বাংলাদেশ বিমান বাহিনী BAF লিখিত পরীক্ষার ফলাফল ২০২২

 

বরাবরের মতো আবারো আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি চাকরির ফলাফল নিয়ে। প্রথমেই বলতে চাচ্ছি যে বেকারত্ব আমাদের দেশের একটি বড় সমস্যা। যেখানে প্রায় শিক্ষিত ছেলে মেয়ে বেকার কারণ যোগ্যতা অনুযায়ী চাকরি হচ্ছে না। তাই আপনাদের কথা মাথায় রেখে আমরা সবসময় কোন না কোন চাকরির পরীক্ষার সময়সূচি ও ফলাফল  বা  নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকি আমাদের ওয়েবসাইটটি সঙ্গেই থাকুন আজকের বিষয় বাংলাদেশ বিমান বাহিনীর অফিস সহায়ক পদের পরীক্ষার ফলাফল ২০২২

বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২

 গত বছর অর্থাৎ১৮-০৫-২০২১ তারিখ ৪৩ টি ক্যাটাগরিতে মোট  ৩৭৪ টি শুন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই হাজার বেকার চাকরি প্রত্যাশী প্রার্থীরা পদগুলোর বিপরীতে চাকরির নিয়োগ পাওয়ার জন্য অনলাইন প্রক্রিয়ায় আবেদন করেন। প্রায় দীর্ঘ ১ বছর পর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কতৃক উক্ত পদগুলোর জন্য mcq ও লিখিত পরীক্ষার তারিখঃ প্রকাশ করে। প্রকাশিত তারিখ অনুযায়ী mcqপরীক্ষা-০৭অক্টোবর ২০২২  রোজ শুক্রবার সকাল -১০টা হতে   ১০-৫০ পর্যন্ত। এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে-০৮ অক্টোবর রোজ শনিবার সকাল ১০ টা হতে ১১-৩০ মিনিট পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চারটি বিষয়ের উপর বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান Mcq পরীক্ষায় কোন নেগেটিভ মার্কিন সিস্টেম থাকবে না । লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রপ্রনয়ন করা করা হয় প্রতিটি পদ অনুসারে। অর্থাৎ আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। এবং  প্রতিটি পদের পরীক্ষা সময় নির্ধারণ করা হয় একেক রকম। উক্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর প্রার্থীরা এখন তাদের পরীক্ষার ফলাফল টি পেতে চায়

বিমান বাহিনীর অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২২

আপনি কি এই মুহুর্তেই বিমান বাহিনীর অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার ফলাফল খুজতাছেন তাহলে সঠিক জায়গায় এসেছেন ।অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা ১০ আগস্ট ২০২২ তারিখ রোজ শনিবার সকাল ১০.০০ টা হতে ১১.১০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। উক্ত লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারন জ্ঞান এর চারটি বিষয় হতে মোট ৭০ মার্কের প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। এখানে কোন নেগেটিভ মার্ক নেই।  অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা টি অনুষ্ঠিত হওয়ার পর পরীক্ষার্থীরা তাদের ফলাফলের অপেক্ষায় রয়েছে।অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা শেষ হওয়ার .৭২ ঘণ্টার মধ্যেই ফলাফল জানিয়ে দেওয়া হবে বলে তারা জানিয়েছেন।

পদের নাম এবং শূন্যপদ:

১. স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর – ০৫

২. পরীক্ষাগার সহকারী –০৪

৩. ডিজাইনার –০৩

৪. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট –২০ জন

৫. স্টোরম্যান –০৬

৬. মিডওয়াইফ –০২

৭. অগ্নিনির্বাপক – ০৪

৮. মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (MTD) – ১৯

৯. মিস্ত্রী ক্লাস 1 (ইঞ্জিন ফিটার) –০৭

১০. মিস্ত্রী ক্লাস 1 (ইলেকট্রিক ফিটার) – ০৩

১১. মিস্ত্রী ক্লাস 1 (মেকানিক্যাল ট্রান্সপোর্ট ফিটার) – ০৩

১২. মিস্ত্রী ক্লাস 1 (ওয়্যারলেস ফিটার) –১০

১৩. মিস্ত্রী ক্লাস 1 (ইনস্ট্রুমেন্ট ফিটার) – ০৫

১৪. মিস্ত্রী ক্লাস 2 (এয়ারফ্রেম মেকানিক) –০৮

১৫. মিস্ত্রী ক্লাস 2 (আরমামেন্ট মেকানিক) –০৪

১৬. মিস্ত্রী ক্লাস 2 (সাধারণ মেকানিক) – ০৫

১৭. মিস্ত্রী ক্লাস 2 (ইলেকট্রিক মেকানিক) –১১

১৮. মিস্ত্রী ক্লাস 2 (মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক) –২৬

