বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ(BIWTA) পরীক্ষা তারিখ ও সময়সূচি২০২২
বিসমিল্লাহির রহমানির রহিম, সুপ্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা আশা করি আপনারা ভালো ও সুস্থ রয়েছেন। আজ আমরা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ পরীক্ষার তারিখ এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কিছু তথ্য। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার সময়,স্থান ও এডমিট কার্ড ডাউনলোড প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পরীক্ষার সময় জানতেও এডমিট কার্ড ডাউনলোড করতে আমাদের পুরা ডিটেলস শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে পড়বেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা তারিখ ও সময়সূচি প্রকাশ ২০২২
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ তাদের নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইটে পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে। তাদের ওয়েবসাইটে প্রকাশ করার পর আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করতে চলেছি। যার ফলে আমরা খুব সহজেই বুঝতে পারবেন পরীক্ষাটি কবে কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে। দক্ষ জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ২৪ টি ক্যাটাগরিতে মোটভ ৩৬৩ জন শূন্য পদ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে অনলাইন আবেদন করেছেন তাদের জন্য সুখবর কারন আপনাদের পরীক্ষার তারিখ প্রকাশ করেছে। ২৪ টি ক্যাটাগরির মধ্যে ১০ টি ক্যাটাগরির লিখিত পরীক্ষার তারিখ আগামী ২৫ নভেম্বর ২০২২ রোজ শুক্রবার সকাল ১১-০০ টায় শুরু হবে।
পদের নাম এবং শূন্যপদ
1. লেকট্রিক মেকানিক (স্যালভেজ জাহাজ)ইলেক্ট্রিশিয়ান(জাহাজ) –১০
2. উপসহকারী প্রকৌশলী (পুর-কৌশল) এষ্টিমেটর (সিভিল) – ১০
3. ওয়েল্ডার –০৫
৪। কনিষ্ঠ নদী জরিপকারী –০৬
5. কম্পিউটার আপরেটর – ১০
6. কারিগরি সহকারী – ২০
7. কারিগরি সহকারী (মেরিন/ডিজেল/জাজ নির্মাণ/মেকান সংযুক্ত) – ২০
8. কারিগরী সহকারী (টড়িৎ)- ১৫
9. গ্রীজার – ৬১
10. ড্রাইভার – ১০
11. তড়িৎ প্রকৌশলী –০২
12. তত্ত্বাবধায়ক (টড়িৎ), উর্দ্ধতন কারিগরী সহকারী (টড়িৎ), উপ-সহকারী প্রকৌশলী (ত্বড়িৎ)-০৭
13. তত্ত্বাবধায়ক-কাম-রক্ষণাবেক্ষণকারী , গুদাম সহকারী ও সহকারী – ০৩
14. তোপাস -৩০
15. নদী জরিপকারী – ০১
16. ভান্ডারী – ৩০
17. মটর মেকানিক /ডিজেল মেকানিক /মেকানিক – ১৫
18. লস্কর – ৭৩
19. সহকারী প্রকৌশলী – ০৬
20. সহকারী প্রকৌশলী (সিএসই) – ০২
21. সহকারী কারিগরী পরিচালক (জাহাজ/বিমান/মেরিন), তত্ত্বাবধায়ক (ডিজেল/নির্মাণ), যান্ত্রিক /জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়, উর্দ্ধতন কারিগরী সহকারী (যান্ত্রিক /ডিজেল/জাহাজ নির্মাণ), এষ্টিমেটর এবং উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ১২
22. সহকারী তড়িৎ প্রকৌশলী (ডেকা চেইন) – ০৮
23. নৌ-স্থপতি এবং সহকারী কর্মকর্তা – ০৫
24. নৌ-প্রকৌশলী সহকারী, যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরাম এবং সহকারী পুলিশ সুপারভাইজার (ডিজেল) – ০৬
মোট শূন্যপদ: ৩৬৩ জন
পরীক্ষার তারিখ: ২৫নভেম্বর ২০২২ পরীক্ষার সময়: ১১ টা
বিআইডব্লিউটি এর পরীক্ষার তারিখ প্রকাশ ২০২২
২৪ টি ক্যাটাগরির মধ্যে ১০ টি ক্যাটাগরির লিখিত পরীক্ষার তারিখ আগামী ২৫ নভেম্বর ২০২২ রোজ শুক্রবার সকাল ১১-০০ টায় শুরু হবে পরীক্ষা টি । আপনাদের যথা সময়ে পরীক্ষার কেন্দ্রে আডমিট কার্ড নিয়ে হাজির হবেন কারন আডমিট কার্ড ছাড়া কাওকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। প্রবেশ প্ত্র ডাউনলড করার নিয়োম কানুন নিচের অংশে বিস্তারিত তুলে ধরা হলো।
BIWTA পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করার নিয়ম ২০২২
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে (বি আই ডব্লিউ টি এ)। এটি মূলত সরকারি প্রতিষ্ঠান। প্রতিটি পরীক্ষায় অংশগ্রহণ করার আগে প্রথমে আপনাকে এডমিট কার্ড অর্থাৎ প্রবেশপত্র সঙ্গে নিয়ে যেতে হবে কারণ প্রবেশপত্র ছাড়া কোন পরীক্ষায় হলে আপনাকে পরীক্ষা দিতে দিবেনা। কিন্তু অনেক প্রার্থীরা বুঝতে পারেনা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে হয় তাই আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের মাধ্যমে নিম্নে এডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি বলে দেওয়া হলঃ
১. প্রথমেই আপনাকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন বিভাগ www.jobsbiwta.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে তে প্রবেশ করতে হবে।
২. তারপর আপনাকে ইউজার আইডি দিতে হবে।
৩. এবার পিন দিতে হবে।
৪.তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
৫. সাবমিট অপশনে ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত প্রবেশপত্র টি।
আরও দেখুন;-বাংলাদেশ বিমান বাহিনী BAF লিখিত পরীক্ষার ফলাফল ২০২২
বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল পদের লিখিত পরীক্ষার তারিখ ২০২২
শেষের কথা
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন ২০২২ কর্তৃপক্ষ পরীক্ষাটি কবে কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন।এবং পাশাপাশি বুঝতে পেরেছেন কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে হয়। আশা করা যায় আমাদের করা পোস্ট টিটির মাধ্যমে আপনারা উপকিত হবেন। যদিও উপকিত বোধ করে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইটটি আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আর্টিকেলটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ।