ইসিএস ডাটা এন্ট্রি অপারেটর পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ [MCQ Question Solve]

ইসিএস ডাটা এন্ট্রি অপারেটর এমসিকিউ পরীক্ষার প্রশ্ন উত্তর ২০২৩

নতুন একটি mcq  প্রশ্ন সমাধান সংক্রান্ত আর্টিকেল আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলেই ভাল আছেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করতে চলেছি আমাদের আজকের নতুন একটি চাকরি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় নির্বাচন কমিশন সচিবালয় ইসিএস ডাটা এন্ট্রি অপারেটর পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩। আপনারা যারা উক্ত পদে প্রার্থী রয়েছেন তাদের জন্য সুসংবাদ। কারণ আমরা আজকে অনুষ্ঠিত ডাটা এন্টি অপারেটর পরীক্ষা শেষে প্রশ্নপত্রসহ  সঠিক উত্তরগুলি আপনাদের মাঝে প্রকাশ করতে চলেছি। চাইলেই আপনারা আমাদের আর্টিকেলের মাধ্যমে থেকে তা দেখে মিলিয়ে বা ডাউনলোড করে নিতে পারেন।

ইসিএস ডাটা এন্ট্রি অপারেটর এমসিকিউ পরীক্ষার প্রশ্ন উত্তর ২০২৩

আজ  অর্থাৎ১৬ জুন ২০২৩ রোজ শুক্রবার বিকাল ৩-০০ টায় থেকে অনুষ্ঠিত হয়েছে  ইসিএস ডাটা এন্টি  নিয়োগ পরীক্ষা। উক্ত পরীক্ষাটি ঢাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে ৪৬৮ টি শূন্য পদে একই সাথে mcq আকারে বিকাল ৪:০০ টা  পর্যন্ত গ্রহণ করা হয়। যেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের চারটি বিষয়ের উপর ৭০ নম্বরের এমসিকিউ প্রশ্ন পত্র প্রদান করা  হয়েছিল। পরীক্ষা শেষে প্রার্থীরা বাইরে এসে google তথা অনলাইনে সার্চ করে  mcq প্রশ্নের সঠিক উত্তর বা সমাধান পেতে চাই।

প্রতিষ্ঠানের নাম: নির্বাচন কমিশন সচিবালয় (ইসিএস)

পদের নাম এবং শূন্যপদ:

 ১। ডেটা এন্ট্রি অপারেটর –  ৪৬৪

মোট শূন্যপদ: ৪৬৪ জন

ডেটা এন্ট্রি অপারেটর MCQ পরীক্ষার তারিখ: 16 জুন 2023

MCQ পরীক্ষার সময়: বিকাল 3.00 PM থেকে 4.00 PM

নির্বাচন কমিশন সচিবালয় (ইসিএস) পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

নির্বাচন কমিশন সচিবালায় ইসিএস বাংলাদেশের একটি সরকারি সংস্থা। এটি পরিচালনার জন্য অনেক দক্ষ জনবল এর দরকার পড়ে। যার ভিত্তিতে ২২শে মে ২০১৯ সালে ডাটা এন্ট্রি অপারেটর শূন্য পদে নিয়োগের উদ্দেশ্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর লাখো বেকার শিক্ষার্থীকে ১১ জন ২০১৯ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন  করেন। আবেদন প্রক্রিয়া শেষ হলে এরই মধ্যেই মহামায় করোনাভাইরাসে আক্রান্ত হয়  সারা পৃথিবীব্যাপী সবকিছু থেমে পড়ে। তার জন্যই উক্ত পরীক্ষাটি গ্রহণ করতে এত সময় লেট  লেট হয়েছে। অনেক কাঙ্খিত সময় পেরিয়ে যাওয়ার পর বিসিএস কর্তৃপক্ষ কর্তৃক  ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষার তারিখ ঘোষণা করে। পরীক্ষা শেষে আমরা প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে হয়েছি।

আরও দেখুন;-

{আজকে অনুষ্ঠিত} ECS Exam Question Solution 2023 [pdf সঠিক উত্তর]

ECS Data Entry Operator Question Solution 2023 pdf Download

ডাটা এন্ট্রি অপারেটর পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ পিডিএফ

আপনি কি ইপিএফ ডাটা এন্ট্রি অপারেটর এমসিকিউ পরীক্ষার একজন প্রার্থী? আপনি কি এই মুহূর্তে অনুষ্ঠিত  ডাটা এন্ট্রি অপারেটর পরীক্ষার প্রশ্ন সমাধান খুঁজতাছেন? হ্যাঁ যদি খুঁজে থাকেন তাহলে সঠিক ওয়েবসাইট এসে উপস্থিত হয়েছেন। কারণ আমরা আপনাদের কাঙ্ক্ষিত পরীক্ষার শেষে উক্ত পরীক্ষার প্রশ্ন সমাধান আমাদের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা এবং বিভিন্ন নোট বই টেক্সট বই সহ অন্যান্য ওয়েব সাইট থেকে সাহায্য নিয়ে ১০০% সঠিক ও নির্ভুল উত্তর তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা চাইলে এখান থেকেই পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করুন।

বাংলা অংশের সমাধানঃ

১। Null and void এর বাংলা পরিভাষা কোনটি?

ক. বাতিল খ. পালাবদল গ. মামুলি ঘ. নিরপেক্ষ

উত্তরঃ ক. বাতিল

২। শুদ্ধ বাক্য কোনটি?

ক. দৈন্যতা প্রশংসনীয় নয় খ. দীনতা প্রশংসনীয় নয় গ. দৈন্যতা অপ্রসংসনীয় ঘ. দীনতা নিন্দনীয়

উত্তরঃ খ. দীনতা প্রশংসনীয় নয়

৩। নিত্য স্ত্রী বাচক শব্দ কোনটি?

ক. জেঠা খ. পাদানী গ. রজকী ঘ. কুলটা

উত্তরঃ ঘ. কুলটা

৪। ‘পরভূত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. পিক খ. ধেনু গ. বিভব ঘ. জম্বু

উত্তরঃ ক. পিক

৫। খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

ক. ২০টি খ. ২১টি গ. ২২টি ঘ. ২৩টি

উত্তরঃ খ. ২১টি

৬। শব্দের আভিধানিক অর্থকে কি বলে?

ক. লক্ষ্যার্থ খ. বাচ্যার্থ গ. সরলার্থ ঘ. গৌনার্থ

উত্তরঃ খ. বাচ্যার্থ

৭। ‘কচুবনের কালাচাঁদ’ বাগধারার অর্থ কি?

ক. অপদার্থ খ. মুর্খ গ. ধূর্ত ঘ. নিষ্ক্রিয় দর্শক

উত্তরঃ ক. অপদার্থ

৮। কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?

ক. চিরসুখী খ. দাশানন গ. গায়েহলুদ ঘ. কানাকানি

উত্তরঃ ঘ. কানাকানি

৯। সৈয়দ শামসুল হক রচিত নাটক কোনটি?

ক. কালবেলা খ. গণনায়ক গ. ক্রীতদাস ঘ. ঢাকা

উত্তরঃ খ. গণনায়ক

১০। বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ছদদ্মনাম কোনটি?

ক. ভানুসিংহ খ. সুনন্দ গ. বনফুল ঘ. সনাতন পাঠক

উত্তরঃ গ. বনফুল

১১। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

ক. সাম্যবাদী খ. ফণিমনসা গ. অগ্নিবীণা ঘ. চিরনামা

উত্তরঃ গ. অগ্নিবীণা

১২। ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ এখানে টাপুর টুপুর কোন ধরণের শব্দ?

ক. ছড়ার শব্দ খ. ধ্বনাত্মক শব্দ গ. শব্দের দ্বিরুক্তি ঘ. পদের দ্বিরুক্তি

উত্তরঃ খ. ধ্বনাত্মক শব্দ

১৩। ‘লোকটি ধনী কিন্তু কৃপণ’ এটি কোন ধরনের বাক্য?

ক. জটিল খ. যৌগিক গ. সরল ঘ. মিশ্র

উত্তরঃ খ. যৌগিক

১৪। নিচের কোনটি তালব্য বর্ণ?

ক. ত খ. ণ গ. চ ঘ. ট

উত্তরঃ গ. চ

১৫। ‘রেস্তোরা’ কোন ভাষার শব্দ?

ক. ফরাসি খ. পর্তুগীজ গ. বার্মিজ ঘ. ওলন্দাজ

উত্তরঃ ক. ফরাসি

১৬। মুক্তিযুদ্ধিভিত্তিক নাটক কোনটি?

ক. কিত্তনখেলা খ. কবর গ. পায়ের আওয়াজ পাওয়া যায় ঘ. নীলদর্পণ

উত্তরঃ গ. পায়ের আওয়াজ পাওয়া যায়

১৭। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন?

ক. লুইপা খ. কাহ্নপা গ. ঘ. উপরের কোনটিই না

উত্তরঃ খ. কাহ্নপা

১৮। ‘বরখেলাপ’ শব্দে ‘বর’ কোন ধেরনের উপসর্গ?