১৯. মিস্ত্রী ক্লাস 2 (ওয়্যারলেস মেকানিক) –০৩

২০. মিস্ত্রী ক্লাস 2 (ইনস্ট্রুমেন্ট মেকানিক) – ০৩

২১. মিস্ত্রী ক্লাস 2 (ধাতু শ্রমিক) –০৯

২২. মিস্ত্রী ক্লাস 2 (ছুতার) – ০৮

২৩. মিস্ত্রী ক্লাস 2 (চিত্রকর) –০৮

২৪. মিস্ত্রী ক্লাস 2 (ওয়েল্ডার) –০৫

২৫. মিস্ত্রী ক্লাস 2 (বাইন্ডার) – ০২

২৬. ট্রেডসম্যান (এয়ারফ্রেম মেকানিক) –০২

২৭. অফিস সোহায়ক – ২৪

২৮. লস্কর – ৪২

২৯. শেফ – ২৫

৩০. লস্কর অ্যান্টি-ম্যালেরিয়া –০৬

৩১. লস্কর বিমান –০৪

৩২. মেকানিক্যাল ট্রান্সপোর্ট গিজার –১০

৩৩. লস্কর স্পোর্টস মার্কার – ০১

৩৪. মেস ওয়েটার -১৭

৩৫. লস্কর বার্ড শুটার –০৩

৩৬. প্রহরী -০৪

৩৭. লস্কর ওয়ার্ড বয় –০১

৩৮. ওয়াশার আপ – ১৬

৩৯. মালি – ১০

৪০. ওয়েটার ক্যারিয়ার – ০৩

৪১. আয়া – ০১

৪২. ক্লিনার – ১৪

৪৩. লস্কর ফায়ার ফাইটার – 08

মোট শূন্যপদ: ৩৭৪

পদের নামঃ অফিস সহায়ক

নিয়োগ পরীক্ষার তারিখঃ ১০ সেপ্টেম্বর ২০২২

সময়ঃ ৬০ মিনিট

পূর্ণমানঃ ৭০

আরও দেখুন;ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCI) এর বিভিন্ন পদে লিখিত পরীক্ষার তারিখ ২০২২

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২

BAF অফিস সহায়ক পদের পরীক্ষার ফলাফল PdF ডাউনলোড ২০২২

সকল চাকরির নিয়োগ পরীক্ষার অনুষ্ঠিত হবার পর ফলাফল প্রকাশ করে থাকে। কারণ ফলাফল সাথে নির্ভর করে অনেক কিছু। ফলাফল দেখার পর সকল প্রার্থীরা বুঝতে পারে তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন কি পারেননি। অনেক প্রার্থীরা বুঝতে পারে না যে ফলাফল টি কোথায় ও কিভাবে প্রকাশ করা হয়েছে এবং আমরা তা কিভাবে দেখতে পাবো? প্রায় ৯০% প্রার্থীরা ফলাফলটি নিতে পারে না। তাই আপনাদের সুবিধার্থে খুব সহজেই www.baf.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে পিডিএফ আকারে একেক করে ফলাফল প্রকাশ করা হল। আপনার স্মার্টফোন, কম্পিউটা্‌র, ল্যাপটপ ইত্যাদি ডিভাইস দাঁড়া খুব সহজেই দেখতে পারবেন এবং চাইলে pdf  আকারে ডাউনলোড করে নিতে পারবেন ।

উপসংহার 

(বিএএফ) অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২২। অতি সহজ পদ্ধতিতে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। এবং আরো অন্যান্য চাকরির পরীক্ষার তারিখ সহ ফলাফল ও অন্যান্য বিষয় সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটটি শেয়ার করুন এবং সব সময় আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button