পরিবার পরিকল্পনা অধিদপ্তর {ডিজিএফপি} পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড ২০২৩
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি পরিবার পরিকল্পনা অধিদপ্তর( ডিজি এফপি) পরীক্ষার তারিখ ২০২৩। সম্পর্কে সকল বিস্তারিত আলোচনা আপনারা যারা নতুন বছরের শুরুতেই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরীক্ষার প্রার্থী আছেন তাদের জন্য আনন্দ সংবাদ। কারণ ডিজিএফপি পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড প্রকাশ করেছে। আমরা আমাদের আজকের নিবন্ধনের মাধ্যমে জানাতে যাচ্ছি কবে কখন কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কত তারিখে। এসব সকল বিস্তারিত আলোচনা নিয়ে থাকছে আমাদের আজকের নতুন নিবন্ধনটি। আমাদের সঙ্গেই থাকুন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর লিখিত পরীক্ষার তারিখ ২০২৩
পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ডিজিএফপি) বাংলাদেশের একটি বিখ্যাত সরকারি সংস্থা। এ বিশাল সংস্থাটি পরিচালনার জন্য অনেক দক্ষ ও জ্ঞান সম্পন্ন জনবল দরকার হয়। সে কারণে প্রত্যেক বছরের এ বছরও একটি বিশাল বিজ্ঞপ্তি দিয়েছিলেন। অনলাইনে আবেদনের তারিখ ছিল ১৫ই অক্টোবর ২০২২ তারিখ হইতে ৬ নভেম্বর ২০২২ তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করেন। প্রায় ২ লক্ষ ২৭ হাজার ৩০০ জন প্রার্থী। এই পদে আবেদন করেছিলেন। সকল কার্যক্রম শেষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর তারা লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে। এরপর থেকেই এই পদের প্রার্থীদের ঘুমহারা হয়ে গেছে যে কবে কখন কোথায়? বা কত তারিখে এবার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এসব কথা ভেবে ভেবে। এইসব প্রার্থীদের কথা ভেবে আমরা আমাদের ওয়েবসাইট দ্বারা পরীক্ষার সময়সূচি প্রকাশ করতে যাচ্ছি আমাদের নিবন্ধনটির নিচের অংশে দেখুন।
প্রতিষ্ঠানের নাম: পরিবার পরিকল্পনা মহাপরিচালক (DGFP)
পদের নাম এবং শূন্যপদ:
১. ফার্মাসিস্ট – ২৭৫
২. মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব – ১৪৮
৩. মেডিকেল টেকনোলজিস্ট রেডিও – ০২
৪. স্বাস্থ্য শিক্ষাবিদ – ০১
৫. স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর – ০৩
৬. কম্পিউটার অপারেটর – ০১
৭. ফিল্ড প্রশিক্ষক – ০১
৮. প্রধান সহকারী –০১
৯. হিসাবরক্ষক – ০৩
১০. উচ্চ বিভাগ সহকারী – ০১
১১. গবেষণা সহকারী – ০২
১২. স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর –৪০
১৩. পরিসংখ্যান সহকারী – ০৫
১৪. গুদাম রক্ষক -০৫
১৫. কোষাধ্যক্ষ –০৬
১৬. সহকারী গ্রন্থাগারিক – ০২
১৭. ইপিআই টেকনিশিয়ান – ০১
১৮. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট – ১৫৯
১৯. টেলিফোন অপারেটর – ০২
২০. ডেটা এন্ট্রি / কন্ট্রোল অপারেটর – ০১
২১. ওয়ার্ডমাস্টার – ০২
২২. লিনেন কিপার – ০২
২৩. উপকরণ তত্ত্বাবধায়ক – ০২
২৪. টিকিট ক্লার্ক – ০৪
২৫. স্টেরিলাইজার কাম মেকানিক – ০২
২৬. রান্নাঘর সুপারভাইজার -০১
২৭. রেকর্ড কিপার – ০১
২৮. কার্ডিওগ্রাফার – ০১
২৯. ড্রাইভার – ৩৪
৩০. ইলেকট্রিশিয়ান – ০১
৩১. অফিস সোহায়ক – ৪০৪
৩২. এমএলএসএস / সিকিউরিটি গার্ড –৩৭৪
৩৩. নিরাপত্তা প্রহরী -০৯
৩৪. প্রহরী – ০১
৩৫. কুক হেল্পার – ০১
৩৬. ক্লিনার – ৬৪
মোট শূন্যপদ:১৫৬২ জন
পরীক্ষার সময়সূচী: ২১ জানুয়ারী ২০২৩ এবং ০৪ ফেব্রুয়ারি ২০২৩
