(এলজিইডি) পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ [স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর mcq]
স্থানীয় প্রকৌশলীর অধিদপ্তর পরীক্ষার প্রশ্ন উত্তর ২০২৩ pdf
বিসমিল্লাহির রহমানির রহিম নতুন একটি চাকরি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পর্বে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলেই ভালো রয়েছেন সকলের সুন্দর জীবন কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের আলোচ্য বিষয় স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩। পরীক্ষা শেষে আমরা এলজিইডির বিভিন্ন শূন্য পদের পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে দেখতে পারে। যার জন্যই উক্ত পদের প্রার্থীদের জন্য আমাদের আজকের আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) সম্পর্কে কিছু বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম: স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)
পদের নাম এবং শূন্যপদ:
১। স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর- ১২
২। সম্প্রদায় সংগঠক – ২০৬
৩। স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর- ৩৯
৪। হিসাব সহকারী – ৩৬১
৫। সার্ভেয়ার – ৮৮
৬। কাজের সহকারী – ৭২০
৭। ইলেকট্রিশিয়ান – ৮৪ জন
৮। মুয়াজ্জিন – ০১
৯। অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট -২৫৭
১০। অফিস সহকারী – ১৭১
১১। অফিস সোহায়ক – ১০৪
১২। নিরাপত্তা প্রহরী – ১৯৪
মোট শূন্যপদ: ২২৩৭ জন
পরীক্ষার তারিখ: ০৫ এবং ১২ মে ২০২৩
পরীক্ষার ধরন: MCQ
পরীক্ষা কেন্দ্রঃ ঢাকা
অনলাইন আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারী ২০২৩
অনলাইন আবেদন শুরুর তারিখ: ০৪ জানুয়ারী ২০২৩
২৫ মার্চ ২০২০ হিসাবে বয়স গণনা করা হয়েছে
এলজিইডি এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩
স্থানীয় প্রকৌশল অধিদপ্তর এলজিডি বিভিন্ন শূন্য পদের পরীক্ষার প্রার্থীদের জন্য সুসংবাদ। সুসংবাদদা হচ্ছে এই আজ অর্থাৎ ৫মে ২০২৩ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন শূন্য পদের পরীক্ষা। উক্ত পরীক্ষায় প্রায় ১ লক্ষ ২০ হাজার প্রার্থী পদের ভিত্তিতে অংশগ্রহণ করেন। পরীক্ষাটি ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে একই সাথে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষা mcq আকারের অনুষ্ঠিত হয় ৮০ নম্বরের মধ্যে প্রশ্ন পত্র প্রদান করা হয়েছিল। যেখানে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এই ৪ টি বিষয়ের উপর প্রশ্নপত্র প্রদান করা হয়। এবং প্রত্যেকটি প্রশ্নের মান ছিল ১ নম্বর করে। এই পরীক্ষায় নেগেটিভ মার্কিন সিস্টেম রয়েছে যার কারণ হচ্ছে একটি প্রশ্নের উত্তর ভুল হলে ০.২৫% নাম্বার কাটা যাবে অর্থাৎ ৪ টি প্রশ্নের উত্তর ভুল হলে ১ টি নাম্বার কাটা যাবে। এজন্যই সকল প্রার্থীদের কাছে পরীক্ষাটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং পরীক্ষা শেষে প্রশ্ন সমাধানের জন্য প্রার্থীরা মরিয়া হয়ে পড়ে আর আপনাদের জন্যই আমরা বক্তব্য পরীক্ষার প্রশ্ন সমাধান প্রকাশ করেছি।
সমাধানঃ সেট-১
১. The Word ‘Cartography’ relates to- উত্তরঃ The process of making maps
২. Give the antonym of the word ‘transitory” উত্তরঃ Permanent