ক. খাঁটি বাংলা খ. তৎসম গ. আরবি ঘ. ফারসি

উত্তরঃ ঘ. ফারসি

১৯। কোন বানানটি শুদ্ধ?

ক. প্রনয়ণ খ. প্রনয়ন গ. প্রনয়ণ ঘ. প্রণয়ন

উত্তরঃ ঘ. প্রণয়ন

২০। ‘পঞ্চত্বপ্রাপ্তি’ বলতে কী বোঝায়?

ক. বিবাহ করা খ. পুত্র সম্বন্ধ লাভ করা গ. সৌভাগ্যবান হওয়া ঘ. মৃত্যুবরণ করা

উত্তরঃ ঘ. মৃত্যুবরণ করা

ইংরেজি অংশের সমাধানঃ

২১। The book was lying on the table. Here the word ‘book’ is-

ক. Common noun খ. Proper noun গ. Collective noun ঘ. abstract noun

উত্তরঃ ক. Common noun

২২। Don’t forget ____ your homework.

ক. do খ. to do গ. doing ঘ. did

উত্তরঃ খ. to do

২৩। She is going to quit her job ___ they give her a pay rise.

ক. or খ. until গ. unless ঘ. providing

উত্তরঃ গ. unless

২৪। Near the historic monument, there is a bridge __ the Thames River.

ক. above খ. over গ. on ঘ. towards

উত্তরঃ খ. over

২৫। It’s the first time I ___ sea-food in my life.

ক. eat খ. eaten গ. have eaten ঘ. had eaten

উত্তরঃ গ. have eaten

২৬। Nuclear energy is ___ dangerous to be used widely.

ক. ‍so খ. such গ. too ঘ. that

উত্তরঃ গ. too

২৭। The department store is open __ eight to seven.

ক. by খ. from গ. between ঘ. during

উত্তরঃ খ. from

২৮। If I had money, I ___ it now.

ক. will purchased খ. would purchase গ. would have purchased ঘ. have purchased

উত্তরঃ খ. would purchase

২৯। He is looking for ___ accommodation in a flat or shared house.

ক. both খ. until গ. neither ঘ. either

উত্তরঃ ঘ. either

৩০। When she was younger, she ___ ten kilometres a day

ক. walked খ. had walked

গ. has been walking ঘ. had been walking

উত্তরঃ ক. walked

৩১। Oxygen can be mixed with ___ gases such as Hydrogen and NItrogen.

ক. another like খ. another গ. the other ঘ. other

উত্তরঃ ঘ. other

৩২। Which word is correctly spelt?

ক. buoreaucracy খ. bureaucracy গ. bureaucrecy ঘ. burcocracy

উত্তরঃ খ. bureaucracy

৩৩। The table is made ___ wood.

ক. from খ. by গ. of ঘ. in

উত্তরঃ গ. of

৩৪। Find the synonym of the word ‘fostering’

ক. safeguarding খ. neglecting গ. ignoring ঘ. nurturing

উত্তরঃ ঘ. nurturing

৩৫। Select the antonym of the word ‘captivity’.

ক. opposition খ. freedom গ. confined ঘ. oppress

উত্তরঃ খ. freedom

৩৬। Sorry I’m late. My car ___ petrol.

ক. ran out of খ. ran out গ. ran out on ঘ. ran off

উত্তরঃ ক. ran out of

৩৭। ___ loosing the first match, our team has won the world cup.

ক. Because of খ. In order to গ. Despite ঘ. In spite

উত্তরঃ গ. Despite

৩৮। We eagerly look forward to __ from you.

ক. hear খ. expect গ. hearing ঘ. get

উত্তরঃ গ. hearing

৩৯। She ___ a new idea for increasing sales.

ক. came up খ. came up on গ. came up with ঘ. came upon

উত্তরঃ গ. came up with

৪০। The class teacher ___ Rahiim move to another seat.

ক. allows খ. allowed গ. let ঘ. permitted

উত্তরঃ ঘ. permitted

গণিত অংশের সমাধানঃ

৪১। নিচের কোনটি অমূলদ সংখ্যা?

ক. ০.৩ খ. √১৬/৯ গ. √৮/২৭ ঘ. ৫/√৩

উত্তরঃ ঘ. ৫/√৩

৪২। P= {১,২,৩,৪} এর প্রকৃত উপসেট কয়টি?

ক. ১৫টি খ. ১৬টি গ. ১৮টি ঘ. ২৪টি

উত্তরঃ ক. ১৫টি

৪৩। (x) = 4x-3/2x-4 হলে f(-1/2) = কত?

ক. -১ খ. ১ গ. –১/২ ঘ. ১/২

উত্তরঃ খ. ১

৪৪। ল্যাটিন ভাষায় ডেসি অর্থ-

ক. ১০ গুণ খ. দশমাংশ গ. সহস্রাংশ ঘ. শতাংশ

উত্তরঃ খ. দশমাংশ

৪৫। 1/x–1/y = 2 এবং 1/x² –1/y² = 8 হলে, 1/x–1/y = কত?

ক. 4 খ. 14 গ. 6 ঘ. 8

উত্তরঃ ক. 4

৪৬। কোন সংখ্যার বর্গমূলের সাথে ৪ যোগ করলে ৩ এর বর্গ হবে?

ক. ৩৬ খ. ২৫ গ. ১৬ ঘ. ৯

উত্তরঃ খ. ২৫

৪৭। ৩ + ৭ + ১১ + ……….. + ৪৩ ধারাটির পদ সংখ্যা কত?

ক. ১০ খ. ১২ গ. ১১ ঘ. ৯

উত্তরঃ গ. ১১

৪৮। 9x +1=3x – 2 হলে x এর মান কত?

ক. 3 খ. 4 গ. -4 ঘ. 9

উত্তরঃ গ. -4

৪৯। নিচের কোন বাহুগুলো নিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব?

ক. ২, ৪, ৮ খ. ৩, ৬, ৯ গ. ৪, ৫, ৬ ঘ. ২, ৪, ১০

উত্তরঃ গ. ৪, ৫, ৬

৫০। একদিন তোমাদের ক্লাসে অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত ছিল ২ : ৩। অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যার কত শতাংশ?

ক. ৬০% খ. ৪০% গ. ৩০% ঘ. ২০%

উত্তরঃ খ. ৪০%

৫১। ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ২ : ৩: ৫ হলে সবচেয়ে ছোট কোণটির মান?

ক. ১৮° খ. ৩৬° গ. ৫৪° ঘ. ৩০°

উত্তরঃ খ. ৩৬°

৫২। কোন বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাপ ১০% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে?

ক. ১০% খ. ১০০% গ. ২১% ঘ. ২০%

উত্তরঃ গ. ২১%

৫৩। ৪, ৭, ২, ১, ৯, -২, ১১, ৩, ৫ সংখ্যাগুলোর মধ্যকের মান কত?

ক. -২ খ. ৪ গ. ৫ ঘ. ৯

উত্তরঃ খ. ৪

৫৪। বার্ষিক কত হারে ৩০০০ টাকার ৪ বছরের মুনাফা ১২০০ টাকা হবে?

ক. ৮% খ. ১০% গ. ১২% ঘ. ২০%

উত্তরঃখ. ১০%

৫৫। ১ লিটার বিশুদ্ধ পানির ওজন কত?

ক. ১০০ গ্রাম খ. ১০০০ গ্রাম গ. ১০০ কেজি ঘ. ১০০০কেজি

উত্তরঃ খ. ১০০০ গ্রাম

৫৬। a + b = 12 এবং a-b = 4 হলে, 2a2 + 2b2 = কত?

ক. ৯৬ খ. ১২০ গ. ১৬০ ঘ. ২৪০

উত্তরঃ গ. ১৬০

৫৭। কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা ৯, ১৫ এবং ২৫ দ্বারা বিভাজ্য?

ক. ৮১ খ. ২২৫ গ. ৪২৫ ঘ. ৬২৫

উত্তরঃ খ. ২২৫

৫৮। একটি ঘড়ি ৭৫০ টাকায় বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হবে?

ক. ৯০০ খ. ১০০০ গ. ১২৫০ ঘ. ১১৫০

উত্তরঃ ঘ. ১১৫০

৫৯। ৩, ৫, ১৫ এর ৪র্থ সমানুপাতি কোনটি?

ক. ২০ খ. ২৫ গ. ৩০ ঘ. ৩৫

উত্তরঃ খ. ২৫

৬০। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?

ক. ৬:৪: ৩ খ. ৬:৫:৪ গ. ১৩ঃ১২ঃ৫ ঘ. ৫: ৪: ১

উত্তরঃ গ. ১৩ঃ১২ঃ৫

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ

৬১। মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখ?

ক. ১৭ এপ্রিল ১৯৭১ খ. ৭ এপ্রিল ১৯৭১ গ. ১০ এপ্রিল ১৯৭১ ঘ. ১৭ এপ্রিল ১৯৭১

উত্তরঃ গ. ১০ এপ্রিল ১৯৭১

৬২। ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. ওয়াশিংটন ডিসি খ. লন্ডন গ. লিও ঘ. প্যারিস

উত্তরঃ গ. লিও

৬৩। বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি?

ক. হাকালুকি খ.হাইচর গ. টাঙ্গুয়ার হাওর ঘ. চলনবিল

উত্তরঃ ক. হাকালুকি

৬৪। কোনটি নবায়ন যোগ্য শক্তির উৎস্য?

ক. তেল খ. গ্যাস গ. কয়লা ঘ. সমুদ্রের ঢেউ

উত্তরঃ ঘ. সমুদ্রের ঢেউ

৬৫। ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষণা করা হয়?

ক. লাহোর খ. ঢাকা গ. করাচি ঘ. ইসলামাবাদ

উত্তরঃ ক. লাহোর

৬৬। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কোনটি?

ক. জুলাই ২০২২ থেকে জুন ২০২৭ খ. জুলাই ২০১০ থেকে জুলাই ২০১৫

গ. জুলাই ২০১৭ থেকে জুন ২০২২ ঘ. জুলাই ২০২১ থেকে জুন ২০২৫

উত্তরঃ ঘ. জুলাই ২০২১ থেকে জুন ২০২৫

৬৭। কোন দেশে প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে?

ক. যুক্তরাজ্যে খ. যুক্তরাষ্ট্রে গ জার্মানিতে ঘ. ভারতে

উত্তরঃ ক. যুক্তরাজ্যে

৬৮। দহগ্রাম ছিটমহল কোথায় অবস্থিত?

ক. কুড়িগ্রাম খ. গাইবান্ধা গ. লালমনিরহাট ঘ. রংপুর

উত্তরঃ গ. লালমনিরহাট

৬৯। ভোটার হিসেবে অন্তুভুক্তির যোগ্যতা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি?

ক. ১১৯ খ. ১২০ গ. ১২১ ঘ. ১২২

উত্তরঃ ঘ. ১২২

৭০। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়-

ক. হোয়াইট হল খ. হোয়াইট হাউজ গ. পার্লামেন্ট ঘ. হাউস অব লর্ডস

উত্তরঃ ক. হোয়াইট হল

৭১। সাগরকন্যা কোন এলাকার ভৌগলিক নাম?

ক টেকনাফ খ. কক্সবাজার গ. পটুয়াখালী ঘ. খুলনা

উত্তরঃ গ. পটুয়াখালী

৭২। কম্পিউটারের কি-বোর্ড একটি-

ক. ইনপুট ডিভাইস খ. আউটপুট ডিভাইস গ. ইন্টারনাল ডিভাইস ঘ. কোনটি নয়

উত্তরঃ ক. ইনপুট ডিভাইস

৭৩। কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত?

ক. ৯ খ. ১২ গ. ১৩ ঘ. ১৫

উত্তরঃ গ. ১৩

৭৪। Representation of the People’s Order, ১৯৭১ কোন ধরণের বিধান?

ক. জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত খ. নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত

গ. সিটি কর্পোরেশন নির্বাচন সংক্রান্ত ঘ. রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত

উত্তরঃ ক. জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত

৭৫। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?

ক. হালদা নদী খ. মহুরী নদী গ. কর্ণফুলী নদী ঘ. সাঙ্গু নদী

উত্তরঃ ক. হালদা নদী

৭৬। ইউনিয়ন ডিজিটাল সেন্টার কী?

ক. ইউনিয়ন পর্যায়ে তথ্যসেবা কেন্দ্র খ. ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার গ. হাই-টেক পার্ক ঘ. কোনটিই নয়

উত্তরঃ ক. ইউনিয়ন পর্যায়ে তথ্যসেবা কেন্দ্র

৭৭। চ্যাটজিপিটি একটি-

ক. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খ. কৃত্রিম বুদ্ধিমত্তা গ. ম্যালওয়ার ঘ. সোশ্যাল মিডিয়া

উত্তরঃ খ. কৃত্রিম বুদ্ধিমত্তা

৭৮। বাংলাদেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার ন্যূনতম বয়স কত?

ক. ১৮ বছর খ. ২০ বছর গ. ২৫ বছর ঘ. ৩৫ বছর

উত্তরঃ গ. ২৫ বছর

৭৯। সর্বশেষ জনশুমারী অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?

ক. ১.২২% খ. ১.১৪% গ. ২.১১% ঘ. ১.৭৪%

উত্তরঃ ক. ১.২২%

৮০। ‘Leaving no one behind’. কোনটির মূলনীতি?

ক. এমডিজি খ. এসিডিজি গ. রূপকল্প ২০২১ ঘ. ডেল্টাপ্লান

উত্তরঃ খ. এসিডিজি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button