পরীক্ষার সময়ঃ বিকাল ৩.০০ টা
DGFP লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ২০২৩
আপনারা কি? পরিবার পরিকল্পনা অফিস (ডিজিএফপি) বিভিন্ন পদের পরীক্ষার তারিখ খুঁজতেছেন? হ্যাঁ তাহলে সঠিক জায়গায় এসে হাজির হয়েছেন। আমরা এখানেই প্রকাশ করতে যাচ্ছি (ডিজিএফপি) পরীক্ষার তারিখ ও অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্পর্কে সকল বিস্তারিত। ৩৬ টি ক্যাটাগরিতে মোট ১৫৬২টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ডিজিএফপি লিখিত পরীক্ষার তারিখ সময়সূচী: ২১ জানুয়ারী ২০২৩ শনিবার এবং ০৪ফেব্রুয়ারি শনিবার ২০২৩।পরীক্ষাটি নেওয়া হবে বিকাল ৩ টায় চারটি বিষয়ের উপর পরীক্ষা প্রশ্ন দেওয়া হবে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষাটি লিখিত আকারে নেওয়া হবে। আপনারা সকলেই পরীক্ষার এডমিট কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষার হলে উপস্থিত হবেন। কারণ এডমিট কার্ড ছাড়া পরীক্ষায় কাউকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
ডিজিএফপি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড২০২৩
পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ডিজিএফপি) এর লিখিত নিয়োগ পরীক্ষার তারিখ ইতিমধ্যে আপনারা উপরে অংশে জানতে পেরেছেন। আগামী ২১-০১-২০২৩ এবং ০৪-০২- ২০২৩বিকাল ৩ ঘটিকায় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডিজি এফপি তারা তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট www.dgfp.gov.bd তে পরীক্ষার প্রবেশপত্র বা এডমিট কার্ড ডাউনলোড করার সকল তথ্য প্রদান করেছে সেই সাথে আমাদের ওয়েবসাইটটি মাধ্যমে বিস্তারিত আলোচনা বা তথ্য উপস্থাপন করা হলো। আপনি খুব সহজেই ঘরে বসেই বিজি এফপি পরীক্ষার পত্র বা তারিখ সম্পর্কে যাবতীয় তথ্য এক নিমিষেই পেতে পারেন।
১/এজন্য প্রথমে আপনাকে পরিদর্শন করতে হবে, বাংলাদেশ পরিবার পরিকল্পনা ডিজিএপি অধিদপ্তরে প্রবেশ পত্র সংগ্রহকৃত অফিচিয়াল ওয়েবসাইটwww.dgfp.gov.bd তে
২/উক্ত ওয়েবসাইটে গেলে আপনার সামনে দেখতে পারবে ❛ডাউনলোড এডমিট কার্ড❜ নামে একটি পেইজ আছে।
৩/এবার উক্ত পেইজে আপনার ❛ইউজার আইডি❜ দিন।
৪/তারপর আপনার ❛পাসওয়ার্ড❜ দিন।
৫/এসকল ঘর সঠিক তথ্য দিয়ে পূরণ শেষে ❛সাবমিট❜ বাটুনে ক্লিক করুন
৬/নিচের অংশে দেখতে পারবেন আপনার ছবি সহ এডমিট কার্ড, ক্লিক করে ❛এডমিট কার্ড ডাউনলোড❜ করুন।
উল্লেখ্য;- যে, আপনার এডমিট কার্ডটি অবশ্যই প্রিন্ট করে নিতে হবে ।
আরও দেখুন;- এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে দিবে?[এখানে দেখুন]
পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩
শেষের কথা
পরিশেষে বলতে চাই বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ডিজিএফপি) বিভিন্ন পদ পদের পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড সম্পর্কে সকল বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি বলে মনে করি। আমাদের নিবন্ধন টি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমাদের ওয়েবসাইটটি আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন। একই সাথে আমাদের প্রত্যেকটি নিবন্ধনে চোখ রাখুন কারণ আমাদের ওয়েবসাইট দ্বারা সকল পরীক্ষার প্রশ্ন সমাধান ও পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।