বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) পরীক্ষার তারিখ ২০২৩
চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য বরাবরের মতো আরেকটি নতুন চাকরির লিখিত পরীক্ষার খবর নিয়ে আপনাদের মাঝেহাজির হলাম। আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে স্থান পাবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড(BREB)পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড ২০২২ সম্বন্ধে সকল তথ্য। আপনারা যারা ইতিমধ্যেই পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) বিভিন্ন পদের পরীক্ষার্থী তাদের জন্য আমাদের আজকের এই পোস্টে টি গুরুত্বপূর্ণ হতে চলেছে।উক্ত পোস্টটি খুব মনোযোগ সহকারে দেখুন।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) পরীক্ষার তারিখ ২০২৩
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড( বিআরইবি) কর্তৃপক্ষ কর্তৃক ০৬ অক্টোবর ২০২২ ইং তারিখে তারা তাদের বোর্ড পরিচালনার জন্য কিছু দক্ষ জনবল নিয়োগের জন্য একটি বিশাল বিজ্ঞপ্তি করেছিলেন। বিজ্ঞপ্তির অনলাইনে কার্যক্রম ছিল ১৫ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত। একমাস ব্যাপী আবেদন কার্যক্রমে অনুযায়ী প্রায় ৭০হাজার ৭৩০ জন পদপ্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেন। অনলাইনে প্রার্থীদের জন্য সুসংবাদ কারণ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিআরইবি কর্তৃপক্ষ তাদের পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে। এই পদের পদপ্রার্থীদের কথা ভেবে আমাদের ওয়েবসাইটে দ্বারা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরীক্ষার সময়সূচী এবং কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে হয় সহ সকল তথ্য প্রকাশ করতে যাচ্ছি।
পদের নাম এবং শূন্যপদ:
১. জিআইএস বিশেষজ্ঞ – ০১
২. সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) – ১৫
৩. সহকারী পরিচালক (অর্থ) –০৩
৪. সহকারী প্রকৌশলী – ০৫
৫. অর্থনীতিবিদ- ০১
৬. সহকারী প্রোগ্রামার – ০১
৭. উপ সহকারী প্রকৌশলী – ৩৪
৮. সহকারী হিসাবরক্ষক – ০৩
৯. ওয়্যারলেস টেকনিশিয়ান/ওয়্যারলেস মেকানিক – ০৪
১০. সুপারভাইজার (সম্পত্তি) –০১
১১. লাইন কনস্ট্রাকশন সুপারভাইজার/লাইন কনস্ট্রাকশন ইন্সপেক্টর – ০৯
১২. ওয়্যারলেস অপারেটর – ০৩
১৩. কম্পিউটার টাইপিস্ট কাম অফিস সহকারী –০৪
১৪. ডাটা এন্ট্রি অপারেটর – ০২
১৫. যানবাহন মেকানিক –০১
১৬. জেনারেটর অপারেটর – ০১
১৭. যন্ত্রপাতি মেকানিক – ০১
১৮. স্টোর হেল্পার – ০৫
মোট শূন্যপদ: ৯৪
BREB পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ২০২৩
১৮ টি ক্যাটাগরিতে ৯৪টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য (বিআরইবি) তারা তাদের লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি এবং তারিখ একসাথে প্রকাশ করেছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) পদের লিখিত পরীক্ষার তারিখ ২০ জানুয়ারি ২০২৩ রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে সকাল ০৩-০০ হতে০৪-০০টা পর্যন্ত পরীক্ষাটির কেন্দ্রস্থল প্রশিক্ষণ একাডেমি ভবন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিকুঞ্জ-২ খিলখেত ঢাকা-১২২৯। পরীক্ষাটি নেয়া হবে mcq আকারে। পরীক্ষাটি অনুষ্ঠিতব্য ০৪টি বিষয়ের উপর বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান। পরীক্ষার শেষের পরীক্ষার প্রশ্নপত্র সহ উত্তর পত্র জমা নেওয়া হবে।
বিআরইবি পদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি .২০২৩
