[বাপেক্স] নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩
বরাবরের মতো হাজির হলাম নতুন আরেকটি পোস্ট নিয়ে। আজকের বিষয় পেট্রোলিয়াম এক্সপ্রেশন এন্ড প্রোডাকশন (বাপেক্স) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩। আজকে আমাদের পোস্টের মাধ্যমে স্থান তুলে ধরতে চলেছি পেট্রোলিয়াম এক্সপ্রেশন এন্ড প্রোডাকশন বাপেক্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। আপনারা যারা বাপএক্স পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য আমাদের আজকের পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। উক্ত পদের পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরমালা সম্পূর্ণ দেখতে আমাদের পোস্টটি খুব মনোযোগ সহকারে পড়ুন।
পেট্রোলিয়াম এক্সপ্রেশন এন্ড প্রোডাকশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩
পেট্রোলিয়াম এক্সপ্রেশন এন্ড প্রোডাকশন লিমিটেড কোম্পানি ২৪ টি ক্যাটাগরিতে ৯০ টি শুন্য পদের জন্য।১৫ জুন .২০২২ তারিখে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দেন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের হাজারো বেকার বন্ধুরা উক্ত পথগুলোর চাকরি পাওয়ার আশায় অনলাইনে আবেদন করে। আবেদন প্রকাশ শেষ হল.৩ জানুয়ারি ২০২৩ পেট্রোলিয়াম এক্সপ্রেশন এন্ড প্রোডাকশন কর্তৃপক্ষ কর্তৃক পরীক্ষার তারিখ প্রকাশ করে। প্রকাশের পর তারা নিয়োগ পরীক্ষার আয়োজন করে এবং পরীক্ষাটি শেষ হলে সকালে প্রশ্ন সমাধান চাই আপনাদের কথা মাথায় রেখে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রশ্ন সমাধান দিতে চলেছি।
পদের নাম এবং শূন্যপদ:
১. সহকারী ব্যবস্থাপক (ভূতত্ত্ব) – ১৪
২. সহকারী ব্যবস্থাপক (জিওফিজিক্স) –০৮
৩. সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রনিক্স) – ০২
৪. সহকারী ব্যবস্থাপক (আইসিটি) – ০২
৫. সহকারী ব্যবস্থাপক (রসায়ন) – ০৬
৬. সহকারী ব্যবস্থাপক (মেডিকেল) – ০১
৭. সহকারী ড্রিলার – ০৪
৮. সহকারী ব্যবস্থাপক (সিভিল) – ০২
৯. সহকারী ব্যবস্থাপক (যান্ত্রিক) – ০৩
১০. সহকারী ব্যবস্থাপক (বৈদ্যুতিক) – ০২
১১. সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম) – ০২
১২. সহকারী ব্যবস্থাপক (রাসায়নিক) – ০২
১৩. সহকারী ব্যবস্থাপক (পরিবেশ) – ০১
১৪. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) –০৯
১৫. সহকারী ব্যবস্থাপক (হিসাব ও অর্থ) – ০৩
১৬. উপ সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) –০১
১৭. উপ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) – ০১
১৮. উপ সহকারী প্রকৌশলী (অটোমোবাইল) – ০১
১৯. উপ সহকারী প্রকৌশলী (সিভিল) -০১
২০. উপ সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রনিক) – ০২
২১. উপ সহকারী প্রকৌশলী (কম্পিউটার) –০১
২২. প্রশিক্ষণার্থী ড্রিলার – ১৪
