বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS পরীক্ষার তারিখও সময়সূচি প্রকাশ ২০২২
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস পরীক্ষার তারিখ এডমিট কার্ড ডাউনলোড প্রকাশ করেছে। আপনারা যারা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চাকরি প্রত্যাশাই আবেদন করেছিলেন তাদের জন্য আনন্দের সংবাদ তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড ২০২২। প্রকাশ করেছে।আমরা আমাদের এই আর্টিকেলটি মাধ্যমে জানিয়ে দিতে চলেছি কবে কখন কোথায় কিভাবে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস পরীক্ষার তারিখ ২০২২
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেখানে প্রত্যেক বছরই অনেক দক্ষ জনবল নিয়োগের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করে থাকেন। প্রত্যেক বছরের ন্যায় এ বছরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেন। যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার প্রক্রিয়া দেন। আবেদনের তারিখ ছিল ২৭ জানুয়ারী ২০২২এবং শেষের তারিখ ছিল ১০ফেব্রুয়ারি ২০২২। ২১ টি ক্যাটাগরিতে মোট ৭১৪ টি শূন্যপদে দক্ষ জনবল নিয়োগের আশায় তারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে mcq আকারে পরীক্ষার তারিখ প্রদান করেছেন আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।
পদের নাম এবং শূন্যপদ:
১. সিনিয়র ড্রাফটসম্যান – ০১
২. কম্পিউটার অপারেটর – ০৪
৩. পরিসংখ্যান সহকারী – ১০৬
৪. জুনিয়র পরিসংখ্যান সহকারী –৪১৬
৫. ড্রাফটসম্যান –০১
৬. গণনাকারী – ০৭
৭. সম্পাদনা এবং কোডিং সহকারী – ১০
৮. হিসাবরক্ষক –০২
৯. ক্যাশিয়ার – ০৫
১০. ক্যাশিয়ার কাম ইউডিএ – ০১
১১. স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর – ১০
১২. জুনিয়র ড্রাফটসম্যান – ০১
১৩. ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর – ৪৩
১৪. ডুয়াল ডেটা অপারেটর – ০৩
১৫. কম্পিউটার টাইপিস্ট – ০৮
১৬. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট -১১
১৭. ড্রাইভার – ০৫
১৮. মেশিন ম্যান – ০১
১৯. চেইন ম্যান –৫৮
২০. অফিস সোহায়ক -২৩
২১. লোডার – ০২
মোট শূন্যপদ: ৭১৪
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS পরীক্ষার সময়সূচি প্রকাশ ২০২২
২১ ক্যাটাগরিতে মোট ৭১৪ টি শূন্যপদের জন্য বিবিএস এমসিকিউ পরীক্ষার তারিখ প্রধান করেন। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। MCQ পরীক্ষার তারিখ: ০২ ডিসেম্বর ২০২২থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৩পর্যন্ত।পর্যায়ক্রমে প্রত্যেক পদের ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন ভাবে পরীক্ষাটি গ্রহণ করবেন তাঁরা জানিয়েছেন পরীক্ষাটি শুরু করবেন সকাল .১০ টায় পরীক্ষাটি নেয়া হবে mcq আকারে ৭০ মার্ক উত্তর করতে হবে পরীক্ষাটি চারটি বিষয়ের উপর নেওয়া হবে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এখানে কোন নেগেটিভ মার্কেটিং থাকবে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রায় ২ লক্ষ ৫৭ হাজার ২৬০ জন প্রার্থী পরীক্ষার জন্য আবেদন করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছেন প্রত্যেক বছরের চেয়ে এবার অধিক সংখ্যক বেশি প্রার্থী হওয়ার কারণে তারা পরীক্ষাটি আলাদা আলাদা করে পরীক্ষাটি অনুষ্ঠিত করবেন। এবং তারা আরও জানিয়েছেন সবসময়ের খবরা-খবর আপনাদের মোবাইলের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
MCQ পরীক্ষার তারিখ: ০২ ডিসেম্বর ২০২২থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত
বিবিএস পরীক্ষার এডমিট কার্ড pdf ডাউনলোড ২০২২
বিবিএস এমসিকিউ পরীক্ষার জন্য ২ লক্ষ ৫৭ হাজার ২৬০ জন প্রার্থী অনলাইনে আবেদন করেছেন। যারা প্রত্যেকেই বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরীক্ষার অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন। আমাদের দেশে বেশির ভাগই লোক শিক্ষিত কিন্তু কেন জানি প্রযুক্তির কাছে আমরা একটু পিছিয়ে। প্রায় 85% পরীক্ষার্থী আছে যারা কিভাবে অনলাইনের মাধ্যমে পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করা যায় তা জানে না।তাদের জন্য আমার এই আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে নিম্নাংশে দেখাবো অতি সহজেই কিভাবে অনলাইনের মাধ্যমে এডমিট কার্ড ডাউনলোড করা যায়।
BBSপরীক্ষার প্রবেশপত্র pdf ডাউনলোড করার নিয়ম ২০২২
বর্তমানে নিয়োগ থেকে শুরু করে একাডেমিক, ভর্তি সকল পরীক্ষার এডমিট কার্ড অনলাইনে মাধ্যমে ডাউনলোড করা যায় । যেখানে আপনি কিছু সহজ নিয়মনীতি অনুসরণ করে মুহুতেই ডাউনলোড করে নিতে পারবেন আপনার প্রবেশপত্র। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তাদের নিজস্ব ওয়েবসাইটে BBS এর পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র ডাউনলোড ২০২২ প্রকাশ করেছে। BBS ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে খুব সহজ এবং দ্রুত সময়ের মাঝে ডাউনলোড করে নিতে নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করুন।
১। প্রথমে bbs.teletalk.com.bd এই ওয়েবসাইটে যান।
২।তারপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করুন,.৩
৩।তারপর সাবমিট বাটনে ক্লিক করুন,
৪।আপনি আপনার bbs পরীক্ষা এবং প্রবেশপত্র পাবেন।
৫।তারপরে A4 সাইজের কাগজে আপনার প্রবেশপত্র প্রিন্ট করুন
bbs আসন পরিকল্পনা ডাউনলোড করুন।
আরও দেখুন;- বাংলাদেশ ব্যাংক এর অফিস জেনারেল পদের MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২
রংপুর ভ্যাট কমিশনারেট লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ ২০২২
উপসংহার
আপনাদের মাঝে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরীক্ষার তারিখ ও সময়সূচি এবং কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন। সকল তথ্য তুলে ধরতে পেরেছি বলে মনে করি। আপনারা আমাদের ওয়েবসাইটের সঙ্গেই থাকুন কারণ আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস পরীক্ষার ফলাফল ও প্রশ্ন সমাধান এবং অন্যান্য সকল বিষয়ের তথ্য আমাদের ওয়েবসাইটে দ্বারা দিয়ে থাকি।