মাধ্যমে এডমিট কার্ড ডাউনলোড করতে হয়। তাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার ল্যাপটপ ট্যাব ইত্যাদি দিয়ে আপনার বিমান এয়ারলাইন্স বাংলাদেশ বিবিএএল বিভিন্ন পদের এডমিট কার্ড ডাউনলোড করবেন।

১। এজন্য প্রথমে আপনাকে পরিদর্শন করতে হবে, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স (বিবিএএল) অধিদপ্তরে প্রবেশ পত্র সংগ্রহকৃত অফিচিয়াল ওয়েবসাইট http:/bbal.teletalk.com.bd তে জান।

২। উক্ত ওয়েবসাইটে গেলে আপনার সামনে দেখতে পারবে ❛ডাউনলোড এডমিট কার্ড❜ নামে একটি পেইজ আছে।

৩। এবার উক্ত পেইজে  আপনার ❛ইউজার আইডি❜ দিন।

৪। তারপর আপনার ❛পাসওয়ার্ড❜ দিন।

৫। এসকল ঘর সঠিক তথ্য দিয়ে পূরণ শেষে ❛সাবমিট❜ বাটুনে ক্লিক করুন

৬। নিচের অংশে দেখতে পারবেন আপনার ছবি সহ এডমিট কার্ড, ক্লিক করে ❛এডমিট কার্ড ডাউনলোড❜ করুন।

উল্লেখ্য;- যে, আপনার এডমিট কার্ডটি অবশ্যই প্রিন্ট করে নিতে হবে ।

আরও দেখুন;- Combined 9th Bank Senior Officer MCQ Exam Question Solution 2023

বাংলাদেশ ব্যাংক লিখিত ও mcq পরীক্ষার তারিখ ২০২৩

চূড়ান্ত শব্দ

উক্ত আর্টিকেলের উপরের অংশে তোলা ধরা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিবিএএল) পদের পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড সম্পর্কে সকল প্রক্রিয়া। আশা করছি ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই আপনা আপনার এডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন এবং পরীক্ষার তারিখ ও সময় জানতে পারবেন। এবং এ ব্যাপারে আপনাদের মনে কোন রকম প্রশ্ন থেকে থাকে তার নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমরা খুব দ্রুত তার সঠিক যাওয়ার দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের পরীক্ষা ভালো হওয়ার প্রত্যাশা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ  আল্লাহ হাফেজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button