৩. “ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কি? উত্তরঃ মোসাহেব
৪. Find the Bangla meaning of “pass over” উত্তরঃ উপেক্ষা করা
৫. পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহার’ এর প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ ধর্মপাল
৬. m এর মান কত হলে 4×2-mx+9 একটি পূর্ণবর্গ হবে? উত্তরঃ 12
৭. গ্রিক শব্দ কোনটি? উত্তরঃ দাম
৮. 125(√5) ^2x=1 ? হলে X-এর মান কত? উত্তরঃ -3
৯. He was not conversant _____ the plan. উত্তরঃ with
১০. সন্ধিঘটিত কোন শব্দটি শুদ্ধ? উত্তরঃ বৃহদংশ
১১. কোথায় শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তরঃ লুক্সেমবার্গ
১২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভূক্ত করা হয়েছে? উত্তরঃ খ. পঞ্চম
১৩. Great Expectation is a novel written by? উত্তরঃ Charles Dickens
১৪. কোন বাক্যে সসমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে? উত্তরঃ লেখাপড়া কর, নতুবা, ফেল করবে।
১৫. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’? উত্তরঃ পত্রকাব্য
১৬. The Word ‘Shrug’ indicating doubt or indifference is associated with – উত্তরঃ Shoulders
১৭. ’ট্রাফালগার স্কোয়ার’ কোথায় অবস্থিত? উত্তরঃ লন্ডন
১৮. শুদ্ধ বাক্যটি নির্দেশ কর: উত্তরঃ তাকে নির্বাচিত করা হয়নি
১৯. ‘নাগার্নো কারাবাখ’ কোন দুটি দেশের করিডোর? উত্তরঃ আর্মেনিয়া-আজারবাইজান
২০. কার্টাগেনা প্রটোকল হচ্ছে – উত্তরঃ জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
২১. একটি সিএনজি প্রথম মাইলের জন্য ৫০ টাকা এবং পরবর্তী প্রতি ১/৪ মাইলের জন্য ৫ টাকা ভাড়া নেয়। সাড়ে চার মাইল পথের জন্য কত টাকা ভাড়া হবে? উত্তরঃ ১২০ টাকা
২২. My father does not like terrorism and ___. উত্তরঃ Neither do I
২৩. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় প্রথম ইউরোপীয় দেশ কোনটি? উত্তরঃ জার্মানী
২৪. Where is the setting of the play ‘Hamlet’? উত্তরঃ Denmark
২৫. কোন একটি সংখ্যার ২৫% যদি ঐ সংখ্যার ৩০% এর চেয়ে ১৫ কম হয়, তবে সংখ্যাটি কত? উত্তরঃ ৩০০
২৬. কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০%, গণিত এবং ৭০%, বাংলায় পাশ করল, উভয় বিষয়ে পাশ করল ৬০%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল? উত্তরঃ ১০%
২৭. নিচের কোনটি যোগরূঢ শব্দের উদাহরণ? উত্তরঃ সুহৃদ
২৮. Which of the following is always feminine? উত্তরঃ Shrew
২৯. ‘গুলিঞ্জা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরঃ এস ওয়াজেদ আলী
৩০. ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়? উত্তরঃ আও
৩১. -1/2x–1/4y+1/xy+1/8= ? উত্তরঃ (x-4) (y-2)/8xy
৩২. Which one is wrong? উত্তরঃ Saddle on the right horse [সঠিক put the saddle on the right horse]
৩৩. রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি? উত্তরঃ মাইক্রোওয়েভ
৩৪. সাহিত্যে প্রথম নারী নোবেল বিজয়ী? উত্তরঃ সেলমা লেগারলফ
৩৫. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহি:স্থ কোন তিনটির সমষ্টি – উত্তরঃ ৩৬০°
৩৬. He questioned softly why I failed” change this sentence into reported speech. উত্তরঃ He questioned softly, ”Why did you fail?”
৩৭. ‘মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ’ বাক্যে ‘মরি মরি’ কোন শ্রেণীর অব্যয়? উত্তরঃ অনন্বয়ী
৩৮. বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তরঃ রেইন গেজ
৩৯. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘কৃষ্ণাকান্ডের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? উত্তরঃ গোবিন্দলাল ও রোহিণী
৪০. The word ‘wink’ means- উত্তরঃ To close one eye briefly
৪১. বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুন বৃদ্ধি পাবে? উত্তরঃ ১৬
৪২. ‘গোস্বামীর সহিত বিচার’ গ্রন্থের লেখক কে? উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৪৩. a-[a-{a-(a-1)}] = ? উত্তরঃ 1
৪৪. Which one of the following is the noun form of ‘legally’? উত্তরঃ law
৪৫. ৫ + ৮ + ১১ + ১৪ + ….. ধারাটির কোন পদ ৩৮৩? উত্তরঃ ১২৭
৪৬. If somebody is ‘supine in the face of racial injustice’ he/she—উত্তরঃ Fails to protest it
৪৭. কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটি ২/৩ অংশ হবে? সংখ্যাটি কত? উত্তরঃ ৩৬
৪৮. ____ a Taxi, we wouldn’t have missed the train. উত্তরঃ If we had taken
৪৯. পদ্ম ও পুষ্প এর সমার্থক শব্দ কোনগুলো? উত্তরঃ অরবিন্দ, প্রসূন
৫০. ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থে অন্তর্গত? উত্তরঃ মানসী
৫১. ১৩ সে. মি. ব্যাসার্ধের বৃত্ত কেন্দ্র হতে ৫ সে.মি. দুরত্বের অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? উত্তরঃ ২৪ সেমি
৫২. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে এর ক্ষেত্রফল কত? উত্তরঃ ৬০ বর্গ মিটার
৫৩. ৬% হারে নয় মাসে ১০০০০/= টাকার উপর সুদ কত হবে? উত্তরঃ ৪৫০ টাকা
৫৪. ব্লুটুথ( Bluetooth) কার নামানুসারে নামকরণ করা হয়? উত্তরঃ ডেনমার্কের রাজা
৫৫. ‘অসমাপ্ত আত্নজীবনী’ জাপানী ভাষায় অনুবাদ করেন কে? উত্তরঃ কাজুহিরো ওয়াতানাবে
৫৬. বক্ষ>বইক্ষ কী ধরনের ধ্বনির পরিবর্তনের উদাহরণ? উত্তরঃ অপিনিহিতি
৫৭. নিম্নের কোন বানানটি সঠিক? উত্তরঃ বৈদ্যুতিকরণ
৫৮. ‘দিবর দিঘী’ কোন উপজেলায় অবস্থিত? উত্তরঃ পত্নীতলা [নওগাঁ]
৫৯. যদি একটি কাজ ৯ জন লোক ১৫ দিনে করতে পারে। অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? উত্তরঃ খ. ১১.১/৪
৬০. প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য
৬১. ব্রহ্মপুত্র এর সঠিক উচ্চারণ কোনটি? উত্তরঃ সঠিক উত্তর নাই [ সঠিক ব্রোম্ হোপুত্ ত্রো]
