DGHS Previous Exam Question Solution 2023 [pdf]
Directorate of Health Previous Exam Question Solution 2023
Welcome to Bismillahir Rahmani Rahim Directorate of Health Services Previous Year Exam Question Solution 2023 related article. Today we are going to present to you the information on various topics of the Department of Health Services Past 2020 Exam Question Solution. This article is going to be very important for those of you who are candidates for the Health Department Recruitment Exam. Keep reading our article to see the previous year question papers along with the answers of your desired exam.
Directorate of Health Previous Year Exam Question Solution 2023
Directorate of Health is a government institution of Bangladesh. As this organization has expanded a lot, there is a need to hire a lot of skilled manpower. It publishes a notification every year on its basis. This year also published a notification accordingly. And his exam is coming up on 15 April 2023. Ahead of the said examination, the candidates of the examination need a lot of study and full preparation. Keeping them in mind, we are going to present to you some of the past year exam question answers of the Department of Health. So that by looking at the questions from there, you can get some idea of what category the exam questions will be on which subject and also understand that some exam questions can be common from there.
DGHS Previous Year Exam Question Answers 2023
You are aware that last year DGHS organized two days mcq format exam from 18th December to 19th December 2020. There mcq format questions of 80 marks were given for one and a half hours. The health department is very big, there are many categories and many vacant posts, the candidates have high hopes of getting the job. So for other exams he gives a bit more exam price in this department. Because the category and zero path are more, the candidates get a lot of advantage. And they want to prepare better than other exams by studying more for the exam. So two to four days before the exam, they want to see the question solutions of the previous year of the division. Because if you get the question solutions, .10-20 market questions are common from there. Therefore, before the exam, they are more curious to check the previous year’s exam question answers.
Post Name: Medical Technician (ECG)
বাংলা অংশ সমাধানঃ
১. সন্ধি বিচ্ছেদ করুন।
ক) নদ্যম্বু= নদী + অম্বু
খ) ক্ষুৎপিপাসা= ক্ষুধ্ + পিপাসা
২. সমার্থক শব্দ লিখুন।
ক) কেশ=কুন্তল, অলক, কেশপাশ, কেশদাম, চুল, কচ, শিরোজ, শিবসিজ, চিকুর
খ) স্বর্ণ= ত্রিদিব, সোনা, সুবর্ণ, কাঞ্চন, কনক, হেম, হিরণ্য
৩. বিপরীত শব্দ লিখুন।
ক) তস্কর=সাধু
খ) লয়= সৃষ্টি
৪. অর্থসহ বাক্য রচনা করুন।
ক) ঘণ্টাগরুড় = (অকর্মণ্য লোক) = সুমনের মত ঘণ্টাগরুড় লোক আমি জীবনে দেখিনি।
জবড়জং= (এলোমেলো)= জবড়জং অবস্থায় রাখা ভালাে শিক্ষার্থীর লক্ষণ নয়।
৫. বিস্ময় কে আপন = বিস্ময়াপন্ন কোন সমাস? উত্তরঃ দ্বিতীয়া তৎপুরুষ সমাস
৬. “আমার” ঠিক মনে পড়ছে না -কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ কর্তায় শূন্য
৭. প্রকৃতি কাকে বলে? উদাহরণ দিন। উত্তরঃ শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না, তাকে প্রকৃতি বলে। প্রত্যয় যুক্ত প্রতিটি মৌলিক শব্দ তথা প্রত্যয় যুক্ত প্রতিটি প্রাতিপদিক ও ধাতুই একেকটি প্রকৃতি।
যেমনঃ চল + অন্ত= চলন্ত, ঘর + আমি= ঘরামি
৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দুটি বইয়ের নাম লিখুন? উত্তরঃ অসমাপ্ত আত্মজীবনী ও আমার দেখা নয়াচীন