২৩. সহকারী কর্মকর্তা (প্রশাসন) – ০৫
২৪. সহকারী কর্মকর্তা (হিসাব ও অর্থ) – ০৩
অফিসার পদে মোট শূন্যপদ: ৯০ জন
পরীক্ষার তারিখ: ২০ জানুয়ারী ২০২৩
বাপেক্স ভর্তি পরীক্ষার প্রশ্ন উত্তর ২০২৩
আজ অর্থাৎ ২০ জানুয়ারি ২০২৩ বাপেক্স ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হয় পরীক্ষাটি শুক্রবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত। পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হয় বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান হতে তার পুনমান ছিল ৭০ মার্ক। পরীক্ষাটি সম্পূর্ণ হওয়ার পর এই মুহূর্তে পরীক্ষার প্রার্থীরা তাদের পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখতে আগ্রহী। কেননা একটি সঠিক এবং নির্ভুল প্রশ্ন সমাধান বা উত্তরমালা দেখার মাধ্যমে পরীক্ষার্থীরা বুঝতে পারে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন কিনা। আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তরটি নিচে দেখুন।
বাপেক্স ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ pdf ডাউনলোড
আপনি কি? পেট্রোলিয়াম এক্সপ্রেশন এন্ড প্রোডাকশন (বাপেক্স) ভর্তি পরীক্ষার অংশ নিয়েছেন?এবং আপনি আপনার প্রশ্নপত্রটির ১০০% সঠিক এবং নির্ভুল উত্তর পেতে চান? যদি আপনি এইসব প্রশ্নগুলির সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছেন। কেননা আজকে আমরা আপনাদের সামনে বাপ এক্স ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তরমালা তুলে ধরার চেষ্টা করব। আমরা আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও নোট বই টেক্সট বই বিভিন্ন ওয়েবসাইট এবং প্রশ্ন সমাধানের টিম দ্বারা প্রদান করার চেষ্টা করেছি। আপনারা চাইলে এই অংশতে পিডিএফ সহ পুর উত্তর মারাঠি দেখতেও ডাউনলোড করে নিতে পারবেন।
বাংলা অংশের সমাধানঃ
শুদ্ধ বানান নির্ণয় করুনঃ
১. শুশ্রূষা
২. ভস্মীভূত
৩. দুষ্কৃতকারী
৪. অস্তায়মান
শব্দের অর্থ নির্ণয় করুনঃ
৫. অহর্নিশ = দিনরাত্রি
৬. চৌহদ্দি = সীমানা
৭. অর্ঘ = মূল্য [অর্ঘ্য অর্থ পূজার উপকরণ]
৮. চয়ন = সম্ভার
৯. আভরণ = অলংকার
১০. একাদশে বৃহস্পতি = সৌভাগ্যের বিষয়\
ইংরেজি অংশের সমাধানঃ
Find the meaning of the word.
১১. Exonerate = Acquit
১২. Perturb = Worry
১৩. Estrange = Alienate
১৪. Squander = Waste
১৫. Accolade = Honor
Fill in the blank (s).
১৬. You can only do it ——–my dead body.
(A) on (B) over (C) upon (D) under
উত্তরঃ over
১৭. I did not do it intentionally; it was totally——-.
(A) inadvertent (B) indeliberate (C) incendiary (D) inevitable
উত্তরঃ indeliberate
১৮. The present——– green forest of the area is a far cry from the dirty, foul smelling landfill that it was a decade ago.
