পরিবার পরিকল্পনা অধিদপ্তর [ডিজিএফপি] বিগত সালের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান
সকলেই ভালো অসুস্থ রয়েছেন সেই প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকে একটি পরীক্ষার প্রশ্ন সমাধান। আজকে আলোচ্য বিষয় পরিবার পরিকল্পনা অধিদপ্তর( ডিজিএফপি) বিগত সালের প্রশ্ন সমাধান সম্পর্কে। কেননা আগামী ২১শে জানুয়ারি রোজ শনিবার ২০২৩ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ডিজিএফপি) বিভিন্নকেটাগরির লিখিত নিয়োগ পরীক্ষাটি। তাহলে দেরি না করে চলুন দেখা যাক বিগত সালের অর্থাৎ ২০১৮ সালের অনুষ্ঠিত পরিবার পরিকল্পনা অধিদপ্তর লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধানটি পেতে আমাদের নিবন্ধনটির সাথেই থাকুন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডিজিএফপি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৮
পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ডিজিএফপি) বাংলাদেশের একটি বিশাল সরকারি প্রতিষ্ঠান। পরিচালনার জন্য অনেক দক্ষ জনবল দরকার হয়। সে কারণে নিয়ে বিজ্ঞপ্তি প্রদান করেছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২১শে জানুয়ারি ২০২৩ তারিখে পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ডিজিএফপি) বিভিন্ন পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে সকল প্রার্থীরা পরীক্ষাটি অংশগ্রহণ করতে যাচ্ছে তারা এই মুহূর্তে বিগত সালের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান একটু দেখে নিতে চাই। কারণ তারা ভাবতেছে হয়তো সেখান থেকেও কিছু কমন আসতে পারে। এবং কি ক্যাটাগরিতে পরীক্ষার প্রশ্নটিতে হবে এগুলো বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন।
(ডিজিএফপি)লিখিত পরীক্ষার প্রশ্ন উত্তর ২০১৮
স্কুলের পরীক্ষা বা একাডেমী এবং সকল চাকরির নিয়োগ পরীক্ষায় বিগত সালের প্রশ্নপত্র হতে বেশ কিছু প্রশ্ন এসে থাকে। অর্থাৎ দেখা যায় যে বিগত সালের প্রশ্নপত্র সমাধান করা থাকলে প্রায় ১৫ থেকে ২৫% প্রশ্ন বর্তমান সময়ের পরীক্ষায় কমন পড়ে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডিজিএফপি ক্ষেত্রে এর ব্যতিক্রম নয়। ২০১৮ সালের অনুষ্ঠিত পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরীক্ষার সমাধান আপনার উদ্দেশ্যে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরলাম। আপনারা যারা প্রশ্নের সমাধানটি পেতে চান তারা আমাদের এ পেজের মধ্যেই পেয়ে যাবেন। এক পলকে আপনি পরীক্ষার সমাধানটি দেখে নিতে পারেন।
নীচে পরিবার পরিকল্পনা পরীক্ষার প্রশ্ন সমাধান২০১৮ দেখুন:
পরিবার পরিকল্পনা অধিদপ্তরঃ
পদের নামঃ পরিবার পরিকল্পনা সহকারী/পরিদর্শক
১. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? – ১০টি
২. ক বর্গের ধ্বনিসমুহের উচ্চারণ স্থান- জিহ্বামুল
৩. আহ্বান এর প্রকৃত উচ্চারণ- আওভান
৪. কোনটি সঠিক বানান- মহর্ষি
৫. কোন বর্গীয় বর্গের সঙ্গে যুক্ত “ন কখনও “ণ” হয়না- চ-বর্গ
৬. গোস্পদ এর সন্ধি বিচ্ছেদ- গো+পদ
৭. ছিন্ন শব্দের প্রকৃতি প্রত্যয়- ছিদ+ক্ত
৮. পাউরুটি শব্দটি কোন ভাষা থেকে এসেছে – পর্তুগিজ
৯. কোনটি দেশি শব্দ- খোঁপা
১০. খাটি বাংলা উপসর্গ- ২১টি
১১. হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে? ব্যাকে ব্যবহৃত “হের” কোন ধাতু- অজ্ঞাতমূল
১২. কবি কবি ভাব ,কিন্তু ছন্দের অভাব- -এ বাক্যে “কবি কবি” কি অর্থে ব্যবহৃত হয়েছে- উপহাস অর্থে ১
১৩. Quotation এর বাংলা পরিভাষা- মুল্যজ্ঞাপন
১৪. সাপ শব্দের সমার্থক- অহি
১৫. গোবর গণেশ অর্থ- মূর্খ
১৬. সূর্য উঠলে আঁধার দূরীভূত হয় “উঠলে” কোন ক্রিয়াপদ -অসমাপিকা
১৭. ষোল সংখ্যার ক্রমবাচক রুপ- ষোঢ়শ
১৮. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে কার লেখা-জীবনানন্দ দাশের