৯. শুদ্ধ করে লিখুন।
ক) আকন্ঠ পর্যন্ত ভোজন ভাল নয় =আকন্ঠ ভোজন ভাল নয়
খ) অধ্যাপনায় ছাত্রদের তপস্যা= অধ্যয়নই ছাত্রদের তপস্যা
১০. এক কথায় প্রকাশ করুন।
ক) যে সুপথ থেকে কুপথে যায়=উন্মার্গগামী
খ) ন্যায় শাস্ত্র জানেন যিনি=নৈয়ায়িক
১১. রচনাগুলোর লেখক এর নাম লিখুন।
ক) সয়ফুল মূলক বদিউজ্জামান=আলাওল
খ) চিলেকোঠার সেপাই= আখতারুজ্জামান ইলিয়াস
ইংরেজি অংশ সমাধানঃ
১২. Identify the parts of speech of the underlined words.
a) I lost my pen. উত্তরঃ verb
b) This is a sharp weapon. উত্তরঃ Adjective
c) He can run fast. উত্তরঃ Adverb
d) Which is your book? উত্তরঃ Pronoun
e) Write to me at the above address. উত্তরঃ Adjective
১৩. Fill in the blanks with appropriate article/ preposition.
a) He goes home——-foot. উত্তরঃ on
b) He argued——–me. উত্তরঃ with
c) He entrusted——you. উত্তরঃ to
d) ——-Nile is the longest river—Africa. উত্তরঃ The, in
১৪. Correct the following sentences.
a) He is working for 5 hours. উত্তরঃ He has been working for 5 hours.
b) Why you do it. উত্তরঃ Why do you do it?
c) You, he and I am guilty. উত্তরঃ I, You and he are guilty.
d) He is junior than me. উত্তরঃ He is junior to me.
e) Ill news run fast. উত্তরঃ Ill news runs fast.
১৫. Translate into English.
ক) সে আমার প্রতি রাগান্বিত= He is angry at me.
খ) তিনি ৬০ বছর বেঁচেছিলেন=He was alive sixty years.
গ) কাজটি শেষ করা হোক= Let the work be done.
ঘ) এখন দশটা বাজতে ১৫ মিনিট বাকি= It is 15 minutes to ten.
ঙ) তিনি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত= He is accustomed to hard work.
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
১৬. পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত? উত্তরঃ দৈর্ঘ্য= ৬.১৫ কি.মি; প্রস্থ=১৮.১০ মি
১৭. ২০১৮-২০১৯ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত? উত্তরঃ ৮.১৫%
১৮. জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? উত্তরঃ নাছিমা বেগম
১৯. বাংলাদেশের দুইটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম লিখুন। উত্তরঃ নির্বাচন কমিশন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
২০. শান্তিতে সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কারজয়ী কে? উত্তরঃ মালালা ইউসুফজাই (১৭ বছর)
২১. স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? উত্তরঃ ৪২৬ (চারশত ছাব্বিশ) জন
২২. মুক্তিযুদ্ধের সময় পটুয়াখালী জেলা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? উত্তরঃ ৯নং সেক্টরের একটি সাব-সেক্টর
২৩. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো ২০১৯ পুরস্কার প্রদান করে কোন সংস্থা? উত্তরঃ গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন (জিএভিআই)
২৪. এশিয়া মহাদেশ থেকে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছেন কে কে? উত্তরঃ মহা থ্রায় সিথু উ থান্ট (মায়ানমার), বান কি মুন (দক্ষিণ কোরিয়া)
২৫. পূর্ণরূপ লিখুন।
ক) NIPORT=National Institute of Population Research and Training
খ) CIRDAP= Centre on Integrated Rural Development for Asia and the Pacific
গ) BIMSTEC=Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
গণিত অংশ সমাধানঃ
২৬. দুটি সংখ্যার বর্গের সমষ্টি ১৩ এবং সংখ্যা দুটির গুণফল ৬ হলে, সংখ্যা দুটির বর্গের অন্তর কত? উত্তরঃ ৫
২৭. কিছু টাকা ৮% লাভে ৩ বছরে লাভ আসলে ১৮৬০ টাকা হয়। কত বছর পর তা লাভ আসলে ২০৪০ টাকা হবে?
উত্তরঃ ৪.৫ বছরে
২৮. x=√3+√2হলে x^2+1/x^2 এর মান কত? উত্তরঃ 10
বিষয়ভিত্তিক (টেকনিক্যাল) অংশঃ
২৯. ইসিজি বলতে কি বুঝায়? এর কম্পোনেন্টস গুলো কি কি?
৩০. ইসিজিতে কি কি ইনফেরিয়র লিডস আছে?
৩১. পূর্নরূপ লেখ:
ক) HIV=Human Immunodeficiency Virus
খ) DPT=Diphtheria, Pertussis and Tetanus
৩২. মানবদেহের হৃদপিন্ডের কয়টি প্রকোষ্ঠ আছে এবং এদের নাম লিখুন?
উত্তরঃ মানব হৃৎপিন্ড ৪টি মূল প্রকোষ্ঠে বিভক্ত, ডান অলিন্দ ও ডান নিলয় এবং বাম অলিন্দ ও বাম নিলয়।
Post Name: Medical Technician (Anesthesia)
পদের নামঃ মেডিকেল টেকনিশিয়ান এনেসথেসিয়া
বাংলা অংশ সমাধানঃ
১. বাংলা বর্ণমালায় উষ্ম বর্ণ কয়টি ও কি কি? উত্তরঃ ৪ টি। যথাঃ শ-ষ-স-হ
২. হ্ন ও হ্ণ যুক্ত ব্যঞ্জন বর্ণের মধ্যে পার্থক্য কি? উত্তরঃ হ্ন = হ + ন (মধ্যাহ্ন), হ্ণ= হ + ণ (অপরাহ্ণ)
৩. সন্ধি বিচ্ছেদ করুন।
ক) শুদ্ধোদন= শুদ্ধ+ওদন
খ) ন্যূন = নি + ঊন
৪. প্রাতিপদিক কাকে বলে? উত্তরঃ বিভক্তিহীন নামশব্দকে প্রাতিপদিক বলে। যেমন : ঘর, হাত, বই, কলম ইত্যাদি।
৫. সুমনা “তুরস্কে” যাবে-কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ অধিকরণ কারকে ৭মী বিভক্তি
৬. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন: যথাবিধি উত্তরঃ বিধিকে অতিক্রম না করে = যথাবিধি= অব্যয়ীভাব সমাস
৭. দুইটি করে সমার্থক শব্দ লিখুন।
ক) শিখন্ডী=ময়ূর, কলাপী
খ) নীলাম্বু= সাগর, বারিধি
৮. বিপরীত শব্দ লিখুন।
ক) ঢেংগা=খাটো
খ) গঞ্জনা= বন্দনা
৯. শুদ্ধ করে লিখুন: মুমূর্ষু রোগীকে শুশ্রসা কর। উত্তরঃ মুমূর্ষু রোগীকে শুশ্রূষা কর।
১০. অর্থসহ বাক্য রচনা করুন।
ক) হাঁটুর বয়স=(নিতান্ত শিশু) = হাঁটুর বয়সের ছেলেমেয়ে এখন বিয়ের কথা ভাবে, এ যেন আকাশ কুসুম চিন্তা।
খ) শ্রীঘর= (জেলখানা)= চোরের দায়ে সুমন এখন শ্রীঘরে।
১১. এক কথায় প্রকাশ করুন।
ক) বাতাসে চরে যে=কপোত
খ) আকাশ ও পৃথিবী=ক্রন্দসী
১২. চর্যাপদ কিসের সংকলন? উত্তরঃ গানের সংকলন
১৩. শেরেবাংলা থেকে বঙ্গবন্ধু ও হাজার বছর ধরে গ্রন্থ দুটির রচয়িতার নাম লিখুন। উত্তরঃ শেরেবাংলা থেকে বঙ্গবন্ধু= আবুল মনসুর আহমদ; হাজার বছর ধরে= জহির রায়হান
ইংরেজি অংশ সমাধানঃ
১৪. Fill in the gaps with appropriate preposition/ article.
a) We want prevention——- cure. উত্তরঃ than
b) Give me all ——this pen. উত্তরঃ of
c) We could not go out —-rain. উত্তরঃ due to
d) I have—— few friends. উত্তরঃ a
e) He is —-FRCS. উত্তরঃ an
১৫. Correct the sentences.
a) You have better than their. উত্তরঃ You have better than theirs.
b) We worked hard passing. উত্তরঃ We worked hard to pass.
c) I have my rice cook. উত্তরঃ I have my rice cooked.
d) I like my son. উত্তরঃ
e) I forbid him not to go. উত্তরঃ I forbade him to go.
১৬. Identify the parts of face of the underlined words.
a) We felt very (tired). উত্তরঃ Adjective
b) A (barking) dog seldom bites. উত্তরঃ Adjective
c) The boy writes (well). উত্তরঃ Adverb
d) He is poor (but) honest. উত্তরঃ Conjuction
e) The doctor is a friend of (mine). উত্তরঃ Pronoun
১৭.Translate into English.
ক) ট্রেনটি সময় মতো চলছে= The train is running on time.
খ) তাকে বসার জায়গা দাও= Give him a seat.
গ) তুমি আসলে আমি যাব= If you come, I will go.
ঘ) মেঘ কেটে গেল= The cloud rolled away.
ঙ) সে হাসতে হাসতে ঘরে ঢুকলো = The girl entered the room laughing.
গণিত অংশ সমাধানঃ
১৮. আয়তাকার বাগানের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দেড় ফুট বর্গবিশিষ্ট্য ২০২৮ খানা পাথর দ্বারা বাঁধানা হলে বাগানের পরিসীমা কত? উত্তরঃ ৩১২ ফুট
১৯. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অংক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি উহার অঙ্কদ্বয়ের সমষ্টির ৩ গুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?
উত্তরঃ ২৫
২০. X^2+1/x2 =3 হলে
ক) (x+1/x)^2 এর মান নির্ণয় কর। উত্তরঃ ৫
খ) (x^2 -1/x^2)^3 এর মান নির্ণয় কর। উত্তরঃ 5√5
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
২১. বর্তমান বিশ্বে সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী সরকার প্রধান কে? উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২২. কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? উত্তরঃ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU)
২৩. মুহুরীর চর কোথায় অবস্থিত? উত্তরঃ ফেনী জেলায়
২৪. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? উত্তরঃ ১৩৬
২৫. পানিপথের যুদ্ধ হয় কত সালে এবং কার কার মধ্যে? উত্তরঃ পানিপথের প্রথম যুদ্ধ (১৫২৬) হয়েছিল মুঘল সম্রাট বাবর ও দিল্লির সুলতান ইব্রাহিম লোদীর সঙ্গে। ফলাফল মুঘল বিজয়। উল্লেখ থাকে যে এই যুদ্ধে বাবর প্রথম ভারতে কামানের ব্যবহার করেন যে কারণে বাবর ইব্রাহিম লোদীর লক্ষাধিক সৈন্যের বিরুদ্ধে লড়াই করেও জয়লাভ করেন। আর এই যুদ্ধে বাবর রুমি কৌশল প্রয়োগ করে যুদ্ধ জয়কে আরও সহজসাধ্য ক’রে তুলেছিলেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ (১৫৫৬) হয়েছিল মুঘল সম্রাট আকবরের সঙ্গে সম্রাট হেম চন্দ্র বিক্রমাদিত্যর (হেমু) সঙ্গে। ফলাফল মুঘল বিজয়। পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) হয়েছিল দুররানি সাম্রাজ্য ও মারাঠা সাম্রাজ্য দ্বয়ের মধ্যে- ফলাফল দুররানি সাম্রাজ্য বিজয়। এই বিজয়ের ফলে দুররানি সম্রাজ্য পরবর্তী সময়ে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল।
২৬. চা পাতায় কোন ভিটামিন থাকে? উত্তরঃ ভিটামিন-বি কমপ্লেক্স
২৭. রয়টার্স এর সদর দপ্তর কোথায়? উত্তরঃ লন্ডন, ব্রিটেন।
২৮. মুক্তিযুদ্ধে ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? উত্তরঃ ২ নং
২৯. সেতারা বেগম কোন সেক্টরে যুদ্ধ করেন? উত্তরঃ ২নং
৩০. বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? উত্তরঃ মেঘনা
৩১. পূর্ণরূপ লিখুন।
BGMEA= Bangladesh Garment Manufacturers and Exporters Association
NATO=North Atlantic Treaty Organization
৩২. গ্রীন হাউজ কি? উত্তরঃ সাধারণত: শীতপ্রধান উন্নত দেশসমূহে শাক-সবজি উৎপাদনের জন্য তৈরী একধরনের কাঁচের ঘরকে “সবুজ ঘর” বা গ্রীন হাউস (Green House) বলা হয়ে থাকে ।
৩৩. সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী- এটি সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত? উত্তরঃ ২৭ নং
৩৪. এনেসথেসিয়া কি? উহা কত প্রকার ও কি কি? উত্তরঃ অ্যানেস্থেসিয়া একটি চিকিৎসা পদ্ধতি যাতে কোনো ব্যাক্তি অপারেশনের সময় যন্ত্রনা এড়াতে সমর্থ হয়। তিন প্রকার, যথাঃ লোকাল বা স্থানীয়, রিজিওনাল বা আঞ্চলিক, এবং জেনারেল বা সাধারণ অ্যানেস্থেসিয়া।
৩৫. এনেসথেসিয়া প্রমাণ এর প্রয়োজনীয়তা কি? উত্তরঃ শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে স্থির রাখতে
৩৬. মানুষের জীহ্ববা কোন ধরনের মাংসপেশি দ্বারা গঠিত? উত্তরঃ ঐচ্ছিক পেশি
৩৭. করোনা মহামারীর বিস্তার রোধে কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত? উত্তরঃ মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া, সামাজিক দূরত্ব মেনে বলা ইত্যাদি।
৩৮. পূর্ণরূপ লিখুন।
BSMMU=Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU)
DA= Diploma in Anaesthetics
Exam Question Solution: 03
See/download DGHS Exam Question Solution 2020 below:
Post Name: Medical Technologist (Physiotherapy)
বাংলা অংশ সমাধানঃ
১. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি?
উত্তরঃ উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্যসমূহ নিচে উল্লেখ করা হলো।
ক. উপসর্গ থাকে শব্দের সামনে (প্রথমে), প্রত্যয় থাকে শব্দের পিছনে (শেষে)
খ. যেমনঃ প্র + হার= প্রহার; ঘর+ আমি=ঘরামি
২. ”সোনার বাংলা গড়বো মোরা” কোন কারক? উত্তরঃ করণ কারক
৩. নীল যে আকাশ= নীলাকাশ কোন সমাস? উত্তরঃ কর্মধারয় সমাস
৪. বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার? উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার ১৮৪৭ সাল থেকে শুরু হয়।)
৫. “লাজুক লতা” গ্রন্থটি কার রচিত? উত্তরঃ মানিক বন্দোপাধ্যায় (“লাজুক লতা” ছোটগল্পটি ১৯৫৪ রচিত)
৬. সন্ধি বিচ্ছেদ করুন।
ক. বাগীশ= উত্তরঃ বাক্+ঈশ
খ. ষড়যন্ত্র=উত্তরঃ ষট+যন্ত্র
৭. শব্দের আদিতে বসে না এমন দুটি বাংলা ধ্বনি কি কি?
উত্তরঃ ঙ, ঞ ( শব্দের আদিতে বসে না এমন বাংলা ব্যাঞ্জনবর্ণ ৬ টি।)
৮. দন্ত বর্ণ কয়টি ও কি কি? উত্তরঃ ৫টি। যথাঃ ত থ দ ধ ন
৯. বিপরীত শব্দ লিখ।
অনুরূক্ত=উত্তরঃ বিরক্ত
অলস=উত্তরঃ পরিশ্রমী/কর্মঠ
১০. সমার্থক শব্দ লিখুন। (২টি করে)
কপাল= উত্তরঃ ললাট, ভাগ্য (এছাড়াও ভাল, অদৃষ্ট, নিয়তি, অলিক, নসিব, বরাত, বিধিলিপি)
ধন= উত্তরঃ সম্পদ, অর্থ (এছাড়াও বিত্ত, সম্পত্তি, ঐশ্বর্য, দৌলত, বিভব, বিভূতি, টাকা-পয়সা, টাকাকড়ি, বৈভব)
১১. এক কথায় প্রকাশ করুন।
ক. গমন করার ইচ্ছা- উত্তরঃ জিগমিষা
খ. যে নারী সাগরে বিচরণ করে-উত্তরঃ সাগরিকা
১২. অর্থসহ বাক্য রচনা করুন।
ক. কতশত-উত্তরঃ (অসংখ্য বা অপরিমেয়)- কতশত আছে নীতি কথামালা, বাস্তবে কেউ মানে না।
খ. কচুবনের কালাচাঁদ- উত্তরঃ (অপদার্থ)- সুমনের মত এমন কচুবনের কালাচাঁদ আর দেখিনি বাবা!!!
১৩. শুদ্ধ করে লিখুন।
ক. তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন-উত্তরঃ তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন।
খ. বাংলাদেশ একটি উন্নতশীল দেশ- উত্তরঃ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ
১৪. Fill in the blanks with appropriate article/preposition:
(i) He is — European. উত্তরঃ a
(ii) He is — L.L.B . উত্তরঃ an
(iii) He is —One eyed man. উত্তরঃ a
(iv) The cat fond——-Milk. উত্তরঃ of
(v) He is blind—– one-eye. উত্তরঃ of
(vi) My house is is adjacent—–the school. উত্তরঃ to
১৫. Make sentence with following phrase and idioms:
(i) Man of letters-উত্তরঃ (বিজ্ঞ লোক)- “He wished to fashion for himself a career as a man of letters“
(ii) Hard and fast- উত্তরঃ (ধরাবাঁধা)- There are no hard and fast rule in this school.