(A) complete (B) beautiful (C) quiet (D) lush
উত্তরঃ lush
১৯. Please do not intrude———-my privacy.
(A) on (B) in (C) into (D) upon
উত্তরঃ into
২০. Today student should be reconciled———the way things are changing.
উত্তরঃ with
২১. Man who has committed such an ———crime must get the most severe punishment.
(A) abominable (B) unworthy (C) injurious (D) utmost
উত্তরঃ abominable
২২. Nelson Mandela will go ———-in history as one of the greatest men that ever lived.
(A) down (B) through (C) by (D) on
উত্তরঃ down
২৩. Before the ————of the Europeans in India, India was a free country.
(A) entry (B) emigration (C) advent (D) immigration
উত্তরঃ advent
২৪. The king———– the throne and became a hermit.
(A) abolished (B) abdicated (C) abated (D) adorned
উত্তরঃ adorned
২৫. Anwar was debarred———— appearing in the exam.
(A) of (B) against (C) with (D) from
উত্তরঃ from
সাধারণ জ্ঞান এবং কম্পিউটার অংশের সমাধানঃ
26. Gatwick Airport is located in
(A) UK (B) USA (C) Canada (D) Italy
উত্তরঃ UK
27. Which key combination is used to permanently delete a file or folder?
(A) Alt + delete (B) CTRL+defète (C) Shift + delete (D) End + delete
উত্তরঃ Shift + delete
28. What is the capital of Canada?
(A) Montreal (B) Toronto (C) Ottawa (D) Edmonton
উত্তরঃ Ottawa
29. India-Bangladesh Friendship Pipeline (IBFPL) will transport diesel from India to BPC depot in
(A) Tamabil (B) Akhaura (C) Benapole (D) Parbatipur
উত্তরঃ Parbatipur
30. In the digital world, loT stands for
(A) Internet of Technologies (B) Internet of Things
(C) Internet of Transmission (D) Intranet of Technologies
উত্তরঃ Internet of Things
31. Which country’s population has dropped for the first time since 1961?
(A) Japan (B) China (C) England (D) France
উত্তরঃ China
32. In Excel, the COUNTA() function
(A) counts cells having alphabets (B) counts empty cells
(C) counts cells having number (D) counts non-empty cells
উত্তরঃ counts cells having number
33. Keane Bridge is located in
(A) Bogra (B) Mymensingh (C) Khulna (D) Sylhet
উত্তরঃ Sylhet
34. The military operation carried out by the Pakistan Army in the erstwhile East Pakistan in March 1971 was named operation
(A) Searchlight (B) Jackpot (C) Blitz (D) Jinnah
উত্তরঃ Searchlight
35. Who won the Golden Boot award in 2022?
(A) Kylian Mbappe (B) Emiliano Martinez (C) Luka Modric (D) Lionel Messi
উত্তরঃ Kylian Mbappe
36. Who was the player of the tournament in ICC T20 World Cup 20222
(A) Ben Stokes (B) Curran (C) Babar Azam (D) Shaheen Afridi
উত্তরঃ Sam Curran [England]
37. The strait that runs between Asia and Europe is known as:
(A) Hormuz (B) Bosphorus (C) Bering (D) Malacca
উত্তরঃ Bosphorus
38. Historical Panam City is located in
(A) Dinajpur (B) Rangpur (C) Cumilla (D) Narayangonj
উত্তরঃ Narayangonj
39. Rabindra University is located at
(A) Mymensingh (B) Shahzadpur (C) Netrokona (D) Modhupur
উত্তরঃ Shahjadpur [Sirajganj]
40. Biontech, the company that invented COVID vaccine along with Pfizer, is a company.
(A) German (B) Swedish (C) French (D) Spanish
উত্তরঃ German
41. Bhasanchar is in the district of
(A) Rangamati (B) Cox’s Bazar (C) Noakhali (D) Laxmipur
উত্তরঃ Noakhali
42. Which of the following key combination is used to create a new document in MS Word?
(A) Ctrl+W (B) Shift+N (C) Ctrl+N (D) AR+N
উত্তরঃ Ctrl+N
43. The SDG goals are intended to be achieved by the year
(A) 2025 (B) 2030 (C) 2033 (D) 2041
উত্তরঃ 2030
44. How many teams will participate in FIFA World Cup 2026?
(A) 32 (B) 40 (C) 48 (D) 56
উত্তরঃ 48
45. Who is the new Prime Minister of New Zealand?
(A) Jacinda Ardern (B) Chris Hipkins (C) Carmel Sepuloni (D) Christopher Luxon
উত্তরঃ [সঠিক উত্তর নাই, সঠিক উত্তর Chris Hipkins, তিনি ২৫ জানুয়ারি ২০২৩ সালে প্রধানমন্ত্রী হন। এর আগে Jacinda Ardern প্রধানমন্ত্রী ছিলেন]
গণিত অংশের সমাধানঃ
46. Of the following, which is the closest to (6.01 x 501)/(25.05 x 19.99)?
(A) 6 (B) 8 (C) 10 (D) 15
উত্তরঃ 6
47. In a store, pens are sold for 25% less than the tag price. If a pen costs Tk. 48, what will be the tag price of the pen to make a 25% profit on its cost?
(A) 64 (B) 72 (C) 80 (D) None
উত্তরঃ 80
48. A train traveled p kms in 40 minutes and completed the remaining 200 kms of the trip in q minutes. What was its average speed, in km per hour for the entire trip?
(A) 60( p + 200 (40+ q) (B) 240/(p+q) (C) 4/(p+q) (D) None
উত্তরঃ 60( p + 200 (40+ q)
49. In an essay competition, a winner gets a prize of Tk 100 and a participant who does not win gets a prize of Tk 25. The total prize money distributed is Tk 3,000. Find the number of winners, if the total number of is 63
(A) 15 (B) 17 (C) 19 (D) 21
উত্তরঃ 19
50. At 8 am two trains started traveling towards each other from stations 300 Km apart. They passed each other at 12 noon. the same day. If the average speed of the faster train was 9 km more than that of the slower train, then what is the speed of the faster train in km/hr?
(A) 40 (B) 42 (C) 45 (D) None
উত্তরঃ 42
51. There are 8 marbles in a box – 6 red and 2 black. If you randomly pick 2 marbles simultaneously what is the probability that you will get one red and 1 black marble?
(A) 3/7 (B) 3/14 (C) 3/8 (D) None
উত্তরঃ 3/7
52. Jashim and Imran start walking from A to B at 5 and 3 km per hour respectively. Jashim reaches B and starts back for A. How far from B will he meet Imran if the distance between A and B is 32 km?
(A) 6 (B) 8 (C) 9 (D) 12
উত্তরঃ 8
53. Babu bought two varieties of pulse, costing Tk. 50 and Tk. 60 per Kg. each, and mixed them in some ratio. He then sold the mixture at Tk. 70 per kg., making a profit of 20 percent. What was the ratio of the mixture?
(A) 1:10 (B) 1:5 (C) 2:7 (D) None
উত্তরঃ 1:5
54. 3/8 of all applicants for a job are male. 3/4 of all applicants are rejected in the first round including 2/3 of all male applicants. What fraction of applicants remaining after the first round are male?
(A) 1/2 (B) 1/4 (C) 2/9 (D) None
উত্তরঃ 1/2
55. x, y are positive integers. When x is divided by y, the remainder is 5. If x/y=5.20, what is the value of x?
(A) 130 (B) 155 (C) 330 (D) 425
উত্তরঃ 130
In a talk show, there are 7 chairs in a row – opposite to the host of the program. Seven discussants – A, B, C, D, X, Y, and Z will participate in the talk show. The chairs are numbered 1 to 7 from left to right. The sitting plan must be done according to the following conditions:
A must occupy 1st, 2nd or 3rd chair. C must sit immediately before B.
D cannot sit in the 1st or last chair.
X must sit either in the 1st or last chair.
Y must be on one of the last three chairs.
56. Which of the following is an acceptable order for the arrangement?
(A) A, Z, C, D, Y, B, and X.
(B) C, B. A, D, Z, Y, and X.
(C) D, Z, A, C, B, X, and Y.
(D) X. A, Y, C, D, B, and Z.
57. If Z, D and A occupy three consecutive chairs – in the same order, then C must Occupy
(A) 2nd (B) 3rd (C) 4th (D) 5th
58. If C occupies the 1st who could occupy the fourth chair?
(A) A (B) B (C) B (D) Y
59. If Y occupies the sixth chair, C could occupy any chair except
(A) 1st (B) 2nd (C) 4th (D) 5th
60. If X occupies the last chair and A occupies the 2nd chair, who must occupy chair no 1?
(A) Y (B) Z (C) B (D) D
আরও দেখুন;- Combined 9th Bank Senior Officer MCQ Exam Question Solution 2023
বাংলাদেশ ব্যাংক লিখিত ও mcq পরীক্ষার তারিখ ২০২৩
সমাপ্তি
পরিশেষে বলতে চাই পেট্রোলিয়াম এক্সপ্রেশন এন্ড প্রোডাকশন বাপেক্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর সম্পূর্ণটাই দেওয়া হয়েছে। আমাদের করা উত্তরগুলো আশা করছি সঠিক তবে কোন প্রশ্ন উত্তর ভুল পেলে কমেন্ট বক্সে জানাবেন। সকলকে আন্তরিক ধন্যবাদ পুরো পোস্টটি পরিবেশন করার জন্য। বাপ এক্স নিয়োগ পরীক্ষার সকলকে ভালো ফলা ফলের প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।