১৯. হস্তি শব্দটির পর কোন বহুবচন বোধক শোব্দটি বসে -যূথ
২০. বনফুল কার ছদ্মনাম – বালাই চাঁদ মুখোপাধ্যায়
২১. The Jury is divided in their opinion. Used incorrectly- Their
২২. Which one is plural form- Media
২৩. Fifty miles are a long way- Used incorrectly- are (Correct is)
২৪. Feminine gender of earl- Countess
২৫. A person related to you who lived a long time ago- Ancestor
২৬. Which one is different- Stag
২৭. He was elected chairman. Which nominative chairman here- Complementary
২৮. Superlative of out-Utmost
২৯. Which one ordinal numeral adjective- Third
৩০. We have—-breakfast at 7 PM.- No article
৩১. If he came, I (Go)- would go
৩২. I wish, I will sing a song.
৩৩. I like Japanese Car- Her Japanese- Proper adjectives
৩৪. Present form of sworn-Swear
৩৫. He started reading- Here reading- Gerund
৩৬. He writes carefully- Here carefully adverb of- Manner
৩৭. Synonym of bona-fide- Authentic
৩৮. Antonym of fertile- Barren
৩৯. Correct spelling- Annual
৪০. Which parts of speech is May- Verb
৪১. বৃত্তের ব্যাস দু’গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেতেফল কতগুণ বৃদ্ধি পায় – ৪গুণ
৪২. বার্ষিক ৪.৫টাকা হার মুনাফায় কত টাকা বিনিয়োগে ৪ বছরে তা ৮২৬টাকা হবে- ৭০০টাকা ৪৩. কোন সংখ্যা সব চেয়ে বড়- √0.3
৪৪. ৫,৯,১৩,১৭ ধারাটির ১৬৫ তম পদ কত?- ৪১
৪৫. টাকায় ৫টি জিনিস ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা লাভ হবে- ২৫%
৪৬. ১ একরের ৫% সমান কর বর্গগজ- ২৪২
৪৭. কোনটি মূলদ সংখ্যা- √১২১
৪৮. ২:৩ এর সমানুপাত- ৪:৬
৫০. ১৬
৫১. ৩
৫২. ৩৬
৫৩. ১২
৫৪. ১ টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ২৬ বর্গমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য- ৭.৭৫
৫৫. ৪
৫৭. সদ্য সমাপ্ত কান চলচ্চিত্র উৎসব কত তম ছিল-৭১ তম
৫৮. DPT vaccine কোন রোগের প্রতিষেধক- ডিপথেরিয়া
৫৯. জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম তারিখ- ১৭ মার্চ
৬০. ওয়ানগালা’ উৎসব কাদের- গারোদের
৬১. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ কত তম-২১
৬২. কোন গাছের বাকল হতে কুইনাইন আহরিত হয়-চিংকোনা (সিনকোনা)
৬৩. এডিস মশা কিসের জীবাণু বহন করে- ডেঙ্গু জ্বর
৬৪. ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেট কোথায় হবে- ইংল্যান্ডে
৬৫. কোন সনে জাতিসংঘ জন্মনিয়ন্ত্রণকে মানবাধিকার বলে স্বীকৃতি দেয়-
৬৬. ব্যাকটেরিওলজির জনক কে-লিউয়েন হুক
৬৭. এখন হিজরি সনের কততম মাস চলছে- ৮ম (শাবান)d
৬৮. কোন সংস্থাটি পরিবার পরিকল্পনা সেবা প্রদান করে- UNICEF
৬৯. কম্পিউটারের স্থায়ী মেমরিকে বলে- ROM
৭০. কোন ভিটামিনের অভাবে ভ্রুণের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়-বি২
DGFP পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৮ পিডিএফ ডাউনলোড
আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বিগত সাল অর্থাৎ ২০১৮ সালে অনুষ্ঠিত পরিকল্পনা অধিদপ্তর ডিজিএফপি পরীক্ষার প্রশ্ন উত্তর মালা আমাদের প্রস্তুতকৃত নিবন্ধনটির মাধ্যমে আপনারা এক নজরে দেখে নিতে পারেন এবং সাথে প্রশ্নপত্র টি পিডিএফ আকারে ডাউনলোড করে দিতে পারবেন। আশা করা যায় ২০১৮ সালের হতে আপনি ২০২৩ সালের পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডিজিএফপি বিভিন্ন পদের লিখিত পরীক্ষা খুব ভালো উত্তর ও প্রশ্ন সমাধান করতে পারবেন।
আরও দেখুন; পরিবার পরিকল্পনা অধিদপ্তর ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর (FWV)পদের লিখিত পরীক্ষার তারিখ২০২৩
কর অঞ্চল-১ চট্টগ্রাম (CTAX-1) পরীক্ষার রেজাল্ট প্রকাশ ২০২৩
শেষের কথা
পরিশেষে বলতে চাই বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডিজিএফপি বিগত সালের অর্থাৎ ২০১৮ সালের প্রশ্ন সমাধান সম্পর্কে সকল বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি। আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমাদের পেজটি আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। একই সাথে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরীক্ষার ফলাফল ও প্রশ্ন সমাধান ও অন্যান্য চাকরির বিষয় সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটটির সঙ্গেই থাকুন। আজকের মত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।