৬২. The quote, ‘Autum is a second spring when every leaf is a flower’ is by- উত্তরঃ Albert Camus
৬৩. ‘বর্তুল স্বর’ কীভাবে উচ্চারিত হয়? উত্তরঃ উচ্চারণে ঠোঁট গোল হয়
৬৪. ‘করাল’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তরঃ সৌম্য
৬৫. Which one is the correct spelling? উত্তরঃ chauffeur
৬৬. Man is a political animal’- who said this? উত্তরঃ Aristotle
৬৭. তিনি রাগে গরগর করছেন –উত্তরঃ He is bursting into anger
৬৮. Why did they refuse him Admittance? Make it passive. উত্তরঃ Why was he refused admittance?
৬৯. সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।- উক্তিটি কার? উত্তরঃ কাজী নজরুল ইসলাম
৭০. বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে? উত্তরঃ ২০২১ সালে
আরও দেখুন;- [Today’s exam] LGED Exam Question Solution 2023 [Mcq প্রশ্নসমাধান]
স্থানীয় প্রকৌশলীর অধিদপ্তর পরীক্ষার প্রশ্ন উত্তর ২০২৩
৪ জানুয়ারি ২০২৩ সালে ১২ টি ক্যাটাগরিতে ২২৩৭টি শুন্য পদে দক্ষ জনবল নিয়োগ এর উদ্দেশ্যে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলস্থানীয় স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি প্রকাশের পর পর দেশের লাখ লাখ শিক্ষার্থী চাকরি পাওয়ার আশায় অনলাইনের মাধ্যমে আবেদন করেন যার কার্যক্রম পরিচালিত হয়েছিল ৩১ শে জানুয়ারি.২০২৩ পর্যন্ত। যার ভিত্তিতে আজ বেশ কিছু শূন্য পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সার্ভেয়ার ইলেকট্রিশিয়ান ও মোয়াজ্জেম সর্বমোট ১৭৩ টি শূন্য পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখান থেকে প্রায় ৪৮০ জন এর মত লোক স্থানীয় প্রকৌশল অধিদপ্তর নিয়োগ দেওয়া হবে। সেখান থেকে হিসাব করলে দেখা যায় ১ টি শূন্য পদের বিপরীতে প্রায় ১১০০ জন প্রার্থী লড়াই করবে। আমরাই পারবে ভুক্ত পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি প্রশ্ন সমাধানটি দেখতে নিজের অংশে দেখুন।
এলজিইডি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ পিডিএফ ডাউনলোড
ইলেকট্রিশিয়ান মোয়াজ্জেম ও সার্ভেয়ার পদের পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। আপনি যদি উক্ত শূন্য পদের একজন mcq পরীক্ষার প্রার্থী হন। তাহলে এখন অবশ্যই পরীক্ষার প্রশ্ন সমাধান অনুসন্ধান করতাছেন? হ্যাঁ যদি খুঁজে থাকেন তাহলে সঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছেন। কারণ আমরা এই পর্বে উপস্থিত হয়েছি আজকে অনুষ্ঠিত শূন্য পদের পরীক্ষার শেষে প্রশ্নপত্র সংগ্রহ করে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর নিয়ে। আমরা আপনাদের কথা চিন্তা করে বিভিন্ন নোট বই,টেক্সট বই ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী টিম দ্বারা এবং অন্যান্য ওয়েবসাইটের সাহায্য নিয়ে উক্ত পরীক্ষার প্রশ্ন সমাধান করতে চলেছি। আপনারা এই পর্বে থেকে দা পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করে নিয়ে মিলিয়ে দেখতে পারেন।
এলজিডি পরীক্ষার প্রশ্ন উত্তর ২০২৩
বর্তমান সময়ে যেকোনো চাকরি নিয়োগ পরীক্ষা শেষে পরীক্ষার প্রশ্নপত্র সহ উত্তরগুলি জমা নেয়া হয় যার জন্য চাইলেও একজন প্রার্থী প্রশ্নপত্রগুলো মিলিয়ে দেখতে পারেনা। যে কারণেই পরীক্ষা শেষে প্রার্থীরা গুগল সার্চের মাধ্যমে অনলাইন থেকে প্রশ্ন সমাধান পেতে চাই। এজন্যই আমরা আজকের পুরো আর্টিকেলের মাধ্যমে আপনাদের কাঙ্খিত পরীক্ষার প্রশ্ন সমাধান যথাসাধ্য সঠিক ও নির্ভুল ভাবে তুলে ধরার চেষ্টা করেছি।
সমাপ্তি
আমরা প্রতিদিন আমাদের ওয়েবসাইট দ্বারা সকল ধরনের চাকরির বিজ্ঞপ্তি, সময়সূচী ও অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং প্রশ্ন সমাধান সহ পরীক্ষার ফলাফল প্রকাশ করে থাকি। আপনাদের যেকোনো ধরনের সুযোগ সুবিধা পেতে আমাদের ওয়েবসাইটটি লগইন করে রাখুন এবং আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। এবং পরিশেষে এলজিইডি শূন্য পদের পরীক্ষার ফলাফল পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গেই থাকুন।