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এই প্রথম একসাথে তিনটি ক্যাটাগরিতে পরীক্ষার তারিখ প্রকাশ করেছে ইতিমধ্যে আপনারা উপরের অংশ জানতে পেরেছেন লিখিত পরীক্ষার তারিখ ও তার সকল বিস্তারিত তথ্য। জানিয়ে দেবো ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ। বিআরইবি পদের ব্যবহারিক পরীক্ষার তারিখ০৬ জানুয়ারি ২০২৩ রোজ শুক্রবার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিকাল০৩-০০ ঘটিকায় পরীক্ষায় অংশ নিতে পারবেন লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীগণ। পরীক্ষাটির কেন্দ্র সদর দপ্তর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিকুঞ্জ- 2 খিলক্ষেত ঢাকা- ১২২৯। একসাথে মৌখিক বা ভাইবা পরীক্ষার তারিখ ও তারা প্রকাশ করেছে। সুতরাং মৌখিক পরীক্ষার তারিখ ০৭ জানুয়ারী ২০২৩ রোজ শনিবার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকাল ১০-০০ ঘটিকা হইতে পরীক্ষায় অংশ নিতে পারবেন ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু। পরীক্ষার কেন্দ্রস্থল সম্প্রতি ও লজিস্টিক পরিদপ্তর সদরদপ্তর ভবন দ্বিতীয় তলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিকুঞ্জ খিলক্ষেত ঢাকা।১২২৯। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ রাখা হলো আপনারা যথাসময়ে এবং সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে এডমিট কার্ড সহ পরীক্ষার কেন্দ্রে হাজির হবেন। এডমিট কার্ড ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ কর্তিক।
ব্যবহারিক পরীক্ষার তারিখ:২০ জানুয়ারী ২০২৩
পরীক্ষার সময়ঃ বিকাল ৩.০০ টা
ভাইভা তারিখ: ০৭জানুয়ারী ২০২৩
পরীক্ষার সময়ঃ সকাল ১০.০০ টা
BREB পদের পরীক্ষার এডমিট কার্ড PDF ডাউনলোড ২০২৩
আপনি কি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) পদের পরীক্ষার চাকরি প্রত্যাশী প্রার্থী, আপনি কি উক্ত বিষয়ে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের পদ্ধতি খুঁজতেছেন। হ্যাঁ তাহলে সঠিক জায়গায় এসেছেন আমরা আপনাদের দেখাবো কিভাবে অতি সহজে এডমিট কার্ড ডাউনলোড করা যায়। এই ধাপে তাঁদের দেখাবো, যে কিভাবে আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার, ল্যাপটপ/ ট্যাব দিয়ে আপনার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন (বিআরইবি) পদের প্রবেশপত্র টি ডাউনলোড করবেন ।
১/এজন্য প্রথমে আপনাকে পরিদর্শন করতে হবে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) অধিদপ্তরে প্রবেশ পত্র সংগ্রহকৃত অফিচিয়াল ওয়েবসাইট www.breb.gov.bd তে
২/উক্ত ওয়েবসাইটে গেলে আপনার সামনে দেখতে পারবে ❛ডাউনলোড এডমিট কার্ড❜ নামে একটি পেইজ আছে।
৩/এবার উক্ত পেইজে আপনার ❛ইউজার আইডি❜ দিন।
৪/তারপর আপনার ❛পাসওয়ার্ড❜ দিন।
৫/এসকল ঘর সঠিক তথ্য দিয়ে পূরণ শেষে ❛সাবমিট❜ বাটুনে ক্লিক করুন
৬/নিচের অংশে দেখতে পারবেন আপনার ছবি সহ এডমিট কার্ড, ক্লিক করে ❛এডমিট কার্ড ডাউনলোড❜ করুন।
উল্লেখ্য;- যে, আপনার এডমিট কার্ডটি অবশ্যই প্রিন্ট করে নিতে হবে ।
আরও দেখুন;- [PMGMC] পোস্টমাস্টার জেনারেল লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ ২০২৩
বাংলাদেশ টেলিভিশন (BTV) নিয়োগ পরীক্ষার রেজাল্ট প্রকাশ ২০২৩
চূড়ান্ত শব্দ
পরিশেষে বলতে পারি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) সকল পরীক্ষার তারিখ সময় এডমিট কার্ড ডাউনলোড সকল বিষয়ের তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আপনারা পল্লী বিদ্যুৎ পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষার ফলাফল পেতে আমাদের সঙ্গেই থাকুন। এবং আমরা সকল পরীক্ষার তারিখ থেকে শুরু করে প্রশ্ন সমাধান ও তার ফলাফল আমাদের ওয়েবসাইটে দ্বারা প্রকাশ করে থাকি।