(iii) All on a sudden- উত্তরঃ (হঠাৎ)- All on a sudden a tiger came out of the bush.
(iv) Bag and baggage- উত্তরঃ (পোঁটলাপুঁটলি নিয়ে) – Her tenant left, bag and baggage, without paying the rent.
(v) Red letter day- উত্তরঃ (স্মরণীয় দিন)- 16 December is our Red letter day.
১৬. Translation into English:
(i) ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত- উত্তরঃ Dhaka is located on the banks of the Buriganga river.
(ii) এখন সোয়া ১০টা বাজে-উত্তরঃ It is quarter past ten now.
(iii) এক হাতে তালি বাজে না-উত্তরঃ It takes two to make a quarrel.
(iv) মধু খেতে মিষ্টি-উত্তরঃ Honey tastes sweet.
(v) ইচ্ছা থাকলে উপায় হয়-উত্তরঃ Where there is a will, there is a way.
১৭. Correct the following sentences with appropriate verb/ degree:
(i) The earth (move) round the sun. – উত্তরঃ The earth moves around the sun.
(ii) A mango has been (eat) by me. উত্তরঃ A mango has been eaten by me
(iii) Laila is (dance) now. উত্তরঃ Laila is dancing now.
(iv) Rina is (beautiful) than Rima. উত্তরঃ Rina is more beautiful than Rima.
গণিত অংশ সমাধানঃ
১৮. পিতা পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৩:১। পুত্রের বর্তমান বয়স কত?
উত্তরঃ পুত্রের বর্তমান বয়স ১৫ বছর।
১৯. মান নির্ণয় করুন: x + 1/x=2 হলে, x4 + 1/x4=? উত্তরঃ 2
২১. উৎপাদকে বিশ্লেষণ করুন। x4 + x2 + 1 উত্তরঃ (x2 + x + 1) (x2 – x + 1)
কার্টেসী ছাড়া সমাধান কেউ কপি করে ফেসবুকে শেয়ার করবেন না। ধন্যবাদ..
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
২১. বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? উত্তরঃ ১৭ বার
২২. প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? উত্তরঃ শাহ আব্দুল হামিদ
২৩. বাংলাদেশের পতাকা দিবস কবে? উত্তরঃ ২রা মার্চ
২৪. WHOএর সদর দপ্তর কোথায়? উত্তরঃ জেনেভা
২৫. আয়তনে বাংলাদেশ পৃথিবীর কততম দেশ? উত্তরঃ ৯৪ তম
২৬. বিশ্ব অলিম্পিক দিবস কবে পালিত হয়? উত্তরঃ ২৩ জুন
২৭. মুজিববর্ষের ব্যাপ্তি কোন তারিখ হতে কোন তারিখ পর্যন্ত? উত্তরঃ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত
২৮. মহান মুক্তিযুদ্ধের ২ জন বীরশ্রেষ্ঠের নাম লিখুন? উত্তরঃ মুন্সি আব্দুর রউফ, মতিউর রহমান
২৯. বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত? উত্তরঃ ৫০
৩০. সুরমা ও কুশিয়ারা মিলিত স্রোতধারার নাম কি? উত্তরঃ মেঘনা
৩১. জাতীয় শিশু দিবস কবে পালিত হয়? উত্তরঃ ১৭ মার্চ
৩২. বাংলাদেশর জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? উত্তরঃ রাষ্ট্রপতি
৩৩. পূর্ণ অর্থ লিখুন:
SDG= Sustainable Development Goals
UNESCO= United Nations Educational, Scientific and Cultural Organization
ECNEC= Executive Committee of the National Economic Council
DGHS Previous Year Exam Question Solution pdf 2023
Are you a candidate for the Health Department Exam to be held on April 15? Are you looking for your previous year exam question solutions? If you are looking then you have come to the right place. In this episode, we are going to highlight the question and answer questions of the previous year’s Health Directorate recruitment exam. If you want, you can view it from here or download it in PDF form by various devices or smartphones and read it at a glance.
আরও দেখুন;- ECS Office Sohayok mcq Exam Result 2023
Comment
Finally, our many prayers and best wishes for the candidates of the Department of Health recruitment exam, you will participate in the exam with good pre-examination preparation. And hoping for very good results in the exam. Also, keep logging on our website to get the results with the question solutions of the Department of Health exam and also share it with your friends. Because first of all the exam question solution and result will be published by our website. Wishing everyone a healthy and beautiful life, I am ending here today, Allah Hafez.