বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড (BBAL) পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড ২০২৩
বিসমিল্লাহ রাহমানির রাহিম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা সবাই কেমন আছেন আশা করি ভালই আছেন। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি নিবন্ধন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের নিবন্ধটির বিষয় হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স (BBAL)ফিজিক্যাল ফিটনেস এন্ড মেডিকেল টেস্ট পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড সম্পর্কে সকল তথ্য বিস্তারিত আলোচনা করা হবে। আপনারা যারা এই পদের প্রার্থী তাদেরকে আমাদের আজকের এই নিবন্ধটির তে স্বাগতম। কারন আপনাদের জন্য এই পোস্টটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে পড়ুন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড (বিবিএএল)পরীক্ষার তারিখ ২০২৩
১৮ ই অক্টোবর ২০২২ তারিখে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স বিপিএল কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেন। এরই বিপরীতে অনলাইনের মাধ্যমে প্রায.১৫ হাজার ২৯২ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেন। আবেদন প্রক্রিয়া শেষ হয়েছিল ১৯ সেপ্টেম্বর.২০২২ তারিখে। এই একমাস যাবতীয় সকল কার্যক্রম শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বি (বিবিএ এল) তারা তাদের ফিজিক্যাল ফিটনেস এন্ড মেডিকেল টেস্ট পরীক্ষার তারিখ ডাউনলোড তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে।ইতিমধ্যেই যারা এই পদের প্রার্থী তারা হয়তো ভাবতেছেন পরীক্ষাটি কোথায় কখন কিভাবে অনুষ্ঠিত হবে। এই সকল প্রার্থীদের কথা ভেবেই আমরা আমাদের ওয়েবসাইট দ্বারা প্রকাশ করতে যাচ্ছি।
BBALফিজিক্যাল ফিটনেস এন্ড মেডিকেল টেস্ট পরীক্ষার তারিখ প্রকাশ২০২৩
ফ্লাইট স্টুয়ার্ড এর ১০০ টি শূন্য পদে জন্য (বিবিএএল)ফিজিক্যাল ফিটনেস এন্ড মেডিকেল টেস্ট পরীক্ষার ব্যবস্থা করেছে তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার তারিখ। ১০ শে জানুয়ারি২০২৩ রোজ মঙ্গলবার থেকে শুরু করে সাপ্তাহিক ছুটির দিন বাদে ১৯ জানুয়ারি .২০২৩মঙ্গলবার পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষাটির কেন্দ্র;- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কুর্মিটোলা ঢাকা। পরীক্ষাটি প্রার্থীরা করোনাভাইরাস এর জন্য অবশ্যই মাক্স পরিধান করে এবং প্রবেশপত্র সঙ্গে নিয়ে যথাসময়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে।
১। ফ্লাইট স্টুয়ার্ডেস – ১০০ জন
মোট শূন্যপদ: ১০০ জন
মেডিকেল পরীক্ষার তারিখ: ১০ থেকে ১৯ জানুয়ারী ২০২৩
(বিবিএএল) পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২৩
আপনি কি? বাংলাদেশ বিমান এয়ারলাইন্স (বিবিএএল) পদের পরীক্ষার চাকরি প্রত্যাশী প্রার্থী, আপনি কি? উক্ত বিষয়ে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের পদ্ধতি খুঁজতেছেন। হ্যাঁ তাহলে সঠিক জায়গায় এসেছেন আমরা আপনাদের দেখাবো কিভাবে অতি সহজে এডমিট কার্ড ডাউনলোড করা যায়। এই ধাপে তাঁদের দেখাবো, যে কিভাবে আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার, ল্যাপটপ/ ট্যাব দিয়ে আপনার বিমান এয়ারলাইন্স (বিবিএএল) পদের প্রবেশপত্র টি ডাউনলোড করবেন ।
১/এজন্য প্রথমে আপনাকে পরিদর্শন করতে হবে, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স (বিবিএএল) অধিদপ্তরে প্রবেশ পত্র সংগ্রহকৃত অফিচিয়াল ওয়েবসাইট http:/bbal.teletalk.com.bd তে জান।
২/উক্ত ওয়েবসাইটে গেলে আপনার সামনে দেখতে পারবে ❛ডাউনলোড এডমিট কার্ড❜ নামে একটি পেইজ আছে।
৩/এবার উক্ত পেইজে আপনার ❛ইউজার আইডি❜ দিন।
৪/তারপর আপনার ❛পাসওয়ার্ড❜ দিন।
৫/এসকল ঘর সঠিক তথ্য দিয়ে পূরণ শেষে ❛সাবমিট❜ বাটুনে ক্লিক করুন
৬/নিচের অংশে দেখতে পারবেন আপনার ছবি সহ এডমিট কার্ড, ক্লিক করে ❛এডমিট কার্ড ডাউনলোড❜ করুন।
উল্লেখ্য;- যে, আপনার এডমিট কার্ডটি অবশ্যই প্রিন্ট করে নিতে হবে ।
আরও দেখুন;- [DAE রেজাল্ট] কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরীক্ষার ফলাফল ২০২৩
বাংলাদেশ দুধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা) পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ২০২৩
উপসংহার
এতক্ষণ ধরে আপনাদের কে বোঝানোর চেষ্টা করলাম যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স (বিবিএএল) ফিজিক্যাল ফিটনেস এন্ড মেডিকেল টেস্ট পরীক্ষা তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড সম্পর্কে। আশাকরি সকলেই বুঝতে পেরেছেন। একসাথে জানতে চাই বিবিএল পরীক্ষার প্রশ্ন সমাধান সহ পরীক্ষার ফলাফল পেতে আমাদের ওয়েবসাইটির সঙ্গে থাকুন এবং পেইজে ফলো দিয়ে রাখুন। এই বলে ওর কথা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ।