বাংলাদেশ ব্যাংক অফিসার ক্যাশ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ pdf

ব্যাংক অফিসার  ক্যাশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৩

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভাল আছেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করতে চলেছি নতুন একটি চাকরি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সম্পর্কে আর্টিকেল। আমাদের আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় বাংলাদেশ ব্যাংক অফিসার  cash পদের mcq পরীক্ষার সমাধান ২০২৩। আপনারা যারা উক্ত শূন্য পদের পরীক্ষার ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য আমাদের আজকের আর্টিকেলটা অনেক গুরুত্বপূর্ণ হতে  যাচ্ছে। কারণ পরীক্ষা শেষে আমরা প্রত্যেকটি পরীক্ষার সঠিক প্রশ্ন সমাধান নিয়ে এই আর্টিকেলের মাধ্যমে উপস্থিত হব। যে আপনারা চাইলে এখান থেকেই দেখে মিলিয়ে নিতে  পারেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক সকল প্রশ্নের সঠিক উত্তরগুলি।

বাংলাদেশ ব্যাংক অফিসার  ক্যাশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৩

২০২২ সালের ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক অফিসার ক্যাশ পদের কিছু দক্ষ জনবল নিয়োগের উদ্দেশ্য কি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। যার বিপরীতে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার ৬৪১ জন প্রার্থী অনলাইনে মাধ্যমে আবেদন করেন আবেদন করার শেষের তারিখ ছিল ২২ শে ফেব্রুয়ারি ২০২২ সাল পর্যন্ত। অনলাইন আবেদন কার্যক্রম শেষ হলে ১০ ই জুলাই ২০২৩ তারিখে Mcq পরীক্ষার জন্য এটি  বিজ্ঞপ্তি প্রকাশ  করেছিলেন। যারে ভিত্তিতে আজ অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা পরীক্ষা শেষে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

পদের নাম: ক্যাশ অফিসার

শূন্যপদ: ২০০ (কম বা কম)

MCQ পরীক্ষার তারিখ: ২১ জুলাই ২০২৩
MCQ পরীক্ষার সময়: ১০.০০ AM থেকে ১১.oo AM

মোট MCQ প্রার্থী: ১৩৫৬৪১

সম্ভাব্য লিখিত পরীক্ষার তারিখ: ১৮ আগস্ট ২০২৩

অফিসার ক্যাশ পদের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

আজ অর্থাৎ ২১শে জুলাই ২০২৩ রোজ শুক্রবার সকাল ১০-০০ ঘটিকা হতে বেলা ১১-০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার  ক্যাশ পদের mcq আকারের পরীক্ষা। পরীক্ষাটি ঢাকার ৩৫ শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রে মিলে  অনুষ্ঠিত হয়েছিল। যেখানে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এই ৪ টি বিষয়ের উপরের ১০০ টি এম সি কিউ প্রশ্নের মাধ্যমে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিত হয়েছিলেন ১ লক্ষ ৩৫ হাজার ৬৪১ জন। পরীক্ষা শেষে প্রার্থীরা বাইরে এসে প্রশ্ন সমাধান  খুঁজে থাকেন। আর আমরা আপনাদের কথা মাথায় রেখেই এই পর্বে উপস্থিত হয়েছি আপনাদের কাঙ্খিত পরীক্ষার প্রশ্ন সমাধান  নিয়ে।

বাংলা অংশের সমাধানঃ

১. জীবনানন্দ দাশ এর প্রকাশিত প্রথম কবিতা কোনটি?

ক. বর্ষা আবাহন খ. ঝরাপালক গ. দেশবন্ধুর প্রয়াণে ঘ. মহাপৃথিবী

উত্তরঃ ক. বর্ষা আবাহন

২. ‘য’ এর উচ্চারণ স্থানগত অবস্থান কি?

ক. কণ্ঠ খ. তালব্য গ. দন্তমূলীয় ঘ. মূর্ধন্য ব্যঞ্জন

উত্তরঃ খ. তালব্য

৩. কোনটি নিলীন বর্ণ?

ক. অ খ. ই গ. আ ঘ. ও

উত্তরঃ ক. অ

৪. ‘এ’ এর বিকৃত উচ্চারণ কোনটি?

ক. এ্যা খ. অ্যা গ. এ ঘ. এঁ

উত্তরঃ খ. অ্যা

৫. ’ভবিষ্যৎ’ শব্দটির উচ্চারণ কোনটি?

ক. ভোবিশ্‌শত্‌ খ. ভবিশ্‌শতো গ. ভোবিষত ঘ. ভোবিষ্‌শ্‌ত

উত্তরঃ ক. ভোবিশ্‌শত্‌

৬. নিচের কোনটি সমীভবন এর উদাহরণ?

ক. করতে > কত্তে খ. লেবু > নেবু গ. শাক > শাগ ঘ. বসু > বোসু

উত্তরঃ সঠিক উত্তর নাই

৭. বাংলা একাডেমি কত সালে ‘প্রমিত বানানের নিয়ম’ প্রণয়ন করে?

ক. ১৯৯১ সালে খ. ১৯৯২ সালে গ. ১৯৩৬ সালে ঘ. ১৯৮৮ সালে

উত্তরঃ খ. ১৯৯২ সালে

৮. নিচের কোনটি শুদ্ধ?

ক. পোস্ট খ. স্টেশন গ. কর্ণেল ঘ. বামুন

উত্তরঃ প্রশ্ন অনুসারে সঠিক উত্তর নাই। এখানে কর্ণেল বানান ছাড়া সব বানানই শুদ্ধ।

৯. নিচের কোনটি সঠিক?

ক. √গৈ+ক্তি = গীতি খ, √গৈ+ক্তী = গীতি গ. গৈ+ক্তি = গিতী ঘ. গৈ+√ক্তি = গীতি

উত্তরঃ ক. √গৈ+ক্তি = গীতি

১০.রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে?

ক. মুকুট, ছুটি ও মুসলমানীর গল্প খ. কাবুলিওয়ালা, মুসলমানীর গল্প ও সমাপ্তি

গ. ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা ঘ. সমস্যাপূরণ, মুকুট ও সুভা

উত্তরঃ গ. ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা

১১. ‘এ ভরা বাদর, মাহ ভাদর শূন্য মন্দির মোর’- কে লিখেছেন?

ক. চণ্ডীদাস খ. বিদ্যাপতি গ. গোবিন্দ দাস ঘ. বিবেকানন্দ

উত্তরঃ খ. বিদ্যাপতি

১২. ‘গড্ডলিকা’ ছোট গল্প কার রচিত?

ক. রাজশেখর বসু খ. সুবেধ ঘোষ গ. প্রমথ চৌধুরী ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ ক. রাজশেখর বসু

১৩. অভিধানে কোন শব্দটি আগে বসবে?

ক. চাঁদা খ. চানা গ. চালা ঘ. চাঁটি

উত্তরঃ ঘ. চাঁটি

১৪. নিচের কোন শব্দটি তুর্কি শব্দ?

ক. ফিতা খ. পেয়ারা গ. কোর্মা ঘ. শিশি

উত্তরঃ গ. কোর্মা

১৫. উভয় পদের অর্থ প্রধান থাকে কোন সমাসে?

ক. অব্যয়ীভাব সমাস খ. তৎপুরুষ সমাস গ. দ্বন্দ্ব সমাস ঘ. বহুব্রীহি সমাস

উত্তরঃ গ. দ্বন্দ্ব সমাস

১৬. বাংলাদেশের প্রথম ছাপাখানা কোনটি?

ক. বার্তাবহ যন্ত্র খ. বাংলা প্রেস গ. রংপুর বার্তা ঘ. মিলন বার্তা প্রেস

উত্তরঃ ক. বার্তাবহ যন্ত্র

১৭. ‘যে অরণ্যে আলো নেই’ নাটক এর নাট্যকার হলেন

ক. সৈয়দ শামসুল হক খ. আলাউদ্দিন আল আজাদ গ. মমতাজউদ্দিন আহমেদ ঘ. নীলিমা ইব্রাহিম

উত্তরঃ ঘ. নীলিমা ইব্রাহিম

১৮. ‘জলে ফেলা’ বাগধারাটির অর্থ কি?

ক. সুপাত্রে পড়া খ. জলের নিত্য ব্যবহার গ. অপচয় করা ঘ. বিপদে পড়া

উত্তরঃ গ. অপচয় করা

১৯. ‘সব বিষয়ে অল্প জ্ঞান যার’ এক কথায় প্রকাশ –

ক. পল্লবগ্রাহী খ.সমা গ. অজয়া ঘ. স্মার্ত

উত্তরঃ ক. পল্লবগ্রাহী

২০. ‘তার দুই হাতেই আংটি’ বাক্যে ‘হাতেই’ শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে?

ক. দক্ষতা খ. প্রাচুর্যতা গ. আঙ্গুল ঘ. কর্তৃত্ব

উত্তরঃ গ. আঙ্গুল

২১. ‘রাজায় রাজায় যুদ্ধ হয়’ বাক্যে রাজায় রাজায় কোন ধরনের কর্তৃকারক?

ক. প্রযোজ্য কর্তা খ. ব্যতিহার কর্তা গ. সাধন কর্তা ঘ. উক্ত কর্তা

উত্তরঃ খ. ব্যতিহার কর্তা

২২. নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ?

ক. এবার মাছ ধরা যাক খ. তোমার বেড়ানো হলো গ. কোথা থেকে আসা হচ্ছে ঘ. সবকটি

উত্তরঃ ঘ. সবকটি

২৩. নিচের কোন উপসর্গটি বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে পাওয়া যায়?

ক. নি খ. কু গ. প্র ঘ. সা

উত্তরঃ ক. নি

২৪. নিচের কোনটি ব্যতিক্রম ?

ক. গীতাঞ্জলি খ. গীতালি গ. গীতবিতান ঘ. গীতিগুচ্ছ

উত্তরঃ ঘ. গীতিগুচ্ছ

২৫. ‘সত্য মিথ্যা’ ভাবানুবাদ উপন্যাসের লেখক কে?

ক. আলাউদ্দিন আল আজাদ খ. আবু রুশদ গ. আবুল মনসুর আহম্মেদ ঘ. আবুল ফজল

উত্তরঃ গ. আবুল মনসুর আহম্মেদ

ইংরেজি অংশের সমাধানঃ

২৬. Which of the following word is plural?

ক. Physics খ. Ethics গ. Scissors ঘ. News

উত্তরঃ গ. Scissors

২৭. Which one is noun?

ক. Nostalgic খ. Nostalgic গ. Nostalgica ঘ. Nostalgia

উত্তরঃ ঘ. Nostalgia

২৮. The term VIGOR is the same as –

ক. Warmth খ. Courage গ. Boldness ঘ. Strength

উত্তরঃ ঘ. Strength

২৯. ‍Synonym of the word ‘Prolific’ is –

ক. Plenty খ. Fertile গ. Conceptual ঘ. Predominant

উত্তরঃ ক. Plenty

৩০. Antonym of the word FRINGE is

ক. Center খ. Proximity গ. Breadth ঘ. Outlet

উত্তরঃ ক. Center

৩১. Which of the following is the opposite of the word BONDAGE?

ক. Liberty খ. Tharldom গ. Enslavement ঘ. Serfdom

উত্তরঃ ক. Liberty

৩২. Which one of the following is the analogy of TROPHY : CONTESTANT?

ক. Baton : Runner খ. Loan: Cashier গ. Honors : Student ঘ. Pride : Parent

উত্তরঃ গ. Honors : Student

৩৩. Which of the following resembles LOGIC : REASONING?

ক. Ethics : Behavior খ. Sensitivity : Morality গ. Bravery : Charisma ঘ. Creativity : Enthusiasm

উত্তরঃ ক. Ethics : Behavior

৩৪. Which one of the following is the analogy of BENCH : STOOL?

ক. Room : Veranda খ. Table : Cupboard গ. Cup : Saucer ঘ. Yardstick : Foot rule

উত্তরঃ গ. Cup : Saucer

৩৫, Fill in the gap in the sentence ‘He died ….. his country’ choosing right preposition?

ক. for খ. of গ. on ঘ. by

উত্তরঃ ক. for

৩৬. Fill in the gap of the sentence: ‘You cannot get this book … such a price.

ক. for খ. at গ. with ঘ. on

উত্তরঃ খ. at

৩৭. Which one of the following spelling is correct?

ক. Miscelaneous খ. Miscellaneous গ. Miscelaneous ঘ. Misellaneous

উত্তরঃ খ. Miscellaneous

৩৮. Choose the correct spelling from the following?

ক. Sunami খ. Shunami গ. Tsunami ঘ. Tsuname

উত্তরঃ গ. Tsunami

৩৯. Identify a substitute word for the following sentence: `A name wrongly or unsuitably applied to a person or an object’.

ক. Misnaming খ. Misnomer গ. Misreferring ঘ. Assigning

উত্তরঃ খ. Misnomer

৪০. Identify a substitute word for the following sentence ‘One who believes that all things and events in life are predetermined’-

ক. Egoist খ. Puritan গ. Fatalist ঘ. Tyrant

উত্তরঃ গ. Fatalist

৪১. Select the most appropriate option to complete the sentence: ‘Do not quarrel over the money. Share it …. the five of you’.

ক. among খ. between গ. equally ঘ. by

উত্তরঃ ক. among

৪২. Pick appropriate word and complete the sentence ‘ …. at the top my voice, I tried to warn everybody’.

ক. Having shouted খ. Being Shouted গ.Since I shouted ঘ. Shouting

উত্তরঃ ঘ. Shouting

৪৩. Which one of the following sentences is correct?

ক. I found his pulse খ. I examined his pulse গ. I saw his pulse ঘ. I felt his pulse

উত্তরঃ ঘ. I felt his pulse.

৪৪. The word ‘Itinerary’ means

ক. list of items to be discussed খ. list of events of a fixed time

গ. plan of a journey ঘ. record of events occurred in a day

উত্তরঃ গ. plan of a journey

৪৫. Choose from the following option for correction the underlined portion of the sentence ‘Matin is one of the few students who has brought real honor to the college.

ক.has brought real honor to খ. has really honored

গ. has brought real honor for ঘ. have brought real honor to

উত্তরঃ ঘ. have brought real honor to

৪৬. Which of the following option should be used to replace the underlined portion to correct the sentence ‘Arafat has the guts to rise from the occasion and come out successful’.

ক. to rise to খ. in rising from গ. to raise with ঘ. to rise against

উত্তরঃ ক. to rise

৪৭. What is the passive form of the sentence ‘I had already shown her photo to the policeman?’

ক. The policeman was already shown her photo খ. Her photo was already been shown to the policeman

গ. The policeman has already been shown her photo ঘ. The policeman had already been shown her photo

উত্তরঃ ঘ. The policeman had already been shown her photo

৪৮. Which of the following is a feminine gender?

ক. Swan খ. Baby গ. Niece ঘ. Dancer

উত্তরঃ গ. Niece

৪৯. Which of the following is correct?

ক. Neither the worker nor their leader were present খ. Neither the workers nor their leader was present.

গ. Neither the workers nor their leader were in presence. ঘ.Neither the workers nor their leader have presented.

উত্তরঃ খ. Neither the workers nor their leader was present.

৫০. In the sentence ‘I already told him about the party’. Here ‘already’ is –

ক. Adjective খ. Adverb গ. Preposition ঘ. Interjection

উত্তরঃ খ. Adverb

অফিসার ক্যাশ পরীক্ষার প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড ২০২৩

আপনি কি বাংলাদেশ ব্যাংক অফিসার ক্যাশ পদের এমসিকিউ পরীক্ষার একজন প্রার্থী? পরীক্ষার প্রশ্ন সমাধান অনুসন্ধান করতাছেন? হ্যাঁ যদি করে থাকেন তাহলে সঠিক ওয়েবসাইটে এসে উপস্থিত হয়েছেন। কারণ আমরা পরীক্ষা শেষে আমাদের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী টিম দ্বারা বিভিন্ন নোট বই টেক্সট বই সহ অন্যান্য ওয়েব সাইট থেকে সাহায্য নিয়ে ১০০% নিয়ে বলল সঠিক উত্তর গুলি আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে পিডিএফ ফাইল আকারে তুলে ধরা হবে। আপনারা চাইলে এখান থেকে তা ডাউনলোড করে মিলিয়ে দেখুন।

গণিত অংশের সমাধানঃ

৫১. 2^30 + 2^30 + 2^30 + 2^30 = ?

ক. 8^30 খ. 8^120 গ. 2^32 ঘ. 2^30

উত্তরঃ গ. 2^32

৫২. If the sum of 3 consecutive integer is 210, then the sum of the two smaller integer is –

ক. 139 খ. 140 গ. 141 ঘ. Cannot be determined

উত্তরঃ ক. 139

৫৩. If a2 + b2 = 45 and ab = 18, find 1/a + 1/b

ক. ⅓ খ. ½ গ. ⅔ ঘ. ¼

উত্তরঃ খ. ½

৫৪. If ax = b and by = a, then find the value of xy?

ক. 1 খ. 0 গ. a ঘ. y

উত্তরঃ ক. 1

৫৫. Students of a class stand in a queue. If Ratan is 19th in order from both ends, how many students are there in the queue?

ক. 20 খ. 37 গ. 38 ঘ. 39

উত্তরঃ খ. 37

৫৬. If 1 is added to the numerator of a fraction, the fraction becomes 1. If 1 is added to the denominator, the fraction becomes ½. Find the fraction.

ক. ⅓ খ. ½ গ. ⅔ ঘ. ¾

উত্তরঃ গ. ⅔

৫৭. The cost of 9 mangoes and 5 apples is equal to the cost of 7 mangoes and 8 apples. Find the ratio between the cost of 1 mango and the cost of one apple.

ক. 3 : 2 খ. 2 : 3 গ. 5 : 8 ঘ. 9 : 7

উত্তরঃ ক. 3: 2

৫৮. A shopkeeper has sufficient money to buy 50 books. On reduction in the price of each book by Tk. 4, he could buy 10 books more. How much money does he has?

ক. Tk. 1000 খ. Tk 1200 গ. Tk 1500 ঘ. Tk 2000

উত্তরঃ খ. Tk 1200

৫৯. A man deposits certain amount in his bank account. After a few days, he withdraw half of the money deposited and deposits Tk. 500 more. If he has a balance of Tk. 2000 in his bank account, find the amount deposited initially.

ক. Tk. 1500 খ. Tk. 2000 গ. Tk 2500 ঘ. Tk. 3000

উত্তরঃ ঘ. Tk. 3000

৬০. A worker earns Tk. 250 on the first day and spends tk. 200 on the second day, earns Tk. 250 on the third day and so no. On which day would he have had Tk. 1000?

ক. 20th day খ. 30th day গ. 31th day ঘ. 40th day

উত্তরঃ ঘ. 40th day

৬১. In a group of 135 persons, 50% people contributed tk. 40 each, 30% contributed Tk. 60 each and the remaining person contributed Tk. 80. Find the average contribution for the group.

ক. Tk. 50 খ. Tk. 54 গ. Tk. 60 ঘ. Tk. 62

উত্তরঃ খ. Tk. 54

৬২. The length of one side of a square inscribed in a circle is 2. What is the area of the circle?

ক. 2 খ. গ. 2 ঘ. 2

উত্তরঃ ঘ. 2

৬৩. If 4% of (P + Q) are 8 and P is a positive integer. What is the greatest possible value of Q?

ক. 200 খ. 199 গ. 198 ঘ. 196

উত্তরঃ খ. 199

৬৪. Income of A is 25% less than B. What percent B’s income would be more than A?

ক. 35% খ. 33.33% গ. 30% ঘ. 25%

উত্তরঃ খ. 33.33%

৬৫. If a rectangle’s length and width are both doubled, by what percent is the rectangle’s area increased?

ক. 50% খ. 100% গ. 200% ঘ. 300%

উত্তরঃ ঘ. 300%

৬৬. A box contains 90 nuts each of 100gm and 100 bolts each of 150 gm. If the entire box weights 35.5 kg. then find the weight of the empty box.

ক. 10.5 kg খ. 11 kg গ. 11.5 kg ঘ. 24kg

উত্তরঃ গ. 11.5 kg

৬৭. A wholesaler bought 1200 radios for Tk. 18 each. The wholesaler sold 60 percent of the radios for Tk. 30 each and the rest for Tk. 15 each. What is the wholesaler’s average (arithmetic mean) profit per radio?

ক. Tk. 6 খ. Tk. 5 গ. Tk. 4 ঘ. Tk. 3

উত্তরঃ ক. Tk. 6

৬৮. Eight people are planning to share equally the cost of a rental car. If one person withdraws from the arrangement and the others share equally the entire cost of the car, then the share of each of the remaining persons will be increased by-

ক. ⅛ খ. 1/7 গ.⅞ ঘ. None of these

উত্তরঃ খ. 1/7

৬৯. Eight people are planning to share equally the cost of a rental car. If one person withdraws from the arrangement and the others share equally the entire cost of the car, then the share of each of the remaining persons will be increased by-

ক. 1/8 খ. 1/7 গ. 7/8 ঘ. None of these

উত্তরঃ খ. 1/7

৭০. Present age of Fariha is thrice the present age of Samira who is 20. How many years ago was the age of Fariha five times that of Samira?

ক. 3 খ. 6 গ. 7.5 ঘ. 10

উত্তরঃ ঘ. 10

সাধারণ জ্ঞান ও আইসিটি অংশের সমাধানঃ

৭১. ‘Dengue’ is a-

ক. Latine word খ. English word গ. French word ঘ. Spanish word

উত্তরঃ ঘ. Spanish word

৭২. The duration of the ‘Eighth Five Year Plan’ is-

ক. July 2020- June 2028 খ. July 2020- June 2025

গ. July 2019- June 2026 ঘ. July 2021- Juny 2028

উত্তরঃ খ. July 2020- June 2025

৭৩. Who is the first female ‘Megseysey’ award winner in Bangladesh?

ক. Anwar Syed Haq খ. Mokbula Manzoor গ. Taherunnesa Abdullah ঘ. Tahmina Anam

উত্তরঃ গ. Taherunnesa Abdullah

৭৪. How many Bengalis have been with the ‘Knighthood’ title?

ক. 2 খ. 4 গ. 5 ঘ. 3

উত্তরঃ ঘ. 3

৭৫. Who is the designer of the official logo of the Bangladesh Government?

ক. A N A Saha খ. Kamrul Hasan গ. Narayan Das ঘ. Fazle Hasan

উত্তরঃ ক. A N A Saha

৭৬. Which Mughal Emperor is laid to rest in Yangon?

ক. Sher Shah খ. Elias Shah গ. Bahadur Shah ঘ. Jafar Shah

উত্তরঃ গ. Bahadur Shah

৭৭. Which of the following is the largest border in the world between two countries?

ক. USA-Canada খ. Russia-China গ. Brazil-Argentina ঘ. India-China

উত্তরঃ ক. USA-Canada

৭৮. Which country is called ‘Great Britain of the East’?

ক. Korea খ. Thailand গ. Japan ঘ. Bangladesh

উত্তরঃ গ. Japan

৭৯. ‘Hoplology’ is the study of what?

ক. Weapons খ. Fire গ. Animal ঘ. Weather

উত্তরঃ ক. Weapons

৮০. Which one is the ‘Tallest Mountain in our Solar System?’

ক. Mount Everest খ. Olympus Mons গ. Caloris Montes ঘ. Kangchenjunga

উত্তরঃ খ. Olympus Mons

৮১. What is Ervebo?

ক. Measles Vaccine খ. Polio Vaccine গ. Small Pox Vaccine ঘ. Ebola Vaccine

উত্তরঃ ঘ. Ebola Vaccine

৮২. Industrial shares considered as safe investment-

ক. Preferred Stock খ. Blue Chip গ. ESG Stocks ঘ. Value Stocks

উত্তরঃ খ. Blue Chip

৮৩. Bangladesh will graduate from LDC to developing country in-

ক. 2026 খ. 2023 গ. 2041 ঘ. 2071

উত্তরঃ ক. 2026

৮৪. As per the declaration of the government Bangladesh will turn into ‘Smart Bangladesh’ by-

ক. 2030 খ. 2026 গ. 2041 ঘ. 2071

উত্তরঃ গ. 2041

৮৫. Tax-free income for individuals in Bangladesh for the tax years 2023-2024 is-

ক. Taka 300, 000 খ. Taka 350, 000 গ. Taka 400, 000 ঘ. Taka 475, 000

উত্তরঃ খ. Taka 350, 000

৮৬. Value Added Tax (VAT) was introduced in Bangladesh in-

ক. 1991 খ. 2001 গ. 1881 ঘ. 2011

উত্তরঃ ক. 1991

৮৭. Which of the following is different?

ক. Nigeria খ. Niger গ. Namibia ঘ. Nicaragua

উত্তরঃ ঘ. Nicaragua

৮৮. The ICC World Cup 2023 is going to be hosted by-

ক. Australia খ. England গ. India ঘ. South Africa

উত্তরঃ গ. India

৮৯. Which sector has the largest share of the GDP of Bangladesh?

ক. Industry খ. Service গ. Agriculture ঘ. None of the above

উত্তরঃ খ. Service

৯০. The secretariat of BIMSTEC is located in-

ক. Dhaka খ. New Delhi গ. Bankok ঘ. Kathmandu

উত্তরঃ ক. Dhaka

৯১. A computer cannot do anything without a-

ক. Memory খ. Programme গ. Chip ঘ. Output device

উত্তরঃ খ. Programme

৯২. Which of the following is not computer hardware?

ক. Monitor খ. MS paint গ. Keyboard ঘ. RAM

উত্তরঃ খ. MS paint

৯৩. The command to reboot a computer is-

ক. Ctrl + Alt + Tab খ. Ctrl + Alt + Del

গ. Ctrl + Alt + Del ঘ. Ctrl + Alt + Shift

উত্তরঃ গ. Ctrl + Alt + Del

৯৪. Keys lebelled F1 to F12 are … kyes.

ক. Input খ. Output গ. Help ঘ. Function

উত্তরঃ ঘ. Function

৯৫. Which technology is used by cryptocurrencies?

ক. Database খ. Spreadsheet গ. Blockchain ঘ. Text file

উত্তরঃ গ. Blockchain

৯৬. Short cut to save a file is-

ক. Ctrl +s খ. Alt + s গ. Ctrl + F1 ঘ. Ctrl + 2

উত্তরঃ ক. Ctrl +s

৯৭. Which of the following is the strongest password?

ক. $XxY59*& খ. BCD1234 গ. A1B2C3D4 ঘ. PasSwOrD

উত্তরঃ ক. $XxY59*&

৯৮. RTGS is a-

ক. Payment system খ. Governance system গ. Righ-based group ঘ. An anti-virus software

উত্তরঃ ক. Payment system

৯৯. Which one of the following is an example of an operating system?

ক. Microsoft Word খ. Microsoft Excel গ. Microsoft Access ঘ. Microsoft Windows

উত্তরঃ ঘ. Microsoft Windows

১০০. The smallest unit in a digital system is a –

ক. Bit খ. Byte গ. Character ঘ. Kilobyte

উত্তরঃ ক. Bit

আরও দেখুন;- Bangladesh Bank Question Solution 2023 [Officer Cash MCQ Question Solve]

 উপসংহার

পরিশেষে  আমরা আমাদের উপরের অংশে সমাধান গুলি সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি প্রশ্ন সমাধানটি পেয়ে আপনাদের উপকারে এসেছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের যাবতীয় সকল চাকরির তথ্য এবং উক্ত পরীক্ষার ফলাফলটি সর্বপ্রথম সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট লগইন করুন এবং আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার  শেয়